Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মাত্সর্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মাত্সর্য এর বাংলা অর্থ হলো -

(p. 692) mātsarya বি. পরশ্রীকাতরতা, অন্যের ভালো দেখতে নাপারা ('মাত্সর্য বিষদশন কামড়ে রে অনুক্ষণ': মধু.)।
[সং. মত্সর + য]।
106)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মাড়া
(p. 692) māḍ়ā ক্রি. বি. মর্দন করা, পেষণ করা। বিণ. উক্ত অর্থে। [সং. √ মৃদ্ + বাং আ]। ̃ ই বি. মাড়ানোর কাজ (ধানমাড়াই, আখমাড়াই)। নো ক্রি. বি. 1 মর্দিত বা পিষ্ট করানো; 2 পদদলিত করা (মাড়িয়ে যাওয়া); 3 পদার্পণ করা, আসা বা যাওয়া (এই রাস্তা মাড়ায় না)। বিণ. উক্ত অর্থে। ছায়া না মাড়ানো ক্রি. বি. কোনো সম্পর্কই না রাখা (তার ছায়া মাড়ানোও পাপ)। 87)
মানান
(p. 699) mānāna বি. 1 উপযুক্ততা (মানানসই); 2 শোভা। বিণ. 1 শোভন; 2 উপযুক্ত। [ বাং. √ মানা2]। ̃ .সই, (বর্ত. অপ্র.) ̃ .সহি বিণ. 1 উপযুক্ত; 2 শোভন (মানানসই চেহারা, মানানসই গড়ন); 3 মাপ-অনুযায়ী মানানসই জুতো)। 5)
মন্ত্র
(p. 676) mantra বি. 1 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণের মাধ্যমে দেবতার উপাসনা করা হয়; 2 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণ বা মনন করলে ত্রাণ পাওয়া যায়; 3 বশীকরণাদি ব্যাপারে ব্যবহৃত শব্দ (মারণমন্ত্র, সাপের মন্ত্র); 4 বৈদিক সাহিত্যের অংশ; 5 নীতি (অহিংসামন্ত্র); 6 মন্ত্রণা, উপদেশ, পরামর্শ (কানে মন্ত্র দেওয়া)। [সং. √ মন্ত্র + অ]। ̃ .কুশল বিণ. পরামর্শ দানে পটু। ̃ .গুপ্তি বি. মন্ত্রণার গোপনীয়তা-রক্ষা। ̃ .গূঢ় বি. গুপ্তচর। ̃ .গৃহ বি. পরামর্শ বা মন্ত্রণার জন্য (গুপ্ত) ঘর। ̃ .গ্রহণ বি. দীক্ষা নেওয়া; পরামর্শ নেওয়া; কোনো কার্যসাধনের ব্রত গ্রহণ। ̃ .জিহ্ব বি. অগ্নি। ̃ .তন্ত্র বি. বিবিধ মন্ত্রতদ্রূপ প্রক্রিয়া। ̃ .দাতা (-তৃ) বি. বিণ. যে দীক্ষা বা পরামর্শ দান করে। স্ত্রী. ̃ .দাত্রী। ̃ .দ্রষ্টা (ষ্টৃ) বি. যিনি বা যে ঋষি মন্ত্রের পরম তত্ত্ব প্রত্যক্ষ করেছেন। ̃ .পূত বিণ. মন্ত্রদ্বারা পবিত্রীকৃত (মন্ত্রপূত কবচ, মন্ত্রপূত জল)। ̃ .বল ̃ .শক্তি বি. মন্ত্রের জোর বা ক্ষমতা। ̃ .বিত্, ̃ .বিদ বিণ. মন্ত্রজ্ঞ, মন্ত্রকুশল; মন্ত্রণাকুশল। বি. মন্ত্রী। ̃ .ভেদ বি. কৌশলে অন্যের গুপ্ত মন্ত্রণা বা পরামর্শ জেনে নেওয়া। ̃ .মুগ্ধ বিণ. (মন্ত্রের দ্বারা) সম্পূর্ণ বশীভূত। স্ত্রী. ̃ .মুগ্ধা। ̃ .শিষ্য বি. 1 কোনো ব্যক্তিকর্তৃক দীক্ষিত শিষ্য; 2 (আল.) একান্ত অনুগামী ব্যক্তি। ̃ .সাধক বিণ. মন্ত্রের দ্বারা কর্ম সাধনাকারী। ̃ .সাধন বি. মন্ত্রের দ্বারা সিদ্ধিলাভের প্রয়াস; মন্ত্রে নির্দিষ্ট আদর্শের অনুসরণ। ̃ .সিদ্ধ বিণ. মন্ত্রজপের দ্বারা সিদ্ধিপ্রাপ্ত। বি. ̃ .সিদ্ধি। 177)
মনপবন
(p. 676) manapabana দ্র মন1। 111)
মাহ2, মাহা1
(p. 703) māha2, māhā1 অব্য. (ব্রজ.) ভিতরে, মাঝে ('হৃদয় মাহ মঝু': রবীন্দ্র)।[সং. মধ্য]।
-মর্দী
মুখাপেক্ষা
মানত
মেদুর
(p. 716) mēdura বিণ. 1 স্নিগ্ধ, কোমল ও মধুর; 2 চিক্কণ, মসৃণ; 3 শ্যামল; 4 ঘনভাবে আচ্ছন্ন (মেঘমেদুর আকাশ)। [সং. √ মিদ্ + উর]। 21)
মউনি
মী়টিং
(p. 707) mī়ṭi এর বর্জি বানান। 17)
মাধুরী
(p. 692) mādhurī বি. 1 মাধুরি মধুরতা; সৌন্দর্য কোমল ও মধুর ভাব (মনের মাধুরী)। [সং মধুর + অ + ই]। 137)
মহাল
মিলা, মেলা ক্রি.
(p. 706) milā, mēlā kri. বিণ. 1 একত্র হওয়া (তিনের সঙ্গে দুই মিলে পাঁচ, 'হেথার সবারে হবে মিলিবারে': রবীন্দ্র); 2 বনিবনা হওয়া (ভাইয়ে-ভাইয়ে মোটেই মেলে না); 3 মিশ খাওয়া, খাপ খাওয়া (জোড় মেলা); 4 সংযুক্ত হওয়া, মেশা (দুটি পথ মিলেছে); 5 সম্পূর্ণ মিশ্রিত হওয়া (তেলে জলে মেশা); 6 মিলযুক্ত হওয়া (ছন্দ মিলছে না, পদ্য মিলছে না); 7 জোটা পাওয়া যাওয়া (বাজারে ভালো চাল মিলছে না); 8 (গনি.) হওয়া (অঙ্ক মিলেছে?); 9 মিলিত হওয়া ('মিলিব বন্ধুর সনে')। [সং. √ মিল্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 একত্র বা মিশ্রিত বা সংযুক্ত করা (হাট মেলানো, মেলা মেলানো); 2 মিশ খাওয়ানো, খাপ খাওয়ানো; 3 মিল দেওয়া (পদ্য মিলানো); 4 জোটানো, সংস্হান করা (চাকরি মিলানো কি সহজ কথা!); 5 গলে বা লীন হয়ে যাওয়া ('ধুপ আপনারে মিলাইতে চাহে গন্ধে': রবীন্দ্র)। মেলা-মেশা বি. 1 সংসর্গ; 2 বন্ধুত্ব বা সদ্ভাব। 17)
মুগধ-মুগ্ধ
(p. 708) mugadha-mugdha র কোমল রূপ। 29)
মণি-পূরক, মণি-পদ্ম
মেশিন
(p. 717) mēśina বি. যন্ত্র, কল। [ইং. machine]। ̃ .গান বি. হালকা কামানবিশেষ 14)
ময়দা
(p. 685) maẏadā বি. অতি মিহি ও পরিষ্ক়ৃত গমের চূর্ণ। [ফা. ময়্দাহ্]। 12)
মঙ্গল
(p. 676) maṅgala বি. 1 শুভ, কল্যাণ, হিত (মঙ্গলময়, মঙ্গল হোক); 2 (জ্যোতিষ.) সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহবিশেষ, ভৌমগ্রহ (মঙ্গলের সূর্যপ্রদক্ষিণ); 3 সপ্তাহের বারবিশেষ; 4 (বাং.) লৌকিক দেবতাদের কাহিনিমাহাত্ম্যবিষয়ক কাব্যবিশেষ (মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল)। বিণ. শুভদায়ক, হিতকর (মঙ্গালাচার মঙ্গলমুহূর্ত)। [সং √ মঙ্গি + অল]। ̃ .কাব্য বি বাংলার লৌকিক দেবদেবীর মাহাত্ম্যবিষয়ক কাব্য। ̃ .কামনা বি. শুভকামনা, শুভেচ্ছা। ̃ .কামী (-মিন্), মঙ্গলাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্) বিণ. শুভকামনা করে এমন। ̃ .ঘট বি. মঙ্গল-কামনায় স্হাপিত ডাব আম্রপল্লব প্রভৃতিতে শোভিত জলপূর্ণ ঘট বা কলসি। ̃ .চণ্ডী বি দুর্গা। ̃ .দায়ক বিণ. কল্যাণকর, শুভকর। স্ত্রী. ̃ .দায়িকা। ̃ .ময় বিণ. সর্বমঙ্গলের আধারস্বরূপ বা উত্সস্বরূপ; মঙ্গলজনক। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .সমাচার, ̃ .বার্তা বি. সুসংবাদ, কুশলসংবাদ। ̃ .সূত্র বি. 1 (সচ.) সধবা হিন্দুরমণী যে কণ্ঠহার পরে; 2 সোনা বা রূপোর সরু সুতোয় গাঁথা পুঁতির হার বা মালাবিশেষ। মঙ্গলা বিণ. (স্ত্রী.) শুভদায়িনী। বি (স্ত্রী.) দুর্গা। মঙ্গলাচার, মঙ্গ লাচরণ বি. 1 কর্মের আরম্ভে নির্বিঘ্নে সমাপ্তির উদ্দেশ্যে অনুষ্ঠানবিশেষ; 2 মঙ্গলজনক অনুষ্ঠান। মঙ্গলিতা বি. শুভ অনুষ্ঠান। মঙ্গলোত্-সব বি. শুভ অনুষ্ঠান। মঙ্গল্য বিণ. বি. মাঙ্গলিক, শুভমঙ্গল (মঙ্গল্য স্নান)। স্ত্রী. মঙ্গল্যা। 4)
মনোজ্ঞ
(p. 676) manōjña বিণ. সুন্দর, মনোহর, চিত্তাকর্ষক, মনোমুগ্ধকর। [সং. মনস্ + √ জ্ঞ + অ]। স্ত্রী. মনোজ্ঞা। বি. ̃ .তা। 140)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534918
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140463
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730673
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942870
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838489
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us