Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কড়াত্ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কড়াত্ এর বাংলা অর্থ হলো -

(p. 159) kaḍ়āt বি. অব্য. বজ্রপাত বা কোনো শক্ত জিনিস ভাঙার শব্দবিশেষ।
[ধ্বন্যা.]।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কাকে
(p. 177) kākē সর্ব. 1 কাহাকে-র চলিত রূপ; 2 কাউকেই নয় (আমি কাকে ভয় পাই?) [বাং. 'ক' শব্দের দ্বিতীয়ার একবচনের রূপ]। 22)
কেটে পড়া
(p. 206) kēṭē paḍ়ā দ্র কাটা। 8)
কন্যা-কুমারী, কন্যা-কুমারিকা
কার-চুপি, কার-চুবি
(p. 185) kāra-cupi, kāra-cubi বি. 1 কৌশল, চালাকি, শঠতা; 2 কাপড়ের উপর নকশার কাজ। [ফা. কার্চোব্]। 7)
কেঁয়ে
(p. 205) kēm̐ẏē বি. মাড়োয়াড়ি বণিক। বিণ. 1 ঝগড়াটে; 2 কৃপণ; 3 স্বার্থপর [হি. কাঁইয়া]। 27)
কাম৩
(p. 181) kāma3 বি. 1 কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম); 2 অনুরাগ; 3 যৌন সম্ভোগের ইচ্ছা। [সং. √ কম্ + অ]। ̃ কলহ বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া। ̃ কলা বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র। ̃ কেলি বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ। ̃ ক্ষুধা বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা। ̃ গন্ধ বি. কামের আভাস বা লেশ। ̃ চর বি. স্বেচ্ছাচার। বিণ. সেচ্ছাচারী। ̃ চারী (-রিন্) বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. ̃ চারিণী। ̃ জ বিণ. কাম থেকে অর্থাত্ সম্ভোগবাসনার ফলে উত্পন্ন। ̃ জ্বর বি. তীব্র সম্ভোগেচ্ছা। ̃ দ বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। বি. শিব। ̃ দা বিণ. অভিষ্টদাত্রী। বি. কামধেনু। ̃ দেব বি. মদনদেব। ̃ ধেনু বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী। ̃ পত্নী বি. রতিদেবী। ̃ প্রদ বিণ. অভীষ্টপূরক। কাম-বসায়িতা, কাম-বশায়িতা বি. 1 অলৌকিক শক্তিবিশেষ; 2 নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা; 3 ইন্দ্রিয়নিগ্রহশক্তি। ̃ বাই বি. কামোন্মত্ততা। ̃ বাণ, ̃ শর বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে। ̃ রূপ, ̃ রূপী (-পিন্) বিণ. 1 ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; 2 সুন্দর। ̃ শাস্ত্র, ̃ সূত্র বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র। ̃ সখ বি. বসন্ত ঋতু। কামাগ্নি, কামানল বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা। কামাতুর, কামার্ত বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামাতুরা, কামার্তা। কামান্ধ বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য। কামাসক্ত বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট। 83)
কুহা
কণা, কণ, কণিকা
(p. 159) kaṇā, kaṇa, kaṇikā বি. 1 অতিক্ষুদ্র বা সূক্ষ্ম অংশ (কণামাত্র, এক কণাও নয়); 2 রেণু, গুঁড়ো (ধূলিকণা); 3 শস্যের ক্ষুদ্র অংশ; চালের খুদ। [সং. √ কণ্ + অ + আ, ক + আ (স্ত্রী)। 17)
কূটস্হ
করল
(p. 167) karala বি. (ব্রজ.) করিল -র কোমল রূপ। 22)
কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠাপরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
ক্যারা
(p. 210) kyārā বি. 1 কেন্নো; 2 কীট, পোকা; 3 (আল.) পাগলামি, খ্যাপামি (মাথায় ক্যারা আছে)। [দেশি]। 130)
কায়িক
(p. 181) kāẏika বিণ. দৈহিক, শারীরিক (কায়িক পরিশ্রম)। [সং. কায় + ইক]। 120)
কুপথ্য
(p. 196) kupathya বি. অনিষ্টকর খাদ্য, যা রোগীর খাওয়া উচিত নয়। [সং. কু + পথ্য]। 35)
কড়ার2
কুমতি
(p. 197) kumati বি. মন্দ বুদ্ধি, অসত্ বুদ্ধি। বিণ. মন্দবুদ্ধিবিশিষ্ট। [সং. কু + মতি]। 40)
কুগ্রহ
(p. 192) kugraha বি. 1 অশুভ গ্রহ, পাপগ্রহ; 2 (আল.) উত্পাত, উপদ্রব (আমার জীবনে সে এক মূর্তিমান কুগ্রহ)। [সং. কু + গ্রহ]। 59)
কোঁচা2, কোঁচানো
(p. 209) kōn̐cā2, kōn̐cānō যথাক্রমে কুঁচা2কুঁচানো -র চলিত রূপ। 9)
কন্ধর
(p. 162) kandhara বি. 1 কাঁধ; 2 গ্রীবা। [সং. কম্ + √ধৃ + অ]। 20)
কেঙ্গারু, কেঙারু
(p. 206) kēṅgāru, kēṅāru দ্র ক্যাঙারু। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072335
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768066
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365494
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720850
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697677
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594394
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544575
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542167

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন