Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বর্তিতা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদূর
(p. 17) adūra বিণ. দূর নয় এমন, কাছের, নিকটবর্তী। [সং. ন+দূর]। ̃ .দর্শিতা বি. ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করার ক্ষমতার অভাব; দূরের বিষয় সম্বন্ধে চিন্তা না করা। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. যে দুরের ব্যাপার সম্বন্ধে চিন্তাভাবনা করে না; যে ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করে না; অপরিণামদর্শনী; হঠকারী। ̃ .বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত নয় এমন, কাছের। বি. ̃ .বর্তিতা। ̃ .বদ্ধ-দৃষ্টি বি. দৃষ্টিক্ষীণতা, short-sightedness (বি. প.)। ̃ ভবিষ্যত্ বি. যে ভবিষ্যত্ দূরে নয়; অনতিবিলম্ব; পরবর্তী যে সময় আগতপ্রায়, near future. ̃ স্হ বিণ. দূরে অবস্হিত নয় এমন; কাছের; নিকটবর্তী। ̃ স্পর্শী (-র্শিন্) বিণ. দূরকে স্পর্শ করে না বা দূরে অর্থাত্ গভীরে যায় না এমন; ভাসা-ভাসা, উপর-উপর, অগভীর। অদূরে ক্রি-বিণ. দূরে নয় এমন, কাছে, নিকটে। 13)
অনু-বর্তন
(p. 29) anu-bartana বি. 1 অনুগমন, অনুসরণ; 2 স্হানান্তরে গমন; 3 আনুগত্য; 4 পরিচর্যা। [সং. অনু + √ বৃত্ + অন]। অনু-বর্তী (-র্তিন্) বিণ. 1 অনুগামী, সহগামী; 2 অনুযায়ী; 3 বশবর্তী (পিতার আজ্ঞার অনুবর্তী হয়ে)। স্ত্রী. অনু-বর্তিনী। অনু-বর্তিতা বি. 1 অনুগামিতা; 2 আনুগত্য (নিয়মানুবর্তিতা)। 18)
অর্বাচীন
(p. 62) arbācīna বিণ. 1 নবীন, অপ্রাচীন, বয়সে প্রবীণ নয় এমন; আধুনিক; 2 পশ্চাদ্বর্তী; 3 মূর্খ, বুদ্ধি পাকা নয় এমন। [সং. অর্বাচ্ + ঈন]। ̃ তা বি. নবীনতা; পশ্চাদ্বর্তিতা; কাঁচা বুদ্ধির ভাব, মূর্খতা। 26)
দূর
(p. 416) dūra বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)। অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ̃ গামিনী। দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ̃ ত (-তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ̃ তা, ̃ ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ̃ দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ̃ দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ̃ দর্শিতা। দূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ̃ দূরান্ত বি. বহু দূরবর্তী স্হান। ̃ দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ̃ বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বীক্ষণ, ̃ বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ̃ ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ̃ শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ̃ স্হ, ̃ স্হিত বিণ. দূরের, দূরবর্তী। ̃ হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত। 64)
ধরা2
(p. 432) dharā2 ক্রি. 1 হাত দিয়ে ধারণ করা বা গ্রহণ করা (কলমটা ধরো); 2 পরিধান করা, পরা (নতুন বেশ ধরেছে); 3 গ্রেপ্তার করা (চোর ধরা); 4 অবলম্বন করা (অস্ত্র ছেড়ে কলম ধরা); 5 ভর দেওয়া (লাঠি ধরে চলা, আমাকে ধরে ধরে চলো); 6 অনুসরণ করা (ভিন্ন পথ ধরা); 7 হস্তচ্যুত না করা, জমিয়ে রাখা (বাজার চড়বে, মাল ধরে রাখো); 8 থামা (এই ট্রেন এ স্ট্রেশনে ধরবে না, বৃষ্টি ধরেছে); 9 আক্রমণ করা (রোগে ধরেছে); 1 নষ্ট করা, কাটা (কপিতে পোকা ধরেছে); 11 উচ্চারণ করা (ঈশ্বরের নাম ধরা); 12 ধরনা দেওয়া, হত্যা দেওয়া (তারকেশ্বরের দোর ধরা); 13 রক্ষা করা, বাঁচানো (এই দুর্দিনে প্রাণ ধরাই কঠিন, প্রাণে ধরে দিতে পারে না); 14 বসে যাওয়া, রুদ্ধ হওয়া (ঠাণ্ডায় গলা ধরেছে); 15 জন্মানো (গাছে ফল ধরা); 16 স্হান দেওয়া, বহন করা (পেটে ধরা); 17 লালন করা (বুকে ধরে ব়ড় করা); 18 ছাপ বা ছোপ লাগা (রং ধরা, নোনা ধরা); 19 অনুরোধ বা অনুনয়বিনয় করা, শরণাপন্ন হওয়া (অফিসারকে ধরলেই উদ্ধার পাবে); 2 যন্ত্রণা হওয়া (মাথা ধরা); 21 অবশ হওয়া, দুর্বল বোধ করা (পা ধরে আসছে); 22 কার্যকর হওয়া (ওষুধ ধরেছে); 23 আরম্ভ করা (একটা গান ধরো); 24 খুঁজে বার করা (ভুল ধরা, খুঁত ধরা); 25 নির্ধারণ বা স্হির করা (দাম ধরা); 26 রান্নার সময় পুড়ে ওঠা (তরকারিটা ধরে গেছে, দুধটা ধরে গেছে); 27 জ্বলে ওঠা (উনুন ধরেছে); 28 আগুন লাগা (কয়লাটা ধরে উঠেছে); 29 অনুভূত হওয়া, আচ্ছন্ন হওয়া (ভয় ধরেছে, শীত ধরেছে); 3 নাগাল পাওয়া (চাঁদ ধরা); 31 বিবেচনা করা, গণ্য করা (তাকে আমি মানুষের মধ্যেই ধরি না); 32 যথাসময়ে পাওয়া (ট্রেন ধরতে পারব?); 33 স্হান সংকুলান হওয়া (এই ঘরে এত লোক ধরবে?); 34 প্রকাশ পাওয়া, ফুটে ওঠা, সূচনা হওয়া (চুলে পাক ধরেছে); 35 কু-অভ্যাস করা (সিগারেট ছেড়ে পান ধরেছে); 36 অনুমান করা (লেখাটা কার তা ধরা শক্ত); 37 ভেবে নেওয়া, কল্পনা করা (ধরে নাও আমি যাব না); 38 গ্রাহ্য করা (ও ছেলেমানুষ, ওর কথা ধরা উচিত নয়)। বি. উক্ত সব অর্থে। বিণ. উক্ত সব অর্থে (ধামাধরা, মাছধরা জাল, ধরা কথা, মরচেধরা লোহা, তোমার ধরা মাছ)। [সং. √ ধৃ + বাং. আ]। ̃ কাট বি. কঠোর নিয়মানুবর্তিতা, বাঁধাবাঁধি (পথ্যের ধরাকাট)। ̃ ছোঁয়া বি. 1 কাছে আসা; নাগাল (সে এখন তোমাদের ধরাছোঁয়ার বাইরে); 2 বুঝতে পারা, বোধগম্যতা, বোঝাবুঝি (বিষয়টা আমার ধরাছোঁয়ার বাইরে)। ̃ ধরি বি. 1 সনির্বন্ধ অনুরোধ, পীড়াপীড়ি; 2 ধরপাকড়, গ্রেপ্তার (ব্যাপক ধরাধরি চলছে); 3 সকলে মিলে বয়ে নেওয়া (ধরাধরি করে তাকে উঠোনে এনে বসানো হল)। ̃ নো ক্রি. 1 ধৃত বা গ্রেপ্তার করানো (চোর ধরানো); 2 লাগানো (ছবিতে রং ধরানো, দেওয়ালে সিমেণ্ট ধরানো); 3 যথাসময়ে পাইয়ে দেওয়া (ট্রেন ধরানো); 4 জ্বালানো (উনুন ধরানো); 5 কু-অভ্যাস করানো (মদ ধরানো); 6 বুঝিয়ে বা দেখিয়ে দেওয়া (ভুল ধরানো); 7 অবলম্বন করানো (পথ ধরানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাঁধা বিণ. নির্দিষ্ট (ধরাবাঁধা নিয়ম নেই)। ধরিয়ে দেওয়া ক্রি. বি. 1 গ্রেপ্তারে সাহায্য করা, গ্রেপ্তার করানো, ধরানো; 2 বুঝিয়ে দেওয়া (অঙ্কটা একটু ধরিয়ে দাও)। ধরে পড়া, ধরে বসা ক্রি. বি. সনির্বন্ধ অনুরোধ করা (একটা চাকরির জন্যে ধরে পড়েছে)। 13)
নিকট
(p. 458) nikaṭa বিণ. 1 সমীপে বা কাছে উপস্হিত, নিকটবর্তী (নিকট মৃত্যু, নিকট বিপদ); 2 ঘনিষ্ঠ (নিকট আত্মীয়, নিকট সম্পর্ক)। বি. 1 সামীপ্য, নৈকট্য, কাছ (রামের নিকট আছে); 2 সমীপবর্তী স্হান (বাড়ির নিকটে)। [সং. নি + √ কট্ + অ]। ̃ বর্তী (-র্তিন্), ̃ স্হ বিণ. 1 নিকটে আছে এমন, সন্নিহিত, সমীপর্তী (নিকটবর্তী গৃহ); 2 আসন্ন। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী, ̃ স্হা। নিকটাত্মীয় বি. ঘনিষ্ঠ আত্মীয়, খুব কাছের জ্ঞাতি। 17)
পদানু-বর্তী
(p. 488) padānu-bartī (-র্তিন্) বিণ. অনুসরণকারী। [সং. পদ + অনুবর্তিন্]। বি. পদানু-বর্তিতা। স্ত্রী. পদানু-বর্তিনী। 41)
পর-বর্তী
(p. 488) para-bartī (-র্তিন্) বিণ. পিছনে বা পরে অবস্হিত (পরবর্তী দিন, পরবর্তী সময়)। [সং. পর3 + বৃত্ + ইন্। স্ত্রী. পর-বর্তিনী। বি. পর-বর্তিতা। 151)
পোষ2
(p. 534) pōṣa2 বি. যে পালন করে তার প্রতি বশ্যতা, পালকের বশবর্তিতা (পোষ মানা)। [সং. √ পুষ্ + বাং. অ]। 31)
বশ
(p. 580) baśa বি. 1 আজ্ঞাধীনতা, ইচ্ছানুবর্তিতা (ছেলেটা এখনও বাপ-মায়ের বশে আছে); 2 কর্তৃত্ব, অধিকার, প্রভাব (দৈববশে, বশ মেনেছে, মোহের বশে)। বিণ. 1 আয়ত্ত; অধীন (সে কেবল টাকার বশ); 2 (মন্ত্রাদি দ্বারা) মোহিত বা মোহাবিষ্ট (ছেলেটাকে বশ করেছে)। [সং. √ বশ্ + অ]। ̃ ত (তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. নিমিত্ত; জন্য (অক্ষমতাবশত)। ̃ তা বি. বশ হওয়ার বা বশে থাকবার ভাব; অধীনতা, বশ্যতা। ̃ বর্তী (-র্তিন্) বিণ. অধীন, অনুগত (নিয়মের বশবর্তী)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। 203)
বশ্য
(p. 580) baśya বিণ. 1 বশ মানানো যায় এমন (এই পশু বন্য বটে, তবে অ-বশ্য নয়); 2 বশে রয়েছে এমন, বশবর্তী। [সং. √ বশ্ + য]। স্ত্রী. বশ্যা। ̃ তা বি. 1 বশবর্তিতা, আনুগত্য; 2 অধীনতা (মোগল সম্রাটের বশ্যতা স্বীকার করবে না)। 212)
বাঁধা2
(p. 591) bān̐dhā2 ক্রি. বি. 1 বাঁধন দেওয়া বা বন্ধন করা (দড়ি দিয়ে বাঁধা); 2 আটক করা ('আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে': রবীন্দ্র); 3 বাঁধ দেওয়া (খাল বাঁধা); 4 থামানো (বাস বাঁধুন, নামব); 5 সংযত বা শান্ত করা (মনটাকে বাঁধো); 6 গ্রথিত বা রচনা করা (গান বাঁধা, খোঁপা বাঁধা); 7 স্হায়ী করা, নির্মাণ করা (ঘর বাঁধা); 8 ছন্দোবদ্ধ করা (একটা গান বেঁধেছি); 9 ঠিকমতো সংযোগ করা (সেতারের সুর বাঁধা); 1 একত্র করা বা একত্র হওয়া (দল বাঁধা); 11 সংহত হওয়া (দানা বাঁধা, জমাট বাঁধা)। বিণ. 1 আবদ্ধ, বন্ধনযুক্ত (বাঁধা হাত, স্নেহের বন্ধনে বাঁধা); 2 আটক (ফাঁসে বাঁধা পড়া); 3 বাঁধযুক্ত (বাঁধা খাল); 4 বাঁধানো বা পাকা করা হয়েছে এমন (বাঁধা সিঁড়ি, বাঁধা রাস্তা); 5 নির্ধারিত, নির্দিষ্ট, বরাদ্দ (বাঁধা মাইনে); 6 বৈচিত্র্যহীন, একঘেয়ে (বাঁধা গত্); 7 অপরিবর্তনীয় (বাঁধা পথে চলা, বাঁধা নিয়ম)। [সং. √ বন্ধ্ + বাং. আ]। ̃ ই বি. বাঁধা বা বাঁধানোর কাজ; বাঁধা বা বাঁধানোর মজুরি (বাঁধাইয়ের খরচ)। ̃ কপি বি. কেবল পাতাযুক্ত ভোজ্য কপিবিশেষ। বাঁধা গত্ বি. (আল.) বৈচিত্র্যহীন ও একঘেয়ে নিয়ম বা কাজকর্ম। ̃ ছাঁদা বি. ভালো করে বাঁধার কাজ, বাঁধা এবং গোছগাছ (গাড়ি এসে গেছে, এখনও বাঁধাছাঁদা হয়নি?)। ̃ ধরা বিণ. 1 নির্দিষ্ট; অপরিবর্তনীয়; 2 একঘেয়ে। ̃ নো ক্রি. বি. 1 বইখাতা ইত্যাদি শক্ত বা মজবুত করে বাঁধাই করা; 2 ফ্রেমে আবদ্ধ করা (ছবি বাঁধানো); 3 নির্মাণ করানো (দাঁত বাঁধানো); 4 খচিত করা, মোড়া (সোনা দিয়ে বাঁধানো); 5 ইট ইত্যাদি দিয়ে পাকা করা (রাস্তা বাঁধানো, শান বাঁধানো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ বাঁধি বিণ. ধরাবাঁধা, নির্দিষ্ট, নিয়মবদ্ধ (এ ব্যাপারে কোনো বাঁধাবাঁধি নিয়ম নেই)। বি. ধরাবাঁধা নিয়ম (পথ্যের ব্যাপারে বাঁধাবাঁধি নেই)। বাঁধা বুলি বি. যে কথা অপরিবর্তিতভাবে বারবার বলা হয়। 26)
মধ্য
(p. 676) madhya বি. 1 মাঝ বা মাঝামাঝি জায়গা (ভ্রূমধ্যে); 2 প্রান্ত থেকে সমদুরবর্তী স্হান, কেন্দ্র (ভূমধ্য); 3 শরীরের মাঝামাঝি অংশ, কোমর, কটি (ক্ষীণমধ্যা); 4 অভ্যন্তর, ভিতর (বনমধ্যে); 5 অবকাশ, অবসর, ফাঁক (ইতিমধ্যে); 6 মাধ্যম বা অবলম্বন (বাধাবিঘ্নের মধ্য দিয়ে পড়াশোনা)। বিণ. মাঝামাঝি, বা মাঝের (মধ্যরাত্রি); কেন্দ্রের, কেন্দ্রস্হ প্রান্ত থেকে সমদূরবর্তী স্হানের (মধ্যবিন্দু); অন্তর্বতী, অভ্যন্তরীণ; মধ্যম। [সং মধ্য + অ]। ̃ গ বিণ. মধ্যবর্তী। স্ত্রী. ̃ .গা। ̃ চ্ছদা বি. জীবদেহের আবরক পাতলা ঝিল্লিবিশেষ, diaphragm ̃ .দেশ বি. 1 মধ্যভাগ; 2 ভিতর; 3 প্রাচীন ভারতে হিমালয় ও বিন্ধ্যপর্বতের মধ্যবর্তী ভূভাগ; 4 (কৌতু.) পেট (মধ্যদেশ যে ক্রমেই ফুলে উঠছে)। ̃ .ন্দিন বি. মধ্যাহ্ন দিনের মধ্যভাগ, দুপুর। ̃ .পথ বি. 1 পথের মাঝামাঝি জায়গা; 2 মধ্যপন্হা। ̃ .পন্হা বি. দুই বিপরীত মত বা উপায় বা ভাবের মধ্যবর্তী মত বা উপায় বা ভাব; নরমপন্হা, middle course, golden mean ̃ .পদ লোপী (-পিন্) বিণ. (ব্যাক.) যাতে মধ্যবর্তী পদের লোপ হয়, যথা, সিংহচিহ্নিত আসন সিংহাসন। ̃ .প্রদেশ বি. 1 মধ্যস্হল; 2 বর্তমান ভারতরাষ্ট্রের রাজ্যবিশেষ; 3 (কৌতু.) পেট, ভুঁড়ি (মধ্যপ্রদেশে মেদ জমেছে)। ̃ .প্রাচ্য বি. ইয়োরোপ ও পূর্ব এশিয়ার মধ্যবর্তী এশীয় ভূখণ্ড, নিকটপ্রাচ্য, Middle East. ̃ . বয়স্ক বিণ. মাঝবয়সি, প্রৌঢ়। স্ত্রী. ̃ .বয়স্কা। ̃ .বর্তী (-র্তিন্) বিণ মাঝামাঝি স্হানে বা অভ্যন্তরে অবস্হিত (মধ্যবর্তী ভূভাগ, মধ্যবর্তী সময়)। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .বর্তিতা বি. 1 মধ্যবর্তী অবস্হা; 2 মধ্যবর্তী অবস্হান; 3 মধ্যস্হতা; সালিশি। ̃ .বিত্ত বিণ. (আর্থিক দিক দিয়ে) মাঝামাঝি অবস্হাযুক্ত; ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্হাযুক্ত। বি. উক্ত অর্থে (মধ্যবিত্তের সংসার)। ̃ .বিন্দু বি. কেন্দ্র। ̃ .ভারত বি. ভারতের মাঝখানের অঞ্চল। ̃ .মণি বি. 1 কন্ঠহার ইত্যাদি অলংকারের মাঝখানে খচিত রত্ন; 2 সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তি (আসরের মধ্যমণি) ̃ .মান সংগীতের তাল বিশেষ। ̃ .যুগ বি. ইতিহাসে প্রাচীন ও আধুনিক কালের মধ্যবর্তী সময়, Middle Ages. ̃ .যুগীয় বিণ. মধ্যযুগসংক্রান্ত বা মধ্যযুগসুলভ (মধ্যযুগীয় রীতিনীতি)। ̃ .রাত, ̃ .রাত্রি, ̃ .রাত্র বি. গভীর রাত, নিশীথ। ̃ .রেখা বি. (ভূগো.) ভূগোলকের উভয় মেরুর মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত বৃত্তাকার রেখা; (জ্যোতি.) যে কল্পিত বৃত্ত দৃষ্টার মাথার উপর দিয়ে উত্তর-দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে নভোমণ্ডলকে পূর্ব ও পশ্চিমে সমানভাবে বিভক্ত করে, meridian বি. প.)। ̃ .লয় বি. সংগীতে দ্রুত ও বিলম্বিত এই দুইয়ের মাঝামাঝি লয়। ̃ .স্হ বিণ. অভ্যন্তরস্হ। বি. সালিশ। বি. ̃ .স্হতা। ̃ .স্হল বি. মাঝখান; কেন্দ্র; মধ্যভাগ। মধ্যা বিণ. স্ত্রী. মধ্যবর্তিনী। 95)
শৃঙ্খলা
(p. 783) śṛṅkhalā বি. 1 রীতি, নিয়ম (শৃঙ্খলা মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা); 2 নিয়মানুবর্তিতা, সুব্যবস্হা (কাজের শৃঙ্খলা, আইনশৃঙ্খলা); 3 বন্দোবস্ত; 4 শৃঙ্খল। [সং. শৃঙ্খল + আ]। ̃ বদ্ধ, শৃঙ্খলিত বিণ. 1 শিকলদ্বারা বাঁধা রয়েছে এমন; 2 সুশৃঙ্খলাযুক্ত; সুবিন্যস্ত। 28)
সম
(p. 808) sama বিণ. 1 তুল্য, সমান, অনুরূপ (পুত্রসম, সমবয়স্ক, সমশ্রেণির); 2 অভিন্ন, একই (সমকাল); 3 ঋজু, অবন্ধুর (সমরেখা, সমতল); 4 যুগ্ম (সমরাশি); 5 সম্পূর্ণ; 6 সাধু। বি. (সংগীতে) তালের মাত্রাবিশেষ বা সমাপ্তি (গানের শেষে সমে এসে থামা)। [সং. √ সম্ + অ]। ̃ কক্ষ বিণ. 1 তুল্য প্রতিদ্বন্দ্বী বা সমান বলশালী; 2 তুল্য (তার সমকক্ষ ধনুর্ধর কে আছে?); 3 সমান (তার সমকক্ষ কেউ নেই)। স্ত্রী. ̃ কক্ষা। ̃ কক্ষতা বি. তুল্যতা, অভিন্নতা (নারী-পুরুষের সমকক্ষতা)। ̃ কাম বি. পুরুষের প্রতি পুরুষের কিংবা নারীর প্রতি নারীর যৌন আকর্ষণবোধ, homosexu ality. ̃ কামী বিণ. বি. সমকামযুক্ত বা সমকামযুক্ত ব্যক্তি। বি. ̃ কামিতা। ̃ কাল বি. একই সময় বা যুগ (আমাদের সমকালে এমন ঘটনা আর ঘটেনি)। ̃ কালিক, ̃ কালীন বিণ. একই কালের বা সময়ের, সমসাময়িক, contemporary (সমকালীন ঘটনাপ্রবাহ, দুই সমকালীন সাহিত্যিক)। ̃ কেন্দ্রিক বি. একই কেন্দ্রযুক্ত, concentric (সমকেন্দ্রিক দুটি বৃত্ত)। ̃ কোণ বি. (জ্যামি.) একটি সরলরেখার উপর লম্বভাবে অন্য একটি সরলরেখা অঙ্কন করলে যে কোণ উত্পন্ন হয়, right angle. ̃ কোণী ত্রিভুজ দ্র ত্রি। ̃ কৌণিক বিণ. 1 সমকোণযুক্ত; 2 সমকোণসংক্রান্ত। ̃ গোত্র বি. একই গোত্র বা বংশ। ̃ গোত্রীয় বিণ. একই গোত্রযুক্ত বা বংশীয়। ̃ ঘন (জ্যামি.) বি. 1 সমান গুণযুক্ত; সমজাতীয়, homogeneous; 2 regular solid (বি. প.)। ̃ চতুর্ভুজ বি. (জ্যামি.) যে চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান। ̃ জাতি বি. সমান বা একই জাতি, সমান বা একই শ্রেণি। বিণ. একজাতিভুক্ত। বি. ̃ জাতিতা, ̃ জাতিত্ব। ̃ জাতীয় বিণ. একই জাতির বা শ্রেণির অন্তর্ভুক্ত। স্ত্রী. ̃ জাতীয়া। বি. ̃ জাতীয়তা, ̃ জাতীয়ত্ব। ̃ তট বি. প্রাচীন পূর্ববঙ্গ। ̃ তল বিণ. অবন্ধুর, চৌরস, এবড়ো-খেবড়ো নয় এমন, plain. ̃ তা বি. 1 তুল্য বা সমান অবস্হা. অনুরূপতা; 2 অভিন্নতা (অধিকার ও ক্ষমতার সমতা); 3 ঋজুতা; 4 অবন্ধুরতা; 5 যুগ্মতা; 6 সমানভাব; 7 সাধুতা। ̃ তুল বিণ. 1 সমান ওজনবিশিষ্ট; 2 সমানসমান; 3 সমকক্ষ। ̃ তুল্য বিণ. (বাং. মতে) সমানসমান; সমকক্ষ। বি. ̃ তুল্যতা। স্ত্রী. ̃ তুল্যা। ̃ ত্ব বি. সমতা -র অনুরূপ। ̃ দর্শন বি. সমানজ্ঞানে অর্থাত্ কোনো ভেদাভেদ না করে দর্শন বা বিচার, নিরপেক্ষ বিচার। বিণ. সমান আকৃতিবিশিষ্ট। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 সমদর্শনকারী; 2 রাগদ্বেষবর্জিত; 3 নিরপেক্ষ, ভেদাভেদ করে না এমন। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দুঃখ বিণ. সমান দুঃখে দুঃখী। বি. সমান দুঃখ। ̃ দুঃখী (-খিন্) বিণ. সমান দুঃখযুক্ত; সমব্যথী। স্ত্রী. ̃ দুঃখিনী। ̃ দূর-বর্তী (-র্তিন্) বিণ. কোনো নির্দিষ্ট স্হান থেকে সমান দূরে অবস্হিত, equidistant. বি. ̃ দূর-বর্তিতা। স্ত্রী. ̃ দূর-বর্তিনী। ̃ দৃষ্টি বি. সমদর্শন, নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বা বিচারের ক্ষমতা। ̃ দ্বি-খণ্ডক বিণ. সমান দুই খণ্ডে বিভক্ত করে এমন। ̃ দ্বি-বাহু ত্রিভুজ দ্র ত্রি। ̃ দ্বি-ভুজ বি. (জ্যামি.) সমদ্বিবাহু ক্ষেত্র, rhomboid. ̃ ধর্মা (-র্মন্) বিণ. 1 সমান বা একরকম ধর্মবিশিষ্ট বা গুণযুক্ত; 2 (বাং.) একই ধর্মাবলম্বী। ̃ পদস্হ বিণ. 1 সমান পদে অধিষ্ঠিত; 2 সমান অধিকারপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত। স্ত্রী. ̃ পদস্হা। বি. ̃ পদস্হতা। ̃ পাতে ক্রি-বিণ. সমান্তরালে, সমান্তরালভাবে। ̃ পৃষ্ঠ বিণ. সমতল, অবন্ধুর। ̃ প্রকৃতি বিণ. একই প্রকৃতিবিশিষ্ট; একই ধরনের। ̃ প্রাণ বিণ. অভিন্নহৃদয়; অন্তরঙ্গ। বি. ̃ প্রাণতা। স্ত্রী. ̃ প্রাণা। ̃ বয়সি, ̃ বয়স্ক বিণ. সমান বয়সবিশিষ্ট, একবয়সি। স্ত্রী. ̃ বয়স্কা। ̃ বর্তিতা দ্র সমবর্তী। ̃ বাহু ত্রিভুজ দ্র ত্রি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. পরের দুঃখে দুঃখবোধ, সহানুভুতি, দরদ। ̃ ব্যথী বিণ. সমবেদনাযুক্ত, দরদি। স্ত্রী. ̃ ব্যথিনী। ̃ ভাব বি. 1 একই ভাব বা ধরন; 2 সমান অবস্হা; 3 সাদৃশ্য। ̃ ভূমি বি. 1 সমতল ভূমি; 2 সমান উচ্চভূমি। বিণ. 1 সমতল; 2 ভূমির সঙ্গে সমান বা মিলিত অর্থাত্ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এমন (আক্রমণকারীরা গ্রামের ঘরবাড়ি সমভূমি করে দিল)। ̃ মূল্য বি. সমান বা একই দাম। বিণ. 1 সমান বা একই দামবিশিষ্ট; 2 তুল্য গৌরববিশিষ্ট। বি. ̃ মূল্যতা। ̃ রস বি. (অল.) সমান সুখ, তুল্য সুখ বা আনন্দ; যে আনন্দানুভূতির ভিতরে নব আনন্দানুভূতি এক হয়ে গেছে। বিণ. সমান রসযুক্ত। ̃ রাশি বি. (গণি.) যুগ্ম সংখ্যা (যেমন 6 8 2)। ̃ শ্রেণি বি. একই জাতি বা গোষ্ঠী বা দল। বিণ একই জাতি বা গোষ্ঠী বা দলের অন্তর্ভুক্ত। ̃ সময় বি. একই সময়। ̃ সাময়িক বিণ. (বাংলা প্রয়োগ) একই সময়ের (সমসাময়িক ইতিহাস)। সাম-সাময়িক শুদ্ধ রূপ কিন্তু অপ্র.। ̃ সূত্র বি. 1 দিক্চক্রবালের পূর্ব ও পশ্চিম বিন্দু ভেদকারী কাল্পনিক বৃত্তবিশেষ; 2 একই সরলরেখা (সমসূত্রে অবস্হিত); 3 একই সূত্র অর্থাত্ বন্ধন গ্রথন প্রভৃতির উপকরণ (সমসূত্রে গ্রথিত); 4 একই উপায় (সমসূত্রে জ্ঞাত হওয়া)। ̃ স্হলী বি. গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্হলভাগ, দোআব। ̃ স্বরে ক্রি-বিণ. মিলিত কণ্ঠে (সকলে সমস্বরে বলে উঠল)। ̃ স্বামিত্ব বি. সমানাধিকার, সমান মালিকানা। 41)
সম-বতী
(p. 808) sama-batī (-র্তিন্) বিণ. সমানভাবে বা সদৃশভাবে অবস্হিত। [সং. সম্ + √ বৃত্ + ইন্]। বিণ. (স্ত্রী.) সম-বর্তিনী। বি. সম-বর্তিতা। 55)
সমীপ
(p. 808) samīpa বিণ. নিকট, নিকটস্হ, সন্নিহিত। বি. (বাং.) নিকট, সন্নিধি (রাজসমীপে, সমীপবর্তী)। [সং. সম্ + অপ্ + (=ঈপ্) + অ]। ̃ বতী (-র্তিন্) বিণ. নিকটবর্তী, কাছে আছে এমন। স্ত্রী. ̃ বর্তিনী। বি. ̃ বর্তিতা। ̃ স্হ বিণ. নিকটস্হ। সমীপে অব্য. ক্রি-বিণ. নিকটে। 134)
সামীপ্য
(p. 828) sāmīpya বি. নৈকট্য, নিকটবর্তিতা (দুই দেশের পরস্পর সামীপ্য)। [সং. সমীপ + য]। 41)
স্ত্রী
(p. 846) strī বি. 1 পত্নী, জায়া (স্বামী-স্ত্রী); 2 বধূ (পুরস্ত্রী); 3 নারী, রমণী, বামা, কামিনী (স্ত্রীধর্ম, স্ত্রীশিক্ষা, স্ত্রীসভা, এয়োস্ত্রী)। বিণ. স্ত্রীজাতীয় (স্ত্রী-পশু)। [সং. √ স্ত্যৈ + র + ঈ]। &tilde ; আচার বি. হিন্দু-বিবাহানুষ্ঠানে সধবা স্ত্রীলোকদের করণীয় মঙ্গলকর্ম। ̃ চরিত্র বি. 1 নারীজাতির প্রকৃতি বা স্বভাব; 2 (নাটকাদিতে) স্ত্রীলোক, স্ত্রীভূমিকা। ̃ চিহ্ন বি. যোনি। ̃ ত্ব বি. 1 নারীধর্ম; 2 নারী-লক্ষণ; 3 স্ত্রীলোকের যোগ্য ভাব; 4 স্ত্রীলিঙ্গ। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. নারীজাতির প্রতি বিদ্বেষযুক্ত। ̃ ধন বি. 1 স্ত্রীলোকের নিজ সম্পত্তি; 2 স্ত্রীলোকের বিবাহকালে প্রাপ্ত সম্পত্তি। ̃ ধর্ম বি. 1 রজঃ, ঋতু; 2 স্ত্রীলোকের কর্তব্য। ̃ পুরুষ বি. 1 নর ও নারী; 2 পতি ও পত্নী। ̃ প্রত্যয় বি. (ব্যাক.) কোনো শব্দকে স্ত্রীলিঙ্গবাচক করতে তার অন্তে যেসব প্রত্যয় যুক্ত হয়। ̃ বশ, ̃ বশ্য বিণ. পত্নীর একান্ত অনুগত, স্ত্রৈণ। ̃ রত্ন বি. যে-সমস্ত ব্যাধি কেবল স্ত্রীলোকদেরই হয়। ̃ লক্ষণ বি. স্ত্রীচিহ্ন; নারীসুলভ বৈশিষ্ট্য। ̃ লিঙ্গ বি. (ব্যাক.) স্ত্রীবাচক শব্দ। ̃ লোক বি. নারী। ̃ সংসর্গ, ̃ সংগম, ̃ সহবাস বি. স্ত্রীসম্ভোগ। ̃ সুলভ বিণ. নারীর পক্ষে স্বাভাবিক, মেয়েলি। ̃ স্বাধীনতা বি. পুরুষের কর্তৃত্ব থেকে স্ত্রীলোকের মুক্তি, নারীজাতির স্ববশবর্তিতা। ̃ হরণ বি. অসদুদ্দেশ্যে (প্রধানত অবৈধ সম্ভোগার্থ) নারী অপহরণ। 96)
স্বেচ্ছা
(p. 855) sbēcchā বি. নিজের ইচ্ছা, স্বাধীন ইচ্ছা। [সং. স্ব + ইচ্ছা]। ̃ কৃত বিণ. নিজের ইচ্ছায় করা হয়েছে এমন (স্বেচ্ছাকৃত ত্যাগ)। ̃ ক্রমে ক্রি-বিণ. নিজ ইচ্ছার বশবর্তী হয়ে। ̃ চার বি. নিজের খেয়ালখুশিতে করা কাজ, উচ্ছৃঙ্খলতা; স্বৈচাচার। ̃ চারী (-রিন্) বিণ. স্বেচ্ছাচারকারী। স্ত্রী. ̃ চারিণী। বিণ. ̃ চারিতা। ̃ ধীন বিণ. স্বীয় ইচ্ছার অধীন; স্বাধীন। ̃ নু-বর্তী (-র্তিন্) বিণ. স্বীয় ইচ্ছানুযায়ী কার্যকারী; স্বেচ্ছাচারী। স্ত্রী. ̃ নু-বর্তিনী। বি. ̃ নু-বর্তিতা। ̃ প্রণোদিত বিণ. নিজের ইচ্ছায় প্রবৃত্ত। ̃ মৃত্যু বি. নিজ ইচ্ছানুযায়ী মৃত্যু। ̃ ব্রতী, ̃ সেবক বি. স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বা বিনাবেতনে যে ব্যক্তি সেবা করে, volunteer. স্ত্রী. ̃ সেবিকা, ̃ সেবকা। 17)
হাত
(p. 865) hāta বি. 1 প্রধানত কিছু ধরার জন্য এবং উঠানোনামানোর জন্য দেহের যে অঙ্গ ব্যবহার করা হয়, কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 2 চব্বিশ অঙ্গুলি বা আঠারো ইঞ্চি পরিমিত দৈর্ঘ্যের মাপবিশেষ; 3 (আল.) অধিকার, বশবর্তিতা (হাতে আসা, হাতের জিনিস); 4 প্রভাব (হাত থাকা, হাত এড়ানো); 5 সাহায্য বা বিরোধিতার জন্য যোগদান (কোনো ব্যাপারে হাত দেওয়া)। [প্রা. হত্থ সং. হস্ত]। হাত আসা ক্রি. বি. অভ্যাস হওয়া। হাত কচলানো ক্রি. বি. দুই করতল ক্রমাগত ঘষে মিনতি করা বা প্রার্থনা করা। ̃ কড়া, ̃ কড়ি বি. কয়েদির দুই হাত বাঁধার জন্য লোহার বালা, handcuff (s). হাত করা ক্রি. বি. অধিকারে বা স্বপক্ষে আনা। &tilde ; করাত বি. যে করাত একজনে হাত দিয়ে চালাতে পারে। ̃ কাটা বিণ. 1 হাত কাটা গিয়েছে এমন, ছিন্নহস্ত (হাতকাটা লোক); 2 বগল থেকে কনুই পর্যন্ত হাতওয়ালা অথবা হাতাশূন্য (হাতকাটা জামা)। হাত কামড়ানো ক্রি. বি. আপশোস করা। ̃ খরচ, ̃ খরচা বি. ব্যক্তিগত খুচরো ব্যয়। ̃ খালি বিণ. 1 রিক্তহস্ত; 2 হাতের সমস্ত টাকা খরচ করে ফেলেছে এমন; 3 নিরাভরণ হাতবিশিষ্ট। ̃ খোলা বিণ. খরচের ব্যাপারে উদার; ব্যয়শীল; দানশীল। হাত গুটানো ক্রি. বি. নিরস্ত হওয়া। হাত গোনা ক্রি. হস্তরেখা বিচারকপূর্বক ভাগ্য নির্ণয় করা। ̃ ঘড়ি বি. যে-ঘড়ি কবজিতে বাঁধা যায়, রিস্ট ওয়াচ (wrist-watch). হাত চলা ক্রি. বি. হাত দিয়ে প্রহার করা। ̃ চালা বি. অপহৃত দ্রব্য বার করার জন্য বা চোর ধরার জন্য আভিচারিক মন্ত্রবলে হস্তচালনা। হাত চালানো ক্রি. বি. দ্রুত কাজ করা। ̃ চিঠা, (কথ্য) &tilde ; চিঠে বি. ছোটো চিঠি বা রসিদ। ̃ ছাড়া বিণ. 1 বেহাত, হস্তচ্যুত, বেদখল (সুযোগ টাকা বা জমি হাতছাড়া হওয়া); 2 আয়ত্তের বাইরে গিয়েছে এমন (ছেলে হাতছাড়া হওয়া)। ̃ ছানি বি. হাত নেডে ইশারা। হাতজোড় করা ক্রি. বি. (দুই করতল যুক্ত করে) ক্ষমাপ্রার্থনা অনুনয় বা নমস্কার করা। হাত জোড়া থাকা ক্রি. বি. কাজে ব্যস্ত থাকা। হাত তোলা ক্রি. বি. প্রহারের জন্য বা সমর্থনের জন্য হাত উঁচু করা। ̃ টান বি. কৃপণতা; (ছিঁচকে) চুরির অভ্যাস। ̃ ড়া, ̃ ড়ানো ক্রি. হাত বুলিয়ে বুলিয়ে খোঁজা (হাতড়ে বেড়ানো)। [বাং. √ হাতড়া]। ̃ তালি বি. (আনন্দ প্রশংসা উপহাস প্রভৃতিতে বা গানে তাল রাখার জন্য) দুই করতলে সশব্দ আঘাত, তাই। ̃ তোলা বি. দয়া করে অন্যে দেয় এমন বস্তু। বিণ. (পরের) অনুগ্রহপ্রদত্ত; (পরের) অনুগ্রহের উপর নির্ভরশীল। হাত দেওয়া ক্রি. বি. 1 সাহায্য করার বা বাধা দেওয়ার জন্য যোগ দেওয়া। হাত দেখা ক্রি. বি. 1 হাত গোনা, কররেখাদ্বারা ভাগ্যবিচার করা; 2 নাড়ি পরীক্ষাপূর্বক স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করা। ̃ ধরা বিণ. বশীভূত। হাত ধুয়ে বসা ক্রি. বি. 1 আশা বা সম্পর্ক ত্যাগ করা; 2 দায়িত্ব না রাখা; 3 (উপহাসে) ভোজের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে আহারের জন্য অত্যধিক ব্যস্ত হওয়া। হাত পড়া ক্রি. বি. 1 হস্তক্ষেপ হওয়া; 2 স্পৃষ্ট হওয়া, ছোঁয়া লাগা। হাত পাকানো ক্রি. বি. 1 অভ্যাসদ্বারা পটু হওয়া; 2 প্রহার করবার জন্য প্রস্তুত হওয়া। &tilde ; পাখা বি. (সচ.) তালপাতার তৈরি যে পাখা দিয়ে বাতাস করা হয়। হাত-পা চলা ক্রি. বি. যুগপত্ হাত ও পা দিয়ে মারা; কিল চড় ঘুসি ও লাথি মারা। হাত-পা না ওঠা ক্রি. বি. অত্যন্ত ভীত ও ভরসাহীন হওয়া। হাত-পা-বাঁধা বিণ. নিরুপায়। হাত-পা বেঁধে জলে ফেলা ক্রি. বি. 1 উদ্ধারলাভের পথ বন্ধ করে সর্বনাশের পথে ঠেলে দেওয়া; 2 নিতান্ত অপাত্রে কন্যাদান করা। হাত পাতা ক্রি. বি. করতল প্রসারিত করা; প্রার্থী হওয়া। হাত পা বার হওয়া ক্রি. বি. 1 অতিশয় অতিরঞ্জিত হওয়া; 2 কর্মশক্তি অসম্ভব বৃদ্ধি পাওয়া। ̃ বদল বি. অধিকার পরিবর্তন; হস্তান্তর। ̃ বাক্স বি. (প্রধানত টাকাকডি রাখবার জন্য) ছোটো বাক্সবিশেষ। হাত বাড়ানো ক্রি. বি. 1 কিছু ধরবার জন্য হাত প্রসারিত করা; 2 (আল.) লোভ করা; পাবার চেষ্টা করা। ̃ ভরা বিণ. করতল ভরে যায় এমন। ̃ ভারী বিণ. কৃপণস্বভাব, সহজে টাকা বার করতে বা দিতে নারাজ। ̃ মোজা বি. দস্তানা। ̃ যশ বি. (প্রধানত চিকিত্সকের) দক্ষ বা পারদর্শী বলে খ্যাতি।থ ̃ সই বিণ. হস্তপ্রমাণ, এক হাত মাপবিশিষ্ট। বি. হাতের ভালো টিপ বা নিশানা, হাতের টিপ। ̃ সাফাই বি. হস্তলাঘব; হাতের পটুতা; হাত দিয়ে চুরির কাজে ক্ষমতা। ̃ সুতা, (কথ্য) ̃ সুতো বি. মাছ ধরার কাজে ছিপের বদলে ব্যবহৃত কৃত বা আয়ত্ত (হাতে-কলমে শিক্ষা), practical. ক্রি-বিণ. (হাতে-কলমে শেখা)। হাতেখড়ি বি. 1 খড়ি দিয়ে লিখিয়ে শিশুর বিদ্যারম্ভ; 2 (আল.) শিক্ষারম্ভ বা কর্মারম্ভ। হাতে-গড়া বিণ. হাত দিয়ে তৈরি। হাতে ধরা ক্রি. বি. সনির্বন্ধ অনুরোধ করা বা মিনতি করা। হাতে নয় ভাতে মারা ক্রি. বি. প্রহার না করে কেবল উপবাসী রেখে দুর্বল করা। হাতেনাতে ক্রি-বিণ. 1 অপরাধের প্রমাণসহ; 2 বমাল; 3 অপরাধে রত থাকবার সময়ে (হাতে-নাতে ধরা)। হাতে নেওয়া ক্রি. বি. হাত দিয়ে গ্রহণ করা; দায়িত্ব গ্রহণ করা। হাতে পাওয়া ক্রি. বি. অধিকারে বা তাঁরে পাওয়া। হাতে পাঁজি মঙ্গলবার (আল.) বৃথা তর্ক না করে হাতের কাছে যে সন্দেহ-নিরসনের উপায় আছে তা অবলম্বন করা হোক। হাতেপাতে ক্রি-বিণ. (টাকাকড়ি-সম্বন্ধে) সম্বলরূপে। হাতে-পায়ে ক্রি-বিণ. 1 একান্ত মিনতি জানিয়ে (টাকার জন্য হাতে-পায়ে পড়া, হাতে-পায়ে ধরে ক্ষমাভিক্ষা); 2 স্বাবলম্বী হয়ে (হাতে-পায়ে দাঁড়ানো)। হাতে বেড়ি পড়া ক্রি. বি. (আল.) অপরাধের দায়ে গ্রেপ্তার হওয়া। হাতে মাথা কাটা ক্রি. বি. 1 শুধু হাত দিয়েই মাথা কাটা; 2 (আল.) অতিশয় কঠোরভাবাপন্ন বা ক্ষমাহীন হওয়া। হাতে মারা ক্রি. বি. প্রহার করা (কথায় না মেরে হাতে মারা=তিরস্কার না করে প্রহার করা)। হাতের জল না গলা ক্রি. বি. অতিশয় কৃপণ হওয়া। হাতের ঢিল ছুড়ে দিলে আর ফেরে না সুযোগ হারালে আর পাওয়া যায় না। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা ক্রি. বি. হেলায় সুযোগ হারানো। হাতেহাতে ক্রি-বিণ. 1 সঙ্গে সঙ্গে, অবিলম্বে; 2 সরাসরি (হাতেহাতে ফলপ্রাপ্তি, দাম হাতে-হাতে চুকানো, প্রমাণ হাতে-হাতে); 3 এক হাত থেকে আর এর হাতে (ব্যাগটা হাতে-হাতে চলে গেল)। এক হাত নেওয়া ক্রি. বি. অপ্রীতিকর কথা শুনানো; পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়া। [এক দ্র]। কপালে হাত দেওয়া ক্রি. বি. ভাগ্যের দোহাই দেওয়া। কাঁচা হাত 1 অপটু হাত; 2 দক্ষতার অভাব; 3 অনভিজ্ঞতা। পাকা হাত 1 পটু হাত; 2 দক্ষতা; 3 অভিজ্ঞতা। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534892
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140430
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730655
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942848
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us