Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গর্ব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গর্ব এর বাংলা অর্থ হলো -

(p. 243) garba বি. 1 অহংকার, আত্মশ্লাঘা, দর্প (রূপের গর্ব); 2 গর্বের বস্তু, গৌরব (বিদ্বান ব্যক্তি জাতির গর্ব)।
[সং. √গর্ব্ + অ]।
গর্বিত, গর্বী (-বিন্) বিণ. অহংকারী।
স্ত্রী. গর্বিতা, গর্বিনী।
গর্বোজ্জ্বল বিণ. গৌরবে উদ্ভাসিত।
গর্বোদ্ধত বিণ. অহংকারে উন্মত্ত, দাম্ভিক।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গদ-গদ, গদ্-গদ
গান্ধি, গান্ধি পোকা
গবাক্ষ
গর্দান
(p. 243) gardāna বি. ঘাড়, গলা; ঘাড়সমেত মাথা। [ফা. গর্দন্]। গর্দান নেওয়া ক্রি. বি. শিরশ্ছেদ করা। গর্দানি বি. ঘাড়ধাক্কা। 15)
গত
(p. 239) gata বিণ. 1 চলে গেছে বা হয়ে গেছে এমন, প্রস্হিত, সমাপ্ত, অতীত, বিগত (গত যুগ, গতযৌবন, গতপ্রাণ) ; 2 অব্যবহিত পূর্ববর্তী (গত কাল, গত মাসে); 3 মৃত (গত হয়েছেন) ; 4 লব্ধ, প্রাপ্ত (হস্তগত); 5 পরিব্যাপ্ত, নিহিত, আশ্রিত (মনোগত, দেহগত, রন্ধ্রগত); 6 সম্বন্ধযুক্ত (ব্যক্তিগত সম্পর্ক, গুণগত পার্থক্য)। [সং. √গম্ + ত]। ̃ কল্য, ̃ কাল বি. আজকের অব্যবহিত পূর্ববর্তী দিন। ̃ ক্লম বিণ. ক্লান্তি দূর হয়েছে এমন (গতক্লম ব্যক্তি)। ̃ চেতন বিণ. চেতনাহীন। ̃ জীব, ̃ জীবন, ̃ প্রাণ বিণ. প্রাণহীন, মৃত। ̃ নিদ্র বিণ. নিদ্রাহীন; ঘুম ভেঙেছে যার। ̃ প্রায় বিণ. যা শীঘ্রই গত হবে। ̃ ব্যথ বিণ. ব্যথা দূর হয়েছে এমন (গতব্যথ দেহ); ব্যথাশূন্য। ̃ যৌবন বিণ. যৌবনোত্তীর্ণ; প্রৌঢ় বা বৃদ্ধ। স্ত্রী. ̃ যৌবনা। ̃ শোক বিণ. শোক দূর হয়েছে এমন, শোকোত্তীর্ণ। ̃ সঙ্গ বিণ. বিণ. আসক্তিহীন। ̃ স্পৃহ বিণ. বীতরাগ; কামনাহীন; আসক্তিহীন। 6)
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
গরাদ, গরাদে
(p. 242) garāda, garādē বি. জানালায় লাগাবার জন্য লোহা বা কাঠের শিক। [পো. grade]। 28)
গুঞ্জ
গাঠিয়া
(p. 246) gāṭhiẏā বি. ময়দা বেসন প্রভৃতি দিয়ে তৈরি চুষির মতো সরু কাঠি ভাজা। [বাং. কাঠি + আ?]। 29)
গ্রহীতা
(p. 261) grahītā (-তৃ) বিণ. গ্রহণকারী, গ্রাহক (দানগ্রহীতা)। [সং. √গ্রহ্ + তৃ, ঈ আগম]। 60)
গরবিনি
গুণাবলি, গুণাবলী
(p. 250) guṇābali, guṇābalī বি. গুণসমূহ। [সং. গুণ + আবলি, আবলী]। 78)
গামার2
গর-গর2
(p. 242) gara-gara2 বিণ. 1 গদ্গদ, বিহ্বল, অভিভূত (ভাবে গরগর); 2 উল্লসিত ('রাইরূপ হেরি অন্তর গরগর': বিদ্যা.); 3 টকটকে, ঘোর লাল। [দেশি]। 10)
গ্রাহ্য
(p. 261) grāhya বিণ. 1 গ্রহণযোগ্য, স্বীকার্য (এই ব্যাখ্যা গ্রাহ্য নয়); 2 জ্ঞেয় (বুদ্ধিগ্রাহ্য) ; 3 বিবেচ্য; 4 গণনীয়। [সং. √গ্রহ্ + য]। গ্রাহ্য করা ক্রি. বি. মেনে নেওয়া বা সমীহ করা (আমার কথা কেউ গ্রাহ্য করে না)। গ্রাহ্য হওয়া ক্রি. বি. 1 স্বীকৃত হওয়া; 2 বিবেচনার যোগ্য বলে গৃহীত হওয়া (আবেদন গ্রাহ্য হবে না)। 68)
গোছালো
গুটা
(p. 250) guṭā ক্রি. 1 টেনে এনে জ়ড় করা (সুতো গুটাচ্ছে); 2 সংকুচিত করা (হাত-পা গুটানো, আস্তিন গুটানো) ; 3 বন্ধ করা, তুলে দেওয়া (কারবার গুটিয়ে ফেলব); 4 টেনে তোলা (জাল গুটানো)। [সং. √গুড়্ (=রক্ষণ, বেষ্টন)]। ̃ নো ক্রি. গুটা। বি. বিণ. উক্ত সব অর্থে। 53)
গুঞ্জন
(p. 250) guñjana বি. 1 গুনগুন রব; 2 অস্পষ্ট মধুর ধ্বনি (মধুকর গুঞ্জন) ; 3 ঝংকার। [সং. √গুঞ্জ্ + অন]। 47)
গ্রিক
গ্যাস
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534752
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140277
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730440
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942618
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696607
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us