Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শূদ্র, (কথ্য) শুদ্দুর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শূদ্র, (কথ্য) শুদ্দুর এর বাংলা অর্থ হলো -

(p. 783) śūdra, (kathya) śuddura বি. হিন্দু চতুর্বর্ণের চতুর্থটি।
[সং. √ শুচ্ (=দ্) + র]।
শূদ্রা বি. (স্ত্রী.) শূদ্রজাতীয় রমণী।
শূদ্রাণী বি. স্ত্রী. (বাং.) শূদ্রজাতীয় রমণী বা শূদ্রের পত্নী।
শূদ্রী বি. স্ত্রী. শূদ্রের পত্নী।
18)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শীতক
(p. 779) śītaka বি. রেফ্রিজারেটার। [সং. শীত + ক]। 54)
শাল৪
(p. 776) śāla4 বি. 1 বড়ো গাছবিশেষ বা তার কাঠ; 2 শোলজাতীয় বড়ো মাছবিশেষ। [সং. √ শাল্ + অ]। ̃ তি বি. শালগাছের গুঁড়ি দিয়ে তৈরি ছোটো কিন্তু দ্রুতগামী নৌকাবিশেষ। ̃ নির্যাস বি. ধুনো। ̃ পাতা বি. (সাধারণত পাত্র হিসাবে ব্যবহৃত শালগাছের বড়ো পাতা)। ̃ প্রাংশু বিণ. (দেহ বা অঙ্গ সম্বন্ধে) শালগাছের মতো দীর্ঘাকার। ̃ বন বি. যে বনে প্রচুর শালগাছ আছে। শালের কোঁড়া শালগাছের তেজি চারা। 6)
শ্লোক
(p. 789) ślōka বি. 1 সংস্কৃতে রচিত কবিতা, পদ্য বা পদ্যের অংশ; 2 খ্যাতি, যশ (পুণ্যশ্লোক)। [সং. √ শ্লোক্ + অ]।
শুভ
(p. 781) śubha বি. মঙ্গল, কল্যাণ (শুভংকর, শুভার্থী)। বিণ. শুভজনক, কল্যাণকর। [সং. √ শুভ্ + অ]। স্ত্রী. শুভা। ̃ কামনা বি. মঙ্গলকামনা; শুভেচ্ছা। ̃ কাল, ̃ ক্ষণ বি. 1 কল্যাণকর সময়, শুভ সময়; 2 সুযোগ। ̃ গ্রহ বি. (জ্যোতিষ.) যে-গ্রহের প্রভাবে জাতকের মঙ্গল হয়। ̃ ংকর, ̃ স্কর বিণ. মঙ্গলজনক। বি. শুভংকরী নামক গণিতশাস্ত্রের রচয়িতা। ̃ ংকরী, ̃ ঙ্করী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। বি. 1 দুর্গাদেবী; 2 শুভংকররচিত গণিতশাস্ত্র। ̃ দ বিণ. কল্যাণকারী। স্ত্রী. ̃ দা। ̃ দিন বি. ভালো দিন, মঙ্গলজনক দিন (শুভদিন দেখে যাত্রা করা)। ̃ দৃষ্টি বি. 1 কল্যাণকর দৃষ্টি, সুনজর; 2 বিবাহকালে বরকন্যার পরস্পরকে প্রথম দর্শনের অনুষ্ঠান। ̃ বিবাহ বি. মঙ্গল জনক বিবাহ; বিবাহের শুভ অনুষ্ঠান। ̃ বুদ্ধি বি. সুবুদ্ধি, সুমতি। ̃ যোগ - শুভকালশুভক্ষণ এর অনুরূপ। ̃ রাত্রি বি. 1 মঙ্গলজনক রাত্রি; 2 দিনের শেষে 'রাত্রি মঙ্গলজনক হোক' এই শুভকামনাবিশেষ। ̃ সংকল্প বি. মঙ্গলজনক প্রতিজ্ঞা। ̃ সংবাদ বি. ভালো খবর। ̃ সন্ধ্যা বি. সন্ধ্যাবেলার অভিবাদনবিশেষ। ̃ সূচনা বি. ভালো ও আশাজনক আরম্ভ। শুভকাঙ্ক্ষা, শুভানু-ধ্যান বি. কল্যাণকামনা, হিতকামনা। শুভাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্), শুভানু-ধ্যায়ী (-য়িন্), শুভার্থী (-র্থিন্) বিণ. কল্যাণকামী, হিতকামী। স্ত্রী. শুভাকাঙ্ক্ষিণী, শুভানু-ধ্যায়িনী, শুভার্থিনী। শুভানন বিণ. সুন্দরমঙ্গলপ্রদ মুখবিশিষ্ট। স্ত্রী. শুভাননা। শুভানুষ্ঠান বি. মাঙ্গলিক কর্ম। শুভারম্ভ বি. শুভ বা মঙ্গলজনক সূচনা। শুভাশংসা বি. মঙ্গলকামনা। শুভাশীর্বাদ, শুভাশিস বি. মঙ্গল কামনাপূর্ণ আশীর্বাদ। শুভাশুভ বি. হিতাহিত, মঙ্গলঅমঙ্গল। 48)
শামিল
শল্কল
(p. 772) śalkala বি. শল্ক, মাছের আঁশ। [সং. √ শল্ + কল]।
শীল
শপ
(p. 769) śapa বি. বড়ো মাদুরবিশেষ। [দেশি]। 35)
শোল
শীত
(p. 779) śīta বি. 1 হিমঋতু, (সাধারণ মতে) পৌষ ও মাঘ মাসব্যাপী কাল (শীতের পাখি, এবার শীতে বাইরে যাব); 2 হিম, ঠাণ্ডাভাব (বেশ শীত পড়েছে); 3 ঠাণ্ডাবোধ, শীতলবোধ (শীত করছে)। বিণ. 1 শীতল, ঠাণ্ডা, হিমযুক্ত ('শীত চন্দনপঙ্কে': রবীন্দ্র); 2 শীতঋতুর উপযুক্ত (শীতবস্ত্র)। [সং. √ শ্যৈ + ত]। শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া। শীত কাটা ক্রি. বি. 1 শীতঋতুর অবসান হওয়া; 2 ঠাণ্ডাবোধ দূর হওয়া। শীত কাটানো ক্রি. বি. 1 শীতঋতু অতিবাহিত বা যাপন করা (এবার তারা হরিদ্বারে শীত কাটাবে); 2 ঠাণ্ডাবোধ দূর করা। ̃ কাঁটা বি. (হঠাত্) শীতার্ত হওয়ার ফলে গায়ে রোমাঞ্চ। ̃ কাতুরে বিণ. শীতে সহজেই কাতর হয় এমন, শীত সহ্য করতে পারে না এমন। ̃ তাপ-নিয়ন্ত্রণ বি. কৃত্রিম উপায়ে ঠাণ্ডা বা তাপ নিয়ন্ত্রিতকরণ, air-conditioning. ̃ তাপ-নিয়ন্ত্রিত বিণ. air conditioned. ̃ প্রধান বি. শীতের প্রাবল্যবিশিষ্ট; যেখানে শীত বেশিদিন (বা বছরের অধিকাংশ সময় ধরে) স্হায়ী হয় (শীতপ্রধান দেশ)। ̃ বস্ত্র বি. শীতনিবারক বা শীতকালের উপযোগী কাপড়চোপড়; পশমের বা উলের জামাকাপড়, গরম জামাকাপড়। শীতাগম বি. শীত ঋতুর আবির্ভাব। শীতাতপ বি. শীত-গ্রীষ্ম; ঠাণ্ডা ও গরম। শীতাতপ-নিয়নিত্রণ - শাততাপনিয়ন্ত্রণ -এর অনরূপ। শীতাধিক্য বি. শীতের প্রাবল্য। শীতার্ত, শীতালু বিণ. ঠাণ্ডায় পীড়িত বা কাতর, শীতকাতুরে। শীতোষ্ণ বিণ. ঠাণ্ডা ও গরম। 53)
শ্যাম
শাণ্ডিল্য
(p. 773) śāṇḍilya বি. গোত্রপ্রবর্তক মুনিবিশেষ। [সং. শণ্ডিল + য]। 52)
শুন, শুনক
(p. 781) śuna, śunaka বি. কুকুর। [সং. √ শুন্ + অ, ক]। স্ত্রী. শুনী। 42)
শূল
(p. 783) śūla বি. 1 তীক্ষ্ণাগ্র অস্ত্রবিশেষ (শূলে চড়ানো); 2 ত্রিশূল (শূলপাণি); 3 শলাকা, সিক; 4 পেটের ব্যথাবিশেষ; 5 বেদনা (দন্তশূল)। [সং. √ শূল্ + অ]। ̃ ঘ্ন বিণ. শূলবেদনানাশক। ̃ পক্ব বিণ. শলাকাবিদ্ধ করে রাঁধা বা পোড়ানো হয়েছে এমন। ̃ পাণি, শূলী (-লিন্) বি. (হাতে শূল ধারণ করেন বলে) শিব। শূলাগ্র বি. শূলের ডগা। শূলিনী বি. দুর্গা। শূলে চড়ানো, শূলে দেওয়া ক্রি. বি. বধ করার জন্য শূলবিদ্ধ করা। শূল্য বিণ. শূলপক্ব। শূল্য-মাংস বি. শলাকাবিদ্ধ করে দ্বগ্ধ মাংস, সিক-কাবাব। 24)
শময়িতা
(p. 769) śamaẏitā (-তৃ) বিণ. 1 উপশমকারী, নিবারক; 2 দমনকারী, বিনাশক। [সং. √ শম্ + ণিচ্ + তৃ]। 49)
শোঁ-শোঁ
(p. 784) śō-m̐śō বি. অব্য. বাতাসের প্রবল বেগের ভাব। [ধ্বন্যা.]। 42)
শাহানা
(p. 776) śāhānā বি. সংগীতের রাতের রাগিণীবিশেষ। [ফা.]। 36)
শল্ক
(p. 772) śalka বি. 1 (প্রধানত মাছের) আঁশ; 2 বল্কল। [সং. √ শল্ + ক]। 31)
শুকা2
(p. 781) śukā2 ক্রি. শুকানো। [সং. শুষ্ক + বাং. আ]। ̃ নো, শুকোনো ক্রি. বি. 1 শুষ্ক করা বা হওয়া; 2 শীর্ণ হওয়া (ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে); 3 (ক্ষতাদি সম্পর্কে) আরোগ্য হওয়া (ঘা শুকানো)। বিণ. উক্ত সব অর্থে। 24)
শম্ব
(p. 769) śamba বি. 1 লোহা বা ইস্পাতে মুখ মোড়া মুদগর, যে মুদগরের মুখ লোহা দিয়ে মোড়া; 2 মুদগরের মুখের লৌহাবরণ, শামা; 3 বজ্র। [সং. শম্ + ব]। 54)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577853
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185617
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785707
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026770
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901129
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848126
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708612
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620248

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us