Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুগ্রহ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কুগ্রহ এর বাংলা অর্থ হলো -

(p. 192) kugraha বি. 1 অশুভ গ্রহ, পাপগ্রহ; 2 (আল.) উত্পাত, উপদ্রব (আমার জীবনে সে এক মূর্তিমান কুগ্রহ)।
[সং. কু + গ্রহ]।
59)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কৌর্ম
(p. 210) kaurma বি. কূর্মপুরাণ। বিণ. কূর্মসম্বন্ধীয়। [সং. কূর্ম + অ]। 88)
কানা2
(p. 181) kānā2 বিণ. 1 চক্ষুহীন; 2 অন্ধ; 3 ফুটো (কানাকড়ি, কানাবেগুন); 4 একদিক বন্ধ, একমুখো (কানাগলি)। বি. চক্ষুহীন ব্যক্তি, অন্ধ লোক। [সং. কাণ]। কানি বিণ. বি. (স্ত্রী.) চক্ষুহীনা (স্ত্রীলোক)। ̃ কড়ি বি. ভাঙা বা ফুটো কড়ি; (আল.) অতি তুচ্ছ পরিমাণ (এক খেটেও পাবে তো কানাকড়ি)। ̃ মাছি বি. 1 ছোটদের খেলাবিশেষ (এই খেলায় একজন চোখ-বাঁধা অবস্হায় অন্যদের ধরতে চেষ্টা করে); 2 বড় মাছিবিশেষ। কানা খোঁড়ার একগুণ বাড়া (প্র.) গুণহীন লোকেরই অহংকার বা বড়াই বেশি হয়। কানা গোরুর ভিন্ন পথ (প্র.) অজ্ঞান বা কাণ্ডজ্ঞানহীন লোক কানা গোরুর মতো গোয়ালের দিকে না গিয়ে অর্থাত্ নিরাপদ পথ ত্যাগ করে বিপধে যায়। কানা ছেলের নাম পদ্মলোচন যার যে-গুণ একেবারেই নেই, তার নামের মধ্যে সেই গুণের উল্লেখ থাকার মতো হাস্যকর ব্যাপার। 27)
কুঞ্জ2
(p. 194) kuñja2 বি. বস্ত্রাদির কলকা বা নকশা; শাড়ি, জামা ইত্যাদিতে ফুলের নকশা। [ফা. কুঞ্জ্]। ̃ দার বিণ. কলকা-তোলা, নকশা-করা। 32)
কাদম্বরী2
(p. 181) kādambarī2 বি. মদ্যবিশেষ, গৌড়ী মদিরা। [সং. কু + অম্বর + অ + ঈ]। 16)
কীচক
কুঁচি
কদাচন, কদাচিত্
(p. 160) kadācana, kadācit অব্য. ক্রি-বিণ. কোনো সময়ে; দৈবাত্ কখনো; খুব একটা নয় (আমি কদাচিত্ সেখানে যাই)। [সং. কদা + চন, চিত্]। 31)
কাঁই-বীচি, কাঁই-বিচি
(p. 174) kām̐i-bīci, kām̐i-bici বি. তেঁতুলের বীজ বা বিচি। [বাং. কাঁই + বীজ]। 37)
কর্বুর, কর্বূর
(p. 169) karbura, karbūra বি. 1 রাক্ষস; 2 পাপ। বিণ. নানা বর্ণযুক্ত; চিত্রবিচিত্র। [সং. √ কর্ + উর বিকল্পে ঊ]। ̃ পতি বি. রাক্ষসদের রাজা, রাবণ। কর্বুরিত বিণ. নানা বর্ণে রঞ্জিত। 19)
কুটনি
কুসংসর্গ
কল৩
(p. 169) kala3 বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ̃ কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ̃ কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ̃ কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ̃ কলানি বি. কলকল শব্দ। ̃ কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ̃ কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ̃ তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ̃ নাদ বি. মধুর ধ্বনি। ̃ নাদিনী। ̃ রব, ̃ রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ̃ স্বন, ̃ স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। বিণ. ওইরকম শব্দকারী। ̃ স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ̃ হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ̃ হংসী। ̃ হাস, ̃ হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ̃ হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। 38)
কন-ট্রোল
কার্শ্য
(p. 186) kārśya বি. 1 কৃশতা; ক্ষীণতা; 2 দারিদ্র; দৈন্য; 3 লকুচ বা মাদার গাছ। [সং. কৃশ + য]। 19)
কুনকে1
(p. 196) kunakē1 বি. কুনকি, অন্য হাতি বা বন্য হাতি ধরতে সাহায্য করে এমন হস্তিনী। [বাং. কুনকি হি. কুম্কী]। 18)
কুন্ত2
(p. 196) kunta2 বি. 1 বাণ বা তির; 2 বর্শার আকৃতিবিশিষ্ট অস্ত্রবিশেষ। [সং. কু + অন্ত]। 26)
কাপড়
(p. 181) kāpaḍ় বি. বস্ত্র, বসন। [সং. কর্পট]। কাপড়-চোপড় বি. পোশাকপরিচ্ছদ। কাপড় ছাড়া ক্রি. বি. পোশাক বদল করা (তোমরা বসো, আমি ওপরে গিয়ে কাপড়টা ছেড়ে আসি)। 58)
কবলা
(p. 164) kabalā (উচ্চা. কব্লা) ক্রি. 1 কবুল করা বা স্বীকার করা; 2 (সাধারণত ঘুষ হিসাবে দিতে চাওয়া (চোরটা কনস্টেবলকে পাঁচ টাকা কবলাচ্ছে)। [আ. ক'বুল + বাং. আ]। ̃ নো বিণ. কবুল বা স্বীকার করা হয়েছে এমন; ঘুষরূপে দিতে চাওয়া হয়েছে এমন। বি. কবুল; স্বীকার; অঙ্গীকার। 17)
কাটুর-কুটুর
(p. 179) kāṭura-kuṭura বি. অব্য. কাটবার বা কাটাকাটি করার মৃদু, অনুচ্চ শব্দ। 28)
কিমাকার
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856845
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us