Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হাঁদা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হাঁদা এর বাংলা অর্থ হলো -

(p. 862) hān̐dā বিণ. 1 মোটা (হাঁদাপেট); 2 স্হূলবুদ্ধি, মূর্খ।
[দেশি]।
রাম বিণ. নিরেট, মস্তিষ্কহীন।
বি. বোকা লোক।
53)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হিত
(p. 869) hita বি. উপকার, কল্যাণ। বিণ. কল্যাণকর, উপকারী। [সং. ধা + ত]। ̃ কথা বি. যে-কথা মানলে উপকার হয়; সদুপদেশ। ̃ কর বিণ. মঙ্গলজনক, উপকারী। স্ত্রী. ̃ করী। ̃ কারী (-রিন্) বিণ. বি. মঙ্গলকারী, উপকারক। স্ত্রী. ̃ কারিণী। ̃ বাদী (-দিন্) বিণ. হিতকথা বলে এমন, সদুপদেশক। ̃ সাধন বি. কল্যাণ বা উপকার করা। হিতাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্), হিতার্থী (র্থিন্) বিণ. বি. হিতকামনাকারী। হিতাহিত বি. উপকারঅপকার। হিতাহিত-জ্ঞান বি. ভালোমন্দবোধ, কীসে উপকার এবং কীসে ক্ষতি হবে সে সম্বন্ধে চেতনা। হিতৈষণা, হিতৈষা, হিতৈষিতা বি. হিতসাধন করবার ইচ্ছা। হিতৈষী (-ষিন্) বিণ. হিতসাধনে ইচ্ছুক। স্ত্রী. হিতৈষিণী। হিতোপ-দেশ বি. কল্যাণকর উপদেশ। হিতোপ-দেষ্টা (-ষ্টৃ) বিণ. কল্যাণকর উপদেশ দেয় এমন। 22)
হিহি
(p. 869) hihi অব্য. 1 শীতে কাঁপার ধ্বন; 2 উচ্চহাসি বা বিদ্রুপের ধ্বনি। [ধ্বন্যা]। 46)
হত্যে
হেরা
(p. 873) hērā ক্রি. (কাব্যে) দেখা, নিরীক্ষণ করা ('সমুখে ঐ হেরি পথ', 'হেরো আপন হৃদয়মাঝে': রবীন্দ্র)। [দেশি]। 17)
হামি
(p. 867) hāmi বি. (শিশুদের) চুম্বন (একটা হামি দাও, সোনা)। [দেশি]। 17)
হালুই-কর
(p. 867) hālui-kara বিণ. বি. মিষ্টান্ন প্রস্তুতকারক, ময়রা। [আ. হলবাঈ + বাং. কর]। 59)
হুত
(p. 871) huta বিণ. হোমাগ্নিতে অর্পিত। বি. হব্য, হোম। হুতাগ্নি বি. প্রজ্বলিত হোমাগ্নি। [সং. √ হু + ত]। 22)
হৃত্
হরি
(p. 860) hari বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ̃ গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ̃ চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ̃ জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ̃ দ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। ̃ নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ̃ প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ̃ বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ̃ বোল বি. (সচ. সমবেতকণ্ঠেউচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালেশবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ̃ ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ̃ ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ̃ মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ̃ সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ̃ হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণুশিবের অভেদমূর্তি। ̃ হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ। 28)
হল1
হাসিনী
(p. 867) hāsinī বিণ. (স্ত্রী.) হাস্যকারিণী (সুহাসিনী)। [সং. √ হস্ + ইন্ + ঈ]। বি. (পুং.) (বিরল) হাসী (-সিন্)। 68)
হাতসই, হাতসাফাই
(p. 865) hātasi, hātasāphāi দ্র হাত। 6)
হস্তা
(p. 862) hastā বি. (জ্যোতিষ.) এয়োদশ নক্ষত্র। [সং. হস্ত + আ]। 11)
হামা
(p. 867) hāmā বি. হাঁটুহাতের চেটোর সাহায্যে এগোনো, হামাগুড়ি। [দেশি]। হামা টানা, হামা দেওয়া ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। ̃ গুড়ি বি. হামা দেওয়া বা হামা দিয়ে চলা। 13)
হুড়
(p. 871) huḍ় বি. ভিড়; জনতার ঠেলাঠেলি। [দেশি]। 13)
হতাদর
(p. 858) hatādara বিণ. আদর বা সম্মান নষ্ট হয়েছে এমন, অনাদৃত। বি. অসম্মান, অমর্যাদা, অনাদর। [সং. হত + আদর]। 31)
হাড়ি
হাঘর
(p. 862) hāghara বি. নিরাশ্রয় বা গৃহহীন ব্যক্তি; হীন বংশ। [বাং. হা ঘর]। হাঘরে বিণ নিদারুণ দৈন্যের জন্য যার ঘরে হাহাকার; নিরাশ্রয়; হীনবংশীয়। 64)
হাই-আমলা
হরিদ্রা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578339
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186115
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786397
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027580
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901305
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848261
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620533

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us