Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যথেচ্ছ, এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যথেচ্ছ, এর বাংলা অর্থ হলো -

(p. 723) yathēccha, (বিরল) যথেচ্ছা বিণ. ক্রি-বিণ. ইচ্ছামতো, ইচ্ছানুসারে (যথেচ্ছ ব্যবহার, যথেচ্ছ অপচয়)।
[সং. যথা + ইচ্ছা]।
যথেচ্ছাচার বি. 1 খুশিমতো আচারআচরণ, স্বেচ্ছাচার; 2 উচ্ছৃঙ্খলতা।
যথেচ্ছাচারী (-রিন্) বিণ. উচ্ছৃঙ্খল।
স্ত্রী. যথেচ্ছাচারিণী।
11)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যাজ্ঞিক
(p. 726) yājñika বি. যজ্ঞ কর্তা, পুরোহিত। বিণ. যজ্ঞীয়, যজ্ঞ সম্বন্ধীয়। [সং. যজ্ঞ + ইক]। 9)
যক্ষ্মা
যাচা1
(p. 723) yācā1 ক্রি. 1 যাচ্ঞা করা, প্রার্থনা করা, চাওয়া ('কি আর যাচিব তব কাছে') 2 উপযাচক হওয়া (যেচে দিতে এল)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। [সং. √ যাচ্ + বাং. আ]।
যোটক
(p. 728) yōṭaka বি. 1 মিলন 2 যে বা যা মিলিয়ে দেয় (রাজযোটক)। [সং. √ যু + ট + ক]। 49)
যোগ্য
যমুনা
(p. 723) yamunā বি. 1 উত্তরভারতের প্রসিদ্ধ নদী, কালিন্দী; 2 বাংলাদেশের নদীবিশেষ; 3 যমের ভগিনী। [সং. √ যম্ + উন + আ]। 47)
যেথা
(p. 728) yēthā বি. (কথ্য ও কাব্যে) যে স্হান ('যেথা হতে সবে আনে উপহার': রবীন্দ্র)। ক্রি-বিণ. যেথায়, যেখানে (যেথা যাই)। [সং. যথা]। ̃ .কার বিণ. যে স্হানের। ̃ য ক্রিবিণ. যেখানে ('যেথায় চলেছ যাও তুমি ধনি': রবীন্দ্র)। যেথা-সেথা ক্রি-বিণ. (কথ্য ও কাব্যে) যেখানেসেখানে। 26)
যোগাড়
(p. 728) yōgāḍ় দ্র জোগাড়। 38)
যা
(p. 723) yā 3 ক্রি. (অবজ্ঞায় বা কনিষ্ঠকে গমন কর্ (তুই ওখানে যা)। [বাং. √ যাওয়া]। ওই যা, গেল যা হঠাত্ বিস্মরণজনিত অনভিপ্রেত ঘটনার ফলে ক্ষোভ বা আক্ষেপসূচক উক্তি। 55)
যুবা
(p. 728) yubā (-বন্) বিণ. বি. 1 প্রাপ্তযৌবন 2 পূর্ণবয়স্ক 3 তরুণ, জোয়ান, যুবক। [সং. √ যু + অন। স্ত্রী. যুবতী, যুবতি, যূনী। ̃.বয়স, ̃.কাল বি. যৌবন। 14)
যষ্টিক
(p. 723) yaṣṭika বি. 1 লাঠি, ছড়ি; 2 পানকৌড়ি। [সং. যষ্টি + ক]। যষ্টিকা বি. 1 লাঠি; 2 একনরি মুক্তাহার; 3 বড়ো পুকুর; 4 যষ্টিমধু। 53)
যুক্ত
(p. 726) yukta বিণ. 1 সংলগ্ন, একত্র, মিলিত ('যুক্ত কর হে সবার সঙ্গে': রবীন্দ্র); 2 অন্বিত, বিশিষ্ট, সম্পন্ন (শ্রীযুক্ত, ক্রোধযুক্ত); 3 রত, নিয়োজিত, ব্যাপৃত (ঘানিতে যুক্ত, কর্মে যুক্ত); 4 উপযুক্ত, সমন্বিত (যুক্তিযুক্ত); 5 পরিমিত (যুক্ত আহার); 6 যোগরত; 7 (গণি.) সংকলিত, যোগ করা হয়েছে এমন। [সং. √ যুজ্ + ত]। স্ত্রী. যুক্তা। ̃ .কর বিণ. কৃতাঞ্জলি, জোড়হাত। বি. জোড় করা হাত। ̃ .প্রদেশ বি. উত্তরপ্রদেশের বর্তমানে বর্জিত পূর্বনাম। ̃ .বেণি বি. গঙ্গা যমুনাসরস্বতী নদীর সংগম, ত্রিবেণি। ̃ .রাজ্য বি. গ্রেটবিটেনউত্তর আয়ারল্যাণ্ড। ̃ .রাষ্ট্র বি. আমেরিকা যুক্তরাষ্ট্র। যুক্তাক্ষর বি. সংযুক্ত বর্ণ, একত্রে লিখিতউচ্চারিত একাধিক ব্যঞ্জনবর্ণ, যেমন ক্ত, চ্ছ। 49)
যাচ্ছে-তাই
(p. 726) yācchē-tāi বি. বিশ্রী বা জঘন্য ব্যাপার (কীসব যাচ্ছেতাই বলছ)। বিণ. বিশ্রী বা জঘন্য (যাচ্ছেতাই কথা)। [বাং. যা + ইচ্ছে + তা + ই]। 4)
যন্ত্র
(p. 723) yantra বি. 1 মেশিন, কল (বৈদ্যুতিক যন্ত্র); 2 শিল্পদ্রব্যাদি নির্মানের হাতিয়ার (ছুতোরের যন্ত্র); 3 বৈজ্ঞানিক সরঞ্জাম (তাপমান যন্ত্র); 4 সংগীত সাধনার উপকরণ, বাদ্য (বাদ্যযন্ত্র, যন্ত্রসংগীত); 5 জীবদেহের ক্রিয়াসাধক অঙ্গ (হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র); 6 জাঁতা; 7 (তন্ত্রশাস্ত্রে) দেবতাদের অধিষ্ঠানচক্র অর্থাত্ আসনের রেখাঙ্কন; ̃ (জ্যোতিষ.) গ্রহাদির অবস্হানচিত্র; 9 (আল.) যে ব্যক্তিকে কার্যদ্ধারের জন্য হাতিয়ারস্বরূপ ব্যবহার করা হয়। [সং. √ যন্ত্র্ + অ]। ̃ .কুশল বিণ. যন্ত্রাদির ব্যবহারে প়টু। বি. ̃ .কৌশল। ̃ .তন্ত্র, ̃ .পাতি বি. যন্ত্রসমূহ, যন্ত্রঅনুরূপ অন্যান্য সরঞ্জাম। ̃ .দানব বি. জীবনযাত্রায় যন্ত্রের অতিরিক্ত প্রধান্যের জন্য দানব হিসাবে কল্পিত যন্ত্র। ̃ .বত্ বিণ. যন্ত্রের মতো কাজ করে এমন। ̃ .বিদ (-বিদ্) বিণ. বি. যন্ত্রের গঠন ও ব্যবহার সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি, যন্ত্রবিশারদ। ̃ .বিদ্যা, ̃ .বিজ্ঞান বি. যন্ত্র নির্মাণব্যবহারের বিদ্যা, mechanics, mechanical engineering. ̃ .যুগ বি. যে যুগে মানুষের জীবনযাত্রায় যন্ত্র বিশেষ প্রাধান্য লাভ করেছে। ̃ .শালা বি. যে ঘরে যন্ত্রের দ্বারা কাজ চলে, মেশিনঘর। ̃ .শিল্পী বি. 1 যন্ত্রাদি প্রয়োগে বা নির্মাণে দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তি, মেকানিক, এঞ্জিনিয়ার; 2 বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ব্যক্তি। ̃ .সংগীত বি. বাদ্যযন্ত্র সহযোগে সংগীত। ̃ স্হ বিণ. (বইপত্র) ছাপার কাজ চলছে এমন, শীঘ্রই ছেপে বেরোবে এমন। 21)
যৌগিক
যাম
(p. 726) yāma বি. সমস্ত দিনরাত্রির 1/8 ভাগ সময়, প্রহর; তিন ঘন্টা। [সং. √ যা + ম]। ̃ .ঘোষ বি. শৃগাল। ̃ .বতী বি. রাত্রি, যামিনী। যামার্থ বি. অর্ধপ্রহর, দেড় ঘন্টা। যামী বি. 1 দক্ষিণ দিক 2 রাত্রি 3 কুলস্ত্রী। 39)
যামার্থ
(p. 726) yāmārtha দ্র যাম। 41)
যমানি, যমানিকা, যবানি
(p. 723) yamāni, yamānikā, yabāni বি. মশলাবিশেষ, জোয়ান। [ সং. যবানিকা]। 45)
যাবচ্চন্দ্র-দিবাকর
যাতায়াত
(p. 726) yātāẏāta বি. গমনাগমন, যাওয়া-আসা। [সং. যাত + আয়াত]। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098898
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856853
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us