Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লিখিত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  লিখিত এর বাংলা অর্থ হলো -

(p. 760) likhita বিণ. 1 লেখা হয়েছে এমন (লিখিত প্রমাণ, অলিখিত আইন); 2 রচিত (সুলিখিত কাব্য); 3 অঙ্কিত; 4 মৌখিক-এর বিপরীত (লিখিত পরীক্ষা)।
[সং. √ লিখ্ + ত]।
39)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


লুলিত
(p. 760) lulita বিণ. 1 আন্দোলিত, কম্পিত; 2 সুন্দর, মনোহর। [সং. √ লুল্ + ত]। 88)
লাফালাফি
(p. 759) lāphālāphi দ্র লাফ। 27)
লীন
ললাট
(p. 757) lalāṭa বি. 1 কপাল; 2 ভাগ্য, অদৃষ্ট। [সং. √ লল্ + আট]। ̃ .ভূষণ বি. কপালে পরবার অলংকার। ললা়টিকা বি. 1 তিলক; 2 শ্রেষ্ঠ অলংকার ('ললা়টিকা মেয়ে': বিহারী.)। 3)
লেম-নেড
(p. 764) lēma-nēḍa বি. খনিজ পদার্থমিশ্রিত অম্লমধুর পানীয়বিশেষ। [ইং. lemonade]। 21)
লগা
(p. 753) lagā বি. 1 বাঁশ ইত্যাদির তৈরি লম্বা দণ্ড; 2 আঁকশি (লগা দিয়ে আম পাড়া); 3 নৌকা ঠেলার জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড। [বাং. লগ ( সং. লগ) + আ]। 36)
লেপা
(p. 764) lēpā ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়া, লেপন করা, নিকানো (গোবরজল দিয়ে উঠোন লেপা)। বিণ. উক্ত অর্থে (গোবর দিয়ে লেপা ঘর)। [সং. √ লিপ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়ানো, লেপন করানো। বিণ. উক্ত অর্থে। ̃ .পোঁছা বিণ. পোঁচা দিয়ে এবং. মুছে পরিষ্কৃত করা হয়েছে এমন নিকানো হয়েছে এমন (লেপাপোঁছা উঠোন)। বি. নিকানো। 12)
ল্যাঃড়া2
লাছা
(p. 758) lāchā ক্রি. পাতা, স্হাপন করা (বিছানা লেছে দাও)। [বাং. লাছ্ + আ]। 20)
লালসা
(p. 760) lālasā বি. লোলুপতা, লিপ্সা, লোভ। [সং. √ লস্ + যঙ্লুক্ + অ + আ]। 19)
লকেট2
লাগানো
(p. 758) lāgānō ক্রি. বি. 1 সংযুক্ত করা (খামে টিকিট লাগানো, ঘরে আগুন লাগানো); 2 লিপ্ত বা লেপন করা (দেওয়ালে রং লাগানো, ফোঁড়ায় মলম লাগানো); 3 ছোঁয়ানো (গায়ে গা লাগানো); 4 সেবন করা, লাগতে দেওয়া (মাথায় রোদ লাগানো); 5 ভিড়ানো (তীরে নৌকা লাগানো); 6 রোপণ করা (গাছের চারা লাগানো); 7 নিযুক্ত করা (কাজে লাগানো; মনে লাগানো, পিছনে লোক লাগোনো); 8 প্রয়োগ করা (ঘাকতক লাগানো); 9 বাধিয়ে দেওয়া (ঝগড়া লাগিয়ে দিচ্ছে); 1 ব্যয় করা (সময় লাগানো); 11 মনে উত্পাদন করা, বোধ করানো (তাক লাগানো, ভয় লাগানো); 12 গোপনে বিরুদ্ধে বলা, চুকলি কাটা (আমার নামে লাগিয়েছে); 13 বন্ধ করা (দরজাটা লাগিয়ে দাও)। লাগা দ্র। লাগানি বি. গোপন নালিশ, চুকলি। লাগানি-ভাঙানি বি. গোপনে অন্যের নিন্দা করে মন বিগড়ে দেওয়া। 10)
লাবণি,
(p. 759) lābaṇi, (প্রা. কা.) লাবনি বি. কান্তি, লাবণ্য। [ সং. লাবণ্য]। লাবনি বি. (প্রা. কা.) লাবণ্য ('কাচা অঙ্গর লাবনি': গো. দা.) 31)
লেজার2
লঙ্গর-খানা
লুডো
(p. 760) luḍō বি সচ. কাগজের তৈরি ছকের উপর ঘন-আকৃতির ছক্কা নিয়ে খেলাবিশেষ। [ইং. ludo]। 79)
লজ্জা
(p. 755) lajjā বি. 1 গোপনীয় বিষয় প্রকাশিত হওয়ার জন্য বা অনুচিতঅশোভন কাজ বা ব্যাপারের জন্য অস্বস্তিজনক ভাব, শরম, ব্রীড়া; 2 অস্বস্তির জন্য কোনো কথা বলতে বা কোনো কাজ করতে মানসিক বাধা, সংকোচ, কুণ্ঠা। [সং. লজ্জ্ + অ + আ]। ̃ .কর, ̃ .জনক বিণ. লজ্জার কারণযুক্ত, লজ্জা অনুভব হয় এমন। ̃ .নত, ̃ ব-নত বিণ. কুণ্ঠার দরুন মুখ তুলতে পারছে না এমন, লজ্জায় মাথা নিচু হয়ে আছে এমন। ̃ .বান, ̃ .শীল বিণ. লাজুক, লজ্জাযুক্ত। স্ত্রী.̃ .বতী ̃ .শীলা, বি. ̃ .বত্তা, ̃শীলতা। লজ্জাবতী লতা বি. লতাবিশেষ, যার পাতা স্পর্শমাত্রেই সংকুচিত হয়। ̃ .হীন, ̃ .শূন্য বিণ. নিলা়জ, নির্লজ্জ, বেহায়া। স্ত্রী. ̃ .হীনা, ̃ .শূন্যা। বি. ̃ .হীনতা, ̃ .শূন্যতা। লজ্জিত বিণ. লজ্জাযুক্ত, লজ্জা পেয়েছে এমন। স্ত্রী. লজ্জিতা। 10)
লুটা, লুঠা, লোটা
(p. 760) luṭā, luṭhā, lōṭā ক্রি বি. 1 লুট করা; 2 অন্যায়ভাবে আত্মসাত্ করা (জনসাধারণের টাকা লুটে নেওয়া); 3 প্রচুর পরিমাণে উপভোগ করা (মজা লোটা); 4 গড়াগড়ি দেওয়া, লুণ্ঠিত হওয়া (ধুলায় লোটা)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ লুঠ্ লুণ্ঠ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 লুঠ করানো; 2 গড়াগড়ি দেওয়া বা দেওয়ানো। বিণ. উক্ত অর্থে। লুটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে লুঠ করে, সম্পূর্ণ আত্মসাত্ করে। 72)
লকট
(p. 753) lakaṭa বি. চীনা ফলবিশেষ, loquat. [চৈ.]। 10)
লুফা, লোফা
(p. 760) luphā, lōphā ক্রি. বি. 1 শূন্য থেকে পড়ন্ত কোনো বস্তুকে ভূমি স্পর্শ করার আগেই ধরে ফেলা (বলটা লুফে নিয়েছে); 2 (গৌণ অর্থে) আগ্রহ-সহকারে নেওয়া (খদ্দের এ-জিনিস লুফে নেবে, আমার প্রস্তাবটা সে লুফে নিল) [সং. √ লুপ্ + বাং. আ]। 83)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535215
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140684
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730991
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883669
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838541
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696753
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603118

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us