Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শকুন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শকুন এর বাংলা অর্থ হলো -

(p. 768) śakuna বি. 1 মৃত জীবজন্তু ভোজনকারী বৃহদাকার পাখিবিশেষ, গৃধ্র; 2 শুভাশুভসূচক চিহ্ন বা লক্ষণ।
[সং. √ শক্ + উন]।
জ্ঞ বিণ. লক্ষণ বা চিহ্নের দ্বারা শুভাশুভ নির্ণয়ে পারদর্শী।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শব্দ
(p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোশ, ̃ কোষ বি. অভিধান, শব্দাভিধান। ̃ তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃ বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃ হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়। 46)
শীল
শশি-ভূষণ, শশি-শেখর, শশী-ভূষণ, শশী-শেখর
(p. 773) śaśi-bhūṣaṇa, śaśi-śēkhara, śaśī-bhūṣaṇa, śaśī-śēkhara বি. শশী অর্থাত্ চাঁদ যাঁর ভূষণ বা শেখর বা শিরোভূষণ, শিব। [সং. শশিন্ + ভূষণ, শেখর]। 11)
শিবেতর
(p. 776) śibētara দ্র শিব। 81)
শোভা
(p. 784) śōbhā বি. 1 সৌন্দর্য, কান্তি, বাহার; 2 সৌন্দর্যের বা উজ্জ্বলতার বিকাশ। [সং. √ শুভ্ + অ + আ]। শোভা পাওয়া ক্রি. বি. 1 সৌন্দর্য বিস্তার করা, শোভাযুক্ত হয়ে বিরাজ করা; 2 যোগ্য হওয়া (তোমার এমন কাজ শোভা পায় না); 3 ভালো দেখানো (ধনীর সবই শোভা পায়)। ̃ কর বিণ. শোভাদায়ক। ̃ ঞ্জন বি. শজনেগাছ। ̃ ন্তরী অব্য. চমত্কার, বেশ বেশ, শাবাশ। ̃ ময় বিণ. শোভাপূর্ণ। স্ত্রী. ̃ ময়ী। ̃ যাত্রা বি. বহুলোকের একত্রে সমারোহের সঙ্গে যাওয়া, মিছিল। ̃ যাত্রী (-ত্রিন্) বি. বিণ. মিছিলের সঙ্গে গমনকারী। ̃ শূন্য, ̃ হীন বিণ. সৌন্দর্যহীন; সৌন্দর্যের বিকাশশূন্য। শোভিত বিণ. শোভাযুক্ত, ভূষিত। স্ত্রী. শোভিতা। শোভী (-ভিন্) বিণ. 1 শোভাদানকারী; 2 শোভাযুক্ত, সুন্দর। স্ত্রী. শোভিনী। শোভা ক্রি. (কাব্যে) শোভা পাওয়া ('লঙ্কাপুরী শোভিল সম্মুখে': মধু.)। 57)
শির-দাঁড়া
শেখা
(p. 784) śēkhā ক্রি. বি. 1 শিক্ষা করা বা জ্ঞান লাভ করা (লেখাপড়া শেখা, ভদ্রতা শেখা); 2 চর্চা করা (তবলা শেখে)। বিণ. উক্ত উভয় অর্থে (শেখা বিদ্যে)। শিখানো, শেখানো ক্রি. বি. শিক্ষা দেওয়া (সাক্ষীকে শেখানো)। বিণ. উক্ত সব অর্থে (শেখানো বুলি)। [ সং. √ শিক্ষ্]। 13)
শিথিল
(p. 776) śithila বিণ. 1 শ্লথ, লোল (শিথিল চর্ম); 2 আলুলায়িত (শিথিল কবরী); 3 বিস্রস্ত, আলুথালু, এলোমেলো ('শিথিল বেশবাস'); 4 আলগা, ঢিলা, প্রায় বিচ্যুত (বিশ্বাস শিথিল হওয়া, ভক্তি শিথিল হওয়া); 5 অবসন্ন, ক্লান্ত (শিথিলদেহ); 6 মন্হর, অলস (শিথিল গতি)। [সং. √ শ্লথ্ + ইল অথবা √ শ্রথ্ + ইর, র = ল]। বি. ̃ তা। 75)
শৃঙ্গ
(p. 783) śṛṅga বি. 1 পশুর শিং; 2 পর্বতের চূড়া; 3 পশুর শিংদ্বারা নির্মিত বাদ্যযন্ত্রবিশেষ, শিঙা; 4 পিচকারি। [সং. √ শৃ + গ]। ̃ ধর বি. পর্বত।
শীলন
(p. 781) śīlana বি. চর্চা, অনুশীলন, অভ্যাস। [সং. √ শীল্ + অন]। 7)
শিরিন
(p. 779) śirina বিণ. 1 সুন্দর; 2 মধুর; 3 কোমল। [ফা. শীরীন্]। 10)
শর-বত
শিলীন্ধ্র
(p. 779) śilīndhra বি. 1 কলাগাছ; 2 কলার মোচা; 3 ব্যাঙের ছাতা, ছত্রাক; 4 মাছবিশেষ। [সং. শিলী + √ ধৃ + অ]। শিলীন্ধ্রা বি. (স্ত্রী.) 1 কলা; 2 মাটি; 3 পক্ষিণীবিশেষ। শিলীন্ধ্রী বি. (স্ত্রী.) 1 কেঁচো; 2 মাটি; 3 স্ত্রী-ব্যাং, ভেকী; 4 পক্ষিণীবিশেষ। 26)
শকট
শূদ্র, (কথ্য) শুদ্দুর
শতাংশ
(p. 769) śatāṃśa বি. 1 একশত ভাগ; 2 একশত ভাগের একভাগ। [সং. শত + অংশ]। 22)
শিঞ্জিনী
(p. 776) śiñjinī বি. 1 নূপুর; 2 ধনুর্গুণ। [সং. √শিঞ্জ্ + ইন্ + ঈ]। 71)
শঙ্খিনী
শস্ত্র
শ্যাম্পু
(p. 786) śyāmpu বি. চুল পরিষ্কার করার তরলীকৃতসুগন্ধযুক্ত পদার্থবিশেষ বা তা দিয়ে চুল ধোঁয়া। [ইং. shampoo]। 47)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071068
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767634
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365028
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720656
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697387
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594193
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544109
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542048

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন