Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চারিণী। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-চারী
(p. 281) -cārī (-রিন্) বিণ. (উপপদের পরে) 1 বিচরণকারী (আকাশচারী, গগনচারী); 2 আচরণকারী (ব্রতচারী)। [সং. √চর্ + ইন্] স্ত্রী. চারিণী। 155)
অন্তরিক্ষ, অন্তরীক্ষ
(p. 32) antarikṣa, antarīkṣa বি. আকাশ। [সং. অন্তঃ + ঋক্ষ, অন্তর্ + √ঈক্ষ্ + অ]। ̃ চারী (-রিন্) বিণ. আকাশে বা শূন্যপথে বিচরণ করে এমন, গগনচারী। ̃ চারিণী। ̃ বাসী (-সিন্) বিণ. আকাশে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ মণ্ডল বি. সমগ্র আকাশ, নভোমণ্ডল। 38)
অসতী
(p. 67) asatī বিণ. ব্যভিচারিণী, ভ্রষ্টা; সাধ্বী নয় এমন। বি. ভ্রষ্টা বা ব্যভিচারিণী নারী। [সং. ন + সতী]। 65)
আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
কপট
(p. 162) kapaṭa বিণ. 1 কৃত্রিম (কপট স্নেহ); 2 ছদ্ম (কপট বেশ); 3 শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)। (প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী ('কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস': ক. ক.)। [সং. √ কপ্ + অট]। ̃ তা, কপট্য বি. শঠতা, প্রতারণা, চাতুরী। ̃ চারী (-রিন্) বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক। ̃ পটু বিণ. কপট আচরণে দক্ষ। ̃ প্রবন্ধ বি. ছলনা, প্রবঞ্চনা। কপটাচার, কপটাচরণ বি. ছলনা। কপটাচারী (-রিন্) বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী। কপটী (-টিন্) বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী। 27)
কাম৩
(p. 181) kāma3 বি. 1 কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম); 2 অনুরাগ; 3 যৌন সম্ভোগের ইচ্ছা। [সং. √ কম্ + অ]। ̃ কলহ বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া। ̃ কলা বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র। ̃ কেলি বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ। ̃ ক্ষুধা বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা। ̃ গন্ধ বি. কামের আভাস বা লেশ। ̃ চর বি. স্বেচ্ছাচার। বিণ. সেচ্ছাচারী। ̃ চারী (-রিন্) বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. ̃ চারিণী। ̃ জ বিণ. কাম থেকে অর্থাত্ সম্ভোগবাসনার ফলে উত্পন্ন। ̃ জ্বর বি. তীব্র সম্ভোগেচ্ছা। ̃ দ বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। বি. শিব। ̃ দা বিণ. অভিষ্টদাত্রী। বি. কামধেনু। ̃ দেব বি. মদনদেব। ̃ ধেনু বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী। ̃ পত্নী বি. রতিদেবী। ̃ প্রদ বিণ. অভীষ্টপূরক। কাম-বসায়িতা, কাম-বশায়িতা বি. 1 অলৌকিক শক্তিবিশেষ; 2 নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা; 3 ইন্দ্রিয়নিগ্রহশক্তি। ̃ বাই বি. কামোন্মত্ততা। ̃ বাণ, ̃ শর বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে। ̃ রূপ, ̃ রূপী (-পিন্) বিণ. 1 ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; 2 সুন্দর। ̃ শাস্ত্র, ̃ সূত্র বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র। ̃ সখ বি. বসন্ত ঋতু। কামাগ্নি, কামানল বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা। কামাতুর, কামার্ত বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামাতুরা, কামার্তা। কামান্ধ বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য। কামাসক্ত বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট। 83)
ছিনাল
(p. 304) chināla বি. ভ্রষ্টা নারী, কুলটা; ব্যভিচারিণী স্ত্রীলোক। [প্রাকৃ. ছিন্নাল]। ছিনালি বি. ভ্রষ্টা নারীর চাতুরী হাবভাব বা মিথ্যা প্রণয়, মান-অভিমানের ভান। 72)
দুরাচার
(p. 413) durācāra বিণ. 1 দুর্বৃত্ত, পাপিষ্ঠ; 2 কদাচারী; 3 অতি কষ্টে আচরণ বা পালন করা যায় এমন। বি. দুর্বৃত্ততা, অসত্ বা অন্যায় আচরণ; কদাচার। [সং. দুর্ + আচার]। স্ত্রী. দুরাচারিণী। 24)
দুষ্ট
(p. 416) duṣṭa বিণ. 1 দোষযুক্ত, দূষিত (দুষ্টব্রণ, দুষ্টক্ষত); 2 অসত্, মন্দ (দুষ্টচরিত্র); 3 অশুভ (দুষ্টগ্রহ); 4 অশান্ত, দুরন্ত (দুষ্ট ছেলে)। [সং. √ দুষ্ + ত]। ̃ কর্মা (-র্মন্) বিণ. বি. কুকাজকারী। ̃ ক্ষুধা বি. পেট ভরতি থাকা সত্ত্বেও ক্ষুধাবোধ। ̃ গ্রহ বি. অশুভ বা ক্ষতিকর গ্রহ। ̃ চক্র বি. 1 কুকর্মকারীদের গোষ্ঠী বা দল; 2 এক মন্দ বা ভ্রম থেকেই আর এক মন্দ বা ভ্রমের ক্রমাগত উত্পত্তি, vicious circle. ̃ বুদ্ধি বি. 1 কুবুদ্ধি; 2 চালাকি বুদ্ধি (ছেলেটার দুষ্টবুদ্ধি কম নয়)। ̃ ব্রণ বি. মারাত্মক ফোড়াবিশেষ। দুষ্টা বিণ. (স্ত্রী.) কুচরিত্রা; ব্যভিচারিণী। দুষ্টাশয় বিণ. দুর্বৃত্ত, অসত্ চরিত্রবিশিষ্ট। 38)
দ্বি
(p. 426) dbi বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই। [সং.]। ̃ কর্মক বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত। ̃ খণ্ডিত বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত। ̃ গু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন। ̃ গুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল। ̃ গুণিত, ̃ গুণীকৃত বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন। ̃ ঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic. ̃ চারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়। ̃ চারিণী বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী। ̃ জ, ̃ জন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা। ̃ জ-পতি, ̃ জ-রাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র। ̃ জাতি-তত্ত্ব বি. ভারতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত। ̃ জিহ্ব বি. 1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী। ̃ জেন্দ্র, ̃ জোত্তম বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ̃ তল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)। ̃ তীয় বিণ. 1 সংখ্যক, দুইয়ের পূরক। ̃ তীয়ত (-তস্) অব্য. ক্রি-বিণ. দ্বিতীয় ক্ষেত্রে; দ্বিতীয় দফায়, দ্বিতীয় বারে। ̃ তীয়া বিণ. (স্ত্রী.) 1 2 সংখ্যক; 2 তিথিবিশেষ। ̃ তীয়াশ্রম বি. গার্হস্হ্যজীবন। ̃ ত্ব বি. 1 দ্বিগুণত্ব; 2 পুনরুক্তি; 3 দুবার ব্যবহার বা প্রয়োগ (শব্দদ্বিত্ব)। ̃ দল বিণ. দুটি পাতাযুক্ত। বি. ডাল। ̃ ধা ক্রি-বিণ. দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে (দ্বিধাবিভক্ত, দ্বিধাখণ্ডিত)। বিণ. দুই ভাগে বিভক্ত (দেশ দ্বিধা হয়েছে)। বি. সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব (দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, বিনা দ্বিধায় মেনে নেওয়া)। ̃ ধা-করণ বি. দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা। ̃ ধা-গ্রস্ত বিণ. সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত; কুণ্ঠিত। ̃ নবতি বিণ. বি. 92 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই। ̃ নবতি-তম বিণ. 92 সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ প বি. হাতি। ̃ পঞ্চাশত্ বি. 52 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 52 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশত্তমী। ̃ পদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে। বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী। ̃ পদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ। ̃ পাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত। ̃ প্রহর বি. দুপুর, মধ্যাহ্ন। ̃ বচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি। ̃ বার্ষিক বিণ. 1 যার দুই বত্সর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)। ̃ বিধ বিণ. দুই রকম। ̃ ভাব বিণ. বাইরে একরকম ও ভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট। বি. দুই ভাব। ̃ ভাষী (-ষিন্) বিণ. বি. দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন। ̃ ভুজ বি. বিণ. দুই হাত বা দুই হাতবিশিষ্ট; দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট। ̃ মত বি. দুই বিরুদ্ধ মত, মতভেদ (এ বিষয়ে দ্বিমত নেই)। ̃ মাসিক বিণ. বি. দুই মাস অন্তর ঘটে এমন; দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা। ̃ রদ বি. (দুটি দন্তযুক্ত) হাতি। দ্বিরদ-রদ বি. গজদন্ত। ̃ রাগমন বি. বিবাহের পর বধূর দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার। ̃ রুক্ত বিণদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্ত বিদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্তি বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)। ̃ রেফ বি. ভ্রমর। ̃ শত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত। ̃ শততম বিণ. 2 সংখ্যক। স্ত্রী. ̃ শততমী। ̃ সপ্ততি বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। 26)
ধিঙ্গি
(p. 433) dhiṅgi বিণ. 1 উচ্ছৃঙ্খল, স্বেচ্ছাচারিণী; 2 বেহায়া (ধিঙ্গি মেয়ে); 3 উদ্দাম (ধিঙ্গি নাচ)। [তু. হি. ধীঙ্গধুকড়ী (=উচ্ছৃঙ্খলতা, গোলমাল)]। 95)
নব2
(p. 447) naba2 (-বন্) বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক, নয় (নবগ্রহ, নবরত্নসভা)। [সং. √ নু + অন্ = নবন্]। ̃ গুণ দ্র নবলক্ষণ। ̃ গ্রহ বি. প্রাচীন মত অনুযায়ী সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু-এই নয়টি গ্রহ; এবং আধুনিক মতে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি প্লুটো ইউরেনাস নেপচুন ও পৃথিবী এই নয়টি গ্রহ। ̃ দুর্গা বি. পার্বতী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদা-এই নয়টি দুর্গামূর্তি। ̃ দ্বার বি. দুই চক্ষু দুই কর্ণ নাসারন্ধ্র মুখ পায়ু ও উপস্হ-শরীরের এই নয়টি পথ বা ছিদ্র। ̃ ধা বিণ. ক্রি-বিণ. 1 নয়প্রকার (নবধা লক্ষণ); 2 নয়প্রকারে (নবধা বিভক্ত); 3 নয়বার বা নয়বারে (নবধা গমন)। ̃ পত্রিকা বি. কলা কচু ধান হলুদ ডালিম বেল অশোক জয়ন্তী ও মানকচু-এই নয়টি গাছের পাতা দিয়ে তৈরি এবং কলাপাতা দিয়ে ঢাকা স্ত্রীমূর্তি, কলাবউ। ̃ রত্ন বি. 1 মুক্তা মাণিক্য বৈদূর্য গোমেদ বজ্র বিদ্রূম পদ্মরাগ মরকত নীলকান্ত-এই নয়টি রত্ন; 2 ধন্বন্তরি ক্ষপণক অমরসিংহ শঙ্কু বেতালভট্ট ঘটকর্পর কালিদাস বরাহমিহির বররুচিরাজা ব্রক্রমাদিত্যের এই নয়জন সভাপণ্ডিত; 3 নয়টি চূড়াযুক্ত দেবমন্দির। নবরত্নসভা বি. রাজা বিক্রমাদিত্যের নয়জন পণ্ডিতসমৃদ্ধ সভা। ̃ রস বি. (অল.) আদি (বা শৃঙ্গার) হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বীভত্স অদ্ভুত শান্ত-অলংকারশাস্ত্রনির্দিষ্ট এই নয় রস। ̃ রাত্র বি. আশ্বিনমাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় তিথিতে পালনীয় ব্রতবিশেষ। ̃ ল বিণ. নবীন, নতুন। ̃ লক্ষণ, ̃ গুণ বি. আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শন নিষ্ঠা আবৃত্তি তপ ও দান-ব্রাহ্মণ বা কুলীনের এই নয়টি গুণ বা কুললক্ষণ। ̃ শায়ক, (কথ্য) ̃ শাক, (কথ্য) ̃ শাখ বি. তাঁতি মালাকার সদ্গোপ নাপিত বারুই কামার কুম্ভকার তিলি ময়রা-বাঙালি হিন্দুজাতির এই নয়টি শ্রেণি বা শাখা। 3)
বিপথ
(p. 619) bipatha বি. 1 মন্দ বা ভুল পথ; 2 অসত্ পথ বা অসত্ জীবনযাত্রা (বিপথে চলা, বিপথগামী)। [সং. বি + পথ]। ̃ গামী (-মিন্) বিণ. বিপথে গেছে এমন (অল্পবয়সেই বিপথগামী হয়েছে)। স্ত্রী. ̃ গামিনী। ̃ চারী (-রিন্) বিণ. বিপথে চলছে এমন, কুপথ অনুসরণ করছে এমন। স্ত্রী. ̃ চারিণী। বি. ̃ চারিতা। 6)
বৃষল
(p. 633) bṛṣala বি. শূদ্র। বিণ. 1 অধার্মিক; 2 পাপী, পতিত। [সং. বৃষ + √ লা + অ]। বৃষলী বিণ. বি. (স্ত্রী.) 1 অনূঢ়া ঋতুমতী কন্যা; 2 বন্ধ্যা বা মৃতবত্সা নারী; 3 ঋতুমতী; 4 ব্যভিচারিণী। 79)
ব্যভি-চার
(p. 648) byabhi-cāra বি. 1 অন্যায় বা গর্হিত আচরণ; 2 স্ত্রী-পুরুষের অবৈধ যৌনসম্পর্ক; 3 কপট আচার (বিনয়ের ব্যভিচার, সৌজন্যের ব্যভিচার); 4 স্খলন। [সং. বি + অভিচার]। ব্যভি-চারী (-রিন্) বিণ. 1 ব্যভিচারকারী; 2 অন্যথাচারী; 3 (দর্শ.) অব্যাপ্ত; 4 অতিব্যাপ্ত। বি. (অল.) রসসৃষ্টির ব্যাপারে স্হায়ীভাবে পুষ্টিসাধক অস্হায়ী ভাববিশেষ। স্ত্রী. ব্যভি-চারিণী। 42)
ব্রত
(p. 652) brata বি. 1 পুণ্যলাভ ইষ্টলাভ পাপক্ষয় প্রভৃতির জন্য অনুষ্ঠিত ধর্মকার্য, ধর্মানুষ্ঠান; 2 তপস্যা; 3 সংযম। [সং. √ বৃ + অত]। ̃ .কথা বি. যে দেবতার আরাধনার জন্য ব্রত করা হয়, সেই দেবতার মাহাত্ম্যকাহিনি। ̃ .চারী (-রিন) বিণ. বি. ব্রতপালনকারী। বি. গুরুসদয় দত্ত-প্রবর্তিত নৃত্যবিশেষ। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .ধারী (-রিন্) বিণ. ব্রত আচরণকারী। স্ত্রী. ̃ .ধারিণী। ব্রতী (-তিন্) বিণ. ব্রত গ্রহণ করেছে এমন, পুণ্যকর্ম অনুষ্ঠানকারী (শিক্ষাব্রতী, পুণ্যকর্মে ব্রতী)। 20)
ব্রহ্ম2
(p. 652) brahma2 (-হ্মন্) বি. 1 নির্গুণ পরমাত্মা, পরব্রহ্ম, পরমপুরুষ, অদ্বিতীয় পরমেশ্বর; 2 পরমতত্ত্ব, পরম সত্য (ব্রহ্মজ্ঞান); 3 বিধাতা; 4 তপস্যা (ব্রহ্মচর্য); 5 বেদমন্ত্র; 6 ব্রহ্মা; 7 ওঙ্কার। [সং. √ বৃংহ্ + মন্]। ̃ .চর্য বি. 1 বেদাদি শাস্ত্রানুশীলন এবং পবিত্র জীবনযাপন; 2 যৌনসংগম, মৈথুনবর্জিত সংযম। ̃ .চর্যাশ্রম হিন্দুশাস্ত্র-অনুমোদিত জীবনের প্রথম অবস্হা। ̃ .চারী (-রিন্) বিণ. বি. 1 ব্রহ্মচর্যপালনকারী; 2 (উপনয়নান্তে) গুরুগৃহে অধ্যয়নরত ব্রাহ্মণকুমার। স্ত্রী. ̃ .চারিণী। ̃ জ্ঞ বিণ. ব্রহ্মজ্ঞানসম্পন্ন। ̃ .জ্ঞান বি. ব্রহ্মের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, তত্ত্বজ্ঞান। ̃ .জ্ঞানী (-নিন্) বিণ. বি. 1 ব্রহ্মজ্ঞান আছে এমন; 2 ব্রহ্মজ্ঞানবিত্; 3 (বাং.) ব্রাহ্মধর্মাবলম্বী। ̃ .ণ্য বিণ. ব্রহ্মসম্বন্ধীয় বা ব্রাহ্মণসম্বন্ধীয় (ব্রহ্মণ্যশক্তি)। বি. 1 ব্রহ্মতেজ; 2 ব্রাহ্মণের হিতকারী দেবতা নারায়ণ (ব্রহ্মণ্যদেব)। ̃ .তালু বি. মাথার চাঁদি; ব্রহ্মরন্ধ্রের উপরিভাগ। ̃ .তেজ বি. 1 ব্রহ্মজ্ঞানজনিত শক্তি; 2 ব্রাহ্মণের শক্তি। ̃ ত্ব বি. ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ। ̃ .দেব বি. নারায়ণ, বিষ্ণু। ̃ .দৈত্য বি. ব্রাহ্মণের প্রেতযোনি, ব্রাহ্মণের ভূত। ̃ .নাভ বি. বিষ্ণু। ̃ .পুরী বি. 1 ব্রহ্মের বাসস্হান; 2 পুরাণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক; 3 স্বর্গ। ̃ .বন্ধু বি হীন বা পতিত ব্রাহ্মণ। ̃ .বাদ বি. 1 ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বে বিশ্বাস; 2 একেশ্বরবাদ, কেবল ব্রহ্মে বিশ্বাস। ̃ .বাদী (-দিন্) বিণ. 1 ব্রহ্মবিদ্যার প্রবক্তা; 2 বেদাধ্যায়ী; 3 ব্রহ্মজ্ঞানী; 4 একেশ্বরবাদী, কেবল ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী; 5 বৈদান্তিক। স্ত্রী. ̃ .বাদিনী। ̃ .বিদ্যা বি. ব্রহ্মজ্ঞান বা তদ্বিষয়ক শাস্ত্র। ̃ .বিহার বি. (বৌ. শা.) সর্ব অবস্হায় বিশ্বজনীন মৈত্রী, করুণা মুদিতা অর্থাত্ অন্যের সুখে সুখবোধ ও উপেক্ষা-এই চারপ্রকাকার ভাবনা, যা বৌদ্ধমতে ব্রহ্মলোকে যাবার উপায়। ̃ .বৈবর্ত বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ .ময়ী বি. কালিকাদেবী, কালী ('ব্রহ্মময়ী তারা তুমি': রা. প্র.)। ̃ .রন্ধ্র বি. ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রস্হিত ছিদ্র; জীবাত্মার শাস্ত্রোক্ত নিষ্ক্রমণপথ। ̃ র্ষি বি. ঋষি নামের যোগ্য ব্রাহ্মণ, ঋষিব্রাহ্মণ। ̃ .লোক-ব্রহ্মপুরী -র অনুরূপ। ̃ .শাপ বি. ব্রাহ্মণের অভিশাপ। ̃ .শির, ̃শিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ। ̃ .সংগীত বি. ব্রহ্মের উপাসনাগীত, ব্রহ্মের পূজক বা ব্রাহ্মধর্মাবলম্বীদের দ্বারা রচিত গীfত। ̃ .সংহিতা বি. 1 চৈতন্যদেব দাক্ষিণাত্য থেকে যে বৈষ্ণবগ্রন্হ সংগ্রহ করেছিলেন; 2 ব্রহ্মজ্ঞানবিষয়ক বৈদিক গ্রন্হবিশেষ। ̃ .সাবর্ণি বি. দশম মনু। ̃ .সূত্র বি. 1 পইতে, উপবীত; 2 বাদরায়ণকৃত বেদান্তসূত্র। ̃ .স্ব বি. ব্রাহ্মণের সম্পত্তি। ̃ .হত্যা বি. ব্রাহ্মণবধ। 24)
ভ্রষ্ট
(p. 670) bhraṣṭa বিণ. 1 চ্যুত স্খলিত (লক্ষ্যভ্রষ্ট); 2 পতিত (কুলভ্রষ্ট, স্হানভ্রষ্ট); 3 বিচ্ছিন্ন (যূথভ্রষ্ট); 4 ধর্মবিরুদ্ধ; 5 দুষ্ট, দোষযুক্ত; 6 নষ্ট, ব্যাভিচারী (ভ্রষ্টাচার)। [সং √ ভ্রন্শ্ + ত] বি. ̃ .তা, ভ্রংশ। ভ্রষ্টা বিণ. (স্ত্রী.) ব্যভিচারিণী। ভ্রষ্টাচার বি. 1 ব্যভিচার; 2 দুর্নীতি, কদাচার; 3 ধর্মপথ থেকে বিচ্যুতি। 124)
মিত2
(p. 705) mita2 বিণ. পরিমিতি, অল্প, সংযত (শক্তির মিত প্রয়োগ)। [সং. &tickমা + ত]। ˜ .বাক (-বাচ), ̃ .ভাষী (-ষিণ্) বিণ. অল্প কথা বলে এমন, সংযতবাক। স্ত্রী ̃ .ভাষিণী। বি ̃ .ভাষিতা। ̃.ব্যয় বি. 1 পরিমিত ব্যয়; 2 আয়অনুযায়ী ব্যয়। ̃ .ব্যয়িতা বি. পরিমিত বা আয় বুঝে ব্যয় করার স্বভাব। ̃ .ব্যয়ী (-য়িন্) বিণ. পরিমিতভাবে বা আয় বুঝে ব্যয় করে এমন, হিসাবি। ̃ .ভোজন, মিতাশন, মিতাহার বি. পরিমিত বা সংযত আহার। ̃ .ভোজী (-জিন্), মিতাশী (-শিন্) মিতাহারী (-রিন্) বিণ. পরিমিত বা সংযত আহার করে এমন। মিতাচার বি. 1 সংযত ব্যবহার; 2 সংযত জীবনযাপন। মিতাচারী (-রিন্) বিণ. সংযমী। স্ত্রী. মিতাচারিণী। 2)
মিথ্যা
(p. 705) mithyā বিণ. 1 অসত্য (মিথ্যা কথা); 2 অযথার্থ, অমুলক, কল্পিত (মিথ্যা কাহিনি); 3 নিষ্ফল, অনর্থক (মিথ্যা চেষ্ঠা, মিথ্যা আশ্বাস)। বি. অসত্য কথা বা বিষয় (মিথ্যা বলব না)। ক্রি-বিণ. অকারণে, বৃথা, মিছিমিছি (মিথ্যা ভেবো না)। [সং. √ মিথ + য + আ]। চরণ, ̃চার বি. 1 মিথ্যা কথা বলা; 2 কপট ব্যবহার, কপটতা। ̃ চারী (-রিন্) বিণ. মিথ্যাবাদী; কপটস্বভাব। স্ত্রী. ̃ চারিণী। ̃ .বাদ, ̃ .ভাষণ বি. 1 মিথ্যা কথা; 2 মিথ্যা বলা। ̃ .বাদী (-দিন্), ̃ .ভাষী (-ষিন্) বিণ. মিথ্যা কথা বলে এমন। স্ত্রী. ̃ .বাদিনী, ̃.ভাষিনী। ̃ .সাক্ষী (-ক্ষিন্) বি. যে-সাক্ষী আদালতে মিথ্যা সাক্ষ্য বা বিবরণ দেয়, সাজস সাক্ষী। 16)
যথেচ্ছ,
(p. 723) yathēccha, (বিরল) যথেচ্ছা বিণ. ক্রি-বিণ. ইচ্ছামতো, ইচ্ছানুসারে (যথেচ্ছ ব্যবহার, যথেচ্ছ অপচয়)। [সং. যথা + ইচ্ছা]। যথেচ্ছাচার বি. 1 খুশিমতো আচারআচরণ, স্বেচ্ছাচার; 2 উচ্ছৃঙ্খলতা। যথেচ্ছাচারী (-রিন্) বিণ. উচ্ছৃঙ্খল। স্ত্রী. যথেচ্ছাচারিণী। 11)
শ্মশান
(p. 786) śmaśāna বি. শবদাহের স্হান, মশান। [সং. শ্মন্ + শান]। ̃কালী বি. শ্মশানচারিণীরূপে কল্পিতা কালীমূর্তি। ̃চারী (-রিন্), ̃বাসী (-সিন্) বিণ. শ্মশানে বিচরণকারী বা বাসকারী। বি. 1 শিব, ভূতনাথ; 2 ভূত, প্রেত। ̃চারিণী, ̃বাসিনী বিণ. (স্ত্রী.) শ্মশানে বিচরণকারিণী বা বাসকারিণী। বি. কালিকাদেবী। ̃পুরী, ̃ভূমি বি. 1 শবদাহস্হান, শ্মশান; 2 (আল.) জনশূন্য হওয়ার ফলে শ্মশানের মতো মনে হয় এমন স্হান। ̃বন্ধু বি. যে-ব্যক্তি দাহকার্যের জন্য শবানুগমন করে শ্মশানে যায়। ̃বৈরাগ্য বি. শ্মশানে শবদাহকালে বিষয়-বাসনা সম্পর্কে যে ঔদাসীন্য বা বিমুখতা জন্মে। 39)
সঞ্চার, সঞ্চারণ
(p. 796) sañcāra, sañcāraṇa বি. 1 সংক্রমণ, এক স্হান থেকে অন্য স্হানে গমন (তাপসঞ্চার); 2 (জ্যোতিষ.) গ্রহাদির অন্য রাশিতে গমন বা অধিষ্ঠান; 3 গতি, ব্যাপ্তি; 4 আবির্ভাব, উদয় (যৌবনসঞ্চার, রসসঞ্চার); 5 প্রতিষ্ঠাকরণ, স্হাপন (প্রাণসঞ্চার); 6 উদ্রেক, উত্তেজন (বলসঞ্চার, পুলকসঞ্চার); 7 সঞ্চালন (রক্তসঞ্চার)। [সং. সম্ + √ চর্ + অ, অন]। সঞ্চারক বিণ. বি. সঞ্চারকারী। সঞ্চারিকা বি. (স্ত্রী.) দূতী, কুটনি। সঞ্চারিত বিণ. সঞ্চার করানো হয়েছে বা করেছে এমন (রোগের বিষ অন্য দেহে সঞ্চারিত)। সঞ্চারী (-রিন্) বিণ. 1 সঞ্চরণশীল; 2 অস্হায়ী; 3 আগন্তুক। বি. 1 (অল.) হৃদয়ের যে ভাবগুলি স্হায়ী নয়, অন্য কিছুকে কেন্দ্র করে আবির্ভূত এবং অন্তর্হিত হয়, ব্যভিচারী ভাব; 2 (সংগীতে) রাগ-রাগিণীর আলাপের বা গীতের তৃতীয় চরণ বা কলি বা অংশ। স্ত্রী. সঞ্চারিণী। 129)
সহ
(p. 820) saha অব্য. সঙ্গে, সহিত (সৈন্যসহ)। বিণ. 1 (পদের শেষে) সহ্য করতে পারে এমন (ভারসহ, স্পর্শসহ); 2 (বাং.) সহযোগী; সহকারী (সহ-সম্পাদক)। [সং. √ সহ + অ]। ̃ কর্মী (-র্মিন্) বিণ. বি. একত্রে বা একপ্রকারে কর্মকারী, colleague. ̃ কারী (-রিন্) বিণ. সহকর্মী; কর্মে সাহায্যকারী, assistant. ̃ কারিতা বি. সহায়তা (সকলের সহকারিতা)। বিণ. (স্ত্রী.) ̃ কারিণী। কারে ক্রি-বিণ. সঙ্গে, সহিত (ভক্তিসহকারে); সাহায্যে (বুদ্ধিসহকারে)। ̃ গ বিণ. বি. সঙ্গে যায় এমন; সঙ্গী। ̃ গমন বি. 1 সঙ্গে বা একত্রে গমন; 2 সহমরণ। ̃ গামী (-মিন্) বিণ. সহগমণকারী; সঙ্গী। বিণ. (স্ত্রী.) ̃ গামিনী। ̃ চর, ̃ চারী (-রিন্) বিণ. বি. 1 একত্রে বা সঙ্গে বিচরণকারী; 2 সঙ্গী, সাথি, সখা। বিণ. বি. (স্ত্রী.) ̃ চরী, ̃ চারিণী। ̃ জাত বিণ. 1 একসময়ে জাত, এক গর্ভোত্পন্ন; 2 জন্মের সঙ্গে সঙ্গে লব্ধ (সহজাত সংস্কার, কর্ণের সহজাত কবচকুণ্ডল)। ̃ তা বি. সহ্য করার ক্ষমতা (যুক্তসহতা=যুক্তিযুক্ততা, যৌক্তিকতা)। ̃ ধর্মী (-র্মিন্) বিণ. বি. সমান ধর্মবিশিষ্ট (লোক)। ̃ ধর্মিণী বি. (স্ত্রী.) পত্নী, ভার্যা। ̃ পাঠী (-ঠিন্) বিণ. 1 সতীর্থ, একত্রে এক গুরুর কাছে অধ্যয়নকারী; 2 এক শ্রেণিতে অধ্যয়নকারী। বিণ. স্ত্রী. ̃ পাঠিনী। ̃ বাস বি. 1 একত্রে বাস; 2 পতি-পত্নীরূপে বাস; 3 রতিক্রিয়া। ̃ মরণ বি. স্বামীর শবের সঙ্গে এক চিতায় জীবনত্যাগ; একত্রে মরণ, অনুমরণ। ̃ মৃতা বিণ. (স্ত্রী.) মৃত পতির সঙ্গে চিতায় আরোহণের ফলে মৃতা। ̃ যাত্রী (-ত্রিন্) বিণ. একত্রে গমনকারী, সহগামী। বিণ. স্ত্রী. ̃ যাত্রিণী। ̃ যায়ী (-য়িন্) বিণ. সহগামী। 34)
স্বেচ্ছা
(p. 855) sbēcchā বি. নিজের ইচ্ছা, স্বাধীন ইচ্ছা। [সং. স্ব + ইচ্ছা]। ̃ কৃত বিণ. নিজের ইচ্ছায় করা হয়েছে এমন (স্বেচ্ছাকৃত ত্যাগ)। ̃ ক্রমে ক্রি-বিণ. নিজ ইচ্ছার বশবর্তী হয়ে। ̃ চার বি. নিজের খেয়ালখুশিতে করা কাজ, উচ্ছৃঙ্খলতা; স্বৈচাচার। ̃ চারী (-রিন্) বিণ. স্বেচ্ছাচারকারী। স্ত্রী. ̃ চারিণী। বিণ. ̃ চারিতা। ̃ ধীন বিণ. স্বীয় ইচ্ছার অধীন; স্বাধীন। ̃ নু-বর্তী (-র্তিন্) বিণ. স্বীয় ইচ্ছানুযায়ী কার্যকারী; স্বেচ্ছাচারী। স্ত্রী. ̃ নু-বর্তিনী। বি. ̃ নু-বর্তিতা। ̃ প্রণোদিত বিণ. নিজের ইচ্ছায় প্রবৃত্ত। ̃ মৃত্যু বি. নিজ ইচ্ছানুযায়ী মৃত্যু। ̃ ব্রতী, ̃ সেবক বি. স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বা বিনাবেতনে যে ব্যক্তি সেবা করে, volunteer. স্ত্রী. ̃ সেবিকা, ̃ সেবকা। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535090
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140595
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730872
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943075
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883636
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838514
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696729
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us