Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মৌল1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মৌল1 এর বাংলা অর্থ হলো -

(p. 719) maula1 বিণ. 1 মূলসম্বন্ধীয়; 2 মূল থেকে উত্পন্ন; 3 আদিম।
বি. (বিজ্ঞা.) কেবল একজাতীয় পরমাণুর সমবায়ে সৃষ্ট পদার্থ, মৌলিক পদার্থ, element (বি. প.)।
[সং. মূল + অ]।
মৌলিক দ্র।
65)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মানিত
(p. 699) mānita বিণ. পূজিত সম্মানিত। [সং. √ মান্ + ত]। 9)
মাল1
(p. 700) māla1 বি. 1 অনুন্নত জাতিবিশেষ; 2 (বাং.) সাপ ধরা যাদের পেশা, সাপুড়িয়া, সাপের ওঝা। [সং. মল + অ]। ̃. বৈদ্য বি. সাপের বিষের চিকিত্সক, সাপের ওঝা। 53)
মস্তি1
মুসলিম-মুসলমান
ম্যানেজ করা
(p. 721) myānēja karā ক্রি. বি. 1 সুনিয়ন্ত্রিতসুপরিচালিত করা (সে একাই সব ম্যানেজ করে ফেলল); 2 কৌশলে কাজ হাসিল করা বা বাগানো (কলমটা কার কাছ থেকে ম্যানেজ করলে?)। [ইং. manage]। 23)
মায়া
(p. 700) māẏā বি. 1 (দর্শ.) যার সত্যকার অস্তিত্ব নেই; 2 ভ্রমাত্মক কোনো-কিছু; 3 অবিদ্যা; 4 অজ্ঞান; 5 ব্রহ্মের অঘটন পটীয়সী শক্তি; 6 নিজের অব্যক্ত স্বরূপ থেকে সমস্ত জগত্ নির্মাণে পরমেশ্বরের অচিন্ত্য শক্তি; 7 সত্ত্বরজস্তমোময়ী প্রকৃতি; 8 মোহ; 9 স্নেহ, মমতা, টান (প্রাণে মায়া আছে); 1 সুখদুঃখের বন্ধন; 11 ইন্দ্রজাল, জাদু (মায়াবিদ্যা); 12 কাপট্য, ছলনা; 13 ছদ্মবেশ (মায়ামৃগ, মায়াসীতা)। [সং. √ মা + য + আ]। ̃ .কানন বি. জাদুবলে সৃষ্ট উপবন বা উদ্যান। ̃ .কান্না বি. কপট কান্না, কান্নার ভান। ̃ .ঘোর বি. মোহের বা জাদুর প্রভাব। ̃ .জাল, ̃ .ডোর, ̃ .পাশ, ̃ .রজ্জু বি. মোহ মমতা বা স্নেহের বন্ধন। ̃ .দণ্ড বি. জাদুলাঠি। ̃ .দয়া বি. মমতা সমবেদনা। ̃ .দেবী বি. বুদ্ধদেবের জননী। ̃ .প্রপঞ্চ বি. 1 মায়ার বিস্তার বা ব্যাপ্তি; 2 মায়ার সৃষ্টি বা প্রকাশ। ̃ .বদ্ধ বিণ. মোহের ঘোরে বা মমতার বশে সংসারে আসক্ত। ̃ .বল বি. মায়ার শক্তি; স্নেহমমতা বা জাদুর জোর। ̃ .বাদ (দর্শ.) বি. জগত্প্রপঞ্চ সবই মিথ্যা, ব্রহ্মই শুধু সত্য-এই মতবাদ। ̃ .বাদী (-দিন্) বিণ. মায়া বাদে বিশ্বাসী। ̃ .বিদ্যা বি. জাদুবিদ্যা। ̃ বী (-বিন্) বিণ. বি. ঐন্দ্রজালিক, জাদুকর, জাদু জানে এমন (মায়াবী রাক্ষস)। বিণ. কপটাচারী, শঠ। স্ত্রী. ̃ বিনী। ̃ .ময় বিণ. ছলনাপূর্ণ মোহদ্বারা পরিব্যাপ্ত, ছলনাময়। স্ত্রী ̃ .ময়ী। ̃ .মুকুর বি. জাদুআয়না। ̃ .মুক্ত বিণ. মোহযুক্ত। ̃ .মৃগ বি. জাদু-হরিণ, জাদু বলে সৃষ্ট হরিণ। ̃ .রথ বি. জাদুবলে নির্মিত রথ। ̃ .রাজ্য বি. জাদুবলে সৃষ্ট রাজ্য। মায়িক, মায়ী (-য়িন্) বিণ. 1 ঐন্দ্রজালিক; 2 মায়াময়, মায়াবিশিষ্ট। 11)
মনো-মোহন
মণ্ডপ
মেলা
(p. 717) mēlā বিণ. 1 খোলা, উন্মীলিত করা (চোখ মেলা); 2 প্রসারিত করা (রোদে কাপড় মেলা, 'আমায় নিয়ে মেলেছ এই মেলা': রবীন্দ্র)। বি. বিণ. উক্ত সব অর্থে [সং. √ মীল্ + বাং. আ]। 9)
মিয়ানি
মাজা1
(p. 692) mājā1 বি. কোমর, কটি দেহের মধ্যভাগ, পিঠ ও নিতম্বের মধ্যবর্তী ভাগ। [প্রাকৃ. মজ্ঝ]। 67)
মুড়ি৩
মাদ্রাজি
মানব
(p. 698) mānaba বি. মানুষ, নর, মনুষ্য। বিণ. 1 মনুসম্বন্ধীয়; 2 মনুপ্রণীত (মানব ধর্মশাস্ত্র)। [সং মনু + অ]। স্ত্রী. মানবী। ̃ .ক-মাণবক -এর অধিকতর প্রচলিত রূপ। ̃ .জমিন বি জমিরূপে কল্পিত মানুষ ('মানবজমিন রইল পতিত': রা. প্র)। ̃ তা, ̃ .ত্ব বি. মানুষের ধর্ম গুণ বা ভাব। ̃ .তা-বাদ বি 1 মানুষের সদগুণাবলির অনুশীলন; 2 মানুষের স্বাভাবিক গুণ বা ধর্মের প্রতি গুরুত্ব আরোপ। ̃ .ধর্ম বি. সর্বমানবের গুণ বা ধর্ম, সর্বমানবের আচরণীয় গুণাবলী। ̃ .লীলা বি. মানুষরূপে পৃথিবীতে জীবনযাপনকালে ক্রিয়াকলাপ। মানবলীলা সংবরণ করা ক্রি মারা যাওয়া। ̃ .প্রেমিক বি, মানুষকে যে ভালোবাসে। ̃ .সমাজ বি. পৃথিবীর মানুষ, সমগ্র মনুষজাতি। ̃ .হৃদয় বি. 1 মানুষের হৃদয়; 2 মনুষ্যত্বপূর্ণ অন্তঃকরণ; 3 মনুষ্যোচিত অনুভূতি। মানবাধি-কার বি মানুষ হিসাবে সম্মানের সঙ্গেনিরাপদে বাঁচার অধিকার। [সং মানব + অধিকার]। মানবিক বিণ. 1 মনুষ্যোচিত (মানবিক গুণাবলি); 2 মনুষ্যসুলভ; 3 মনুষ্যত্বপূর্ণ; 4 লোকহিতকর, humanitarian (মানবিকতার কারণে দয়াপ্রদর্শন)। বি. মানবিকতা (মানবিকতার বিকাশ)। মানবীয় বিণ. মানুষের পক্ষে স্বাভাবিক এমন (মানবীয় আদর্শ)। মানবোচিত বিণ. মানুষের পক্ষে উপযুক্ত। 17)
মায়ূর
(p. 700) māẏūra বিণ. ময়ূরসম্বন্ধীয়; ময়ূরের। [সং. ময়ূর + অ]। 12)
মুরিদ
(p. 712) murida বি. 1 ভক্ত মুসলমান; 2 তপস্বী। [আ. মুরীদ্]। 24)
মুন-সেফ
মাখা
(p. 692) mākhā ক্রি. বি. 1 লেপন করা (গায়ে তেল মাখা); 2 মর্দন করা, চটকানো (ময়দা মাখা)। বিণ. উক্ত উভয় অর্থে । [সং. √ ম্রক্ষ্ + বাং. আ]। ̃ .নো ক্রি বি. 1 লেপন করানো (চাকরকে দিয়ে তেল মাখানো); 3 মর্দন করানো (পাচককে দিয়ে ময়দা মাখানো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ .মাখি বি. 1 পরস্পর লেপন; 2 অত্যাধিক লেপন বা মর্দন; 3 অন্তরঙ্গতা বা ঘনিষ্টতা; 4 (অনভিপ্রেত) মেলামেশা বা অন্তরঙ্গতা। 49)
মন্দাক্রান্তা
(p. 676) mandākrāntā বি. সংস্কৃত ছন্দবিশেষ। [সং. মন্দ + আক্রান্ত (গতি) + আ]। 192)
মোড়ক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577938
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185732
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785811
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027056
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901174
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848150
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708630
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620324

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us