Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চাক্ষুষ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চাক্ষুষ এর বাংলা অর্থ হলো -

(p. 281) cākṣuṣa বিণ. 1 চোখের সাহায্যে জ্ঞাত বা জানা হয়েছে এমন (চাক্ষুষ পরিচয়); 2 প্রত্যক্ষ, চোখে-দেখা (চাক্ষুষ প্রমাণ)।
[সং. চক্ষুস্ + অ]।
বিণ. স্ত্রী. চাক্ষুষী (চাক্ষুষী বিদ্যা)।
69)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চেলা1, চ্যালা
(p. 294) cēlā1, cyālā বি. আঁশযুক্ত ছোট মাছবিশেষ। [দেশি]। 77)
চক্ষু
(p. 275) cakṣu (চক্ষুঃ) বি. 1 চোখ, অক্ষি, নয়ন; 2 দৃষ্টি, নজর। [সং. √চক্ষ্ + উস্]। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করা ক্রি. বি. কানে-শোনা বিষয় স্বচক্ষে দেখে তার সত্যাসত্য সম্বন্ধে নিশ্চিত হওয়া। চক্ষু খুলে যাওয়া ক্রি. বি. অজ্ঞতা দূর হওয়া। ̃ গোচর বিণ. দেখা যায় এমন, দৃষ্টির বিষয়ীভূত। ̃ দান, ̃ দান বি. 1 দৃষ্টিশক্তি দান; 2 প্রতিমাদির চোখে জ্যোতি দান করে প্রাণপ্রতিষ্ঠা; 3 (আল.) অজ্ঞানকে জ্ঞানদান; 4 সতর্কীকরণ; 5 (ব্যঙ্গে) চূরি। ̃ রুন্মীলন বি. 1 চক্ষু উন্মুক্ত করা, চোখ মেলা, চেয়ে দেখা; 2 (আল.) অর্ন্তদৃষ্টি; অর্ন্তদৃষ্টির ক্ষমতার উন্মেষ। ̃ রোগ, চক্ষূ-রোগ বি. চোখের অসুখ। ̃ র্লজ্জা, ̃ লজ্জা বি. অন্যের সামনে কিছু করতে বা বলতে সংকোচ। ̃ শূল, চক্ষুঃশূল বি. 1 চোখের বেদনা; 2 (আল.) দেখলে বিরক্তি জন্মে এমন ব্যক্তি। ̃ ষ্মান, ̃ ষ্মান্ (-ষ্মত্) বিণ. 1 বিণ. 1 চক্ষুযুক্ত; দৃষ্টিশক্তিবিশিষ্ট; 2 (আল.) সত্য উপলব্ধি করতে সমর্থ, সত্যদ্রষ্টা। স্ত্রী. ̃ ষ্মতী। চক্ষুস্হির হওয়া ক্রি. বি. ভয়ে বা বিস্ময়ে হতবুদ্ধি হওয়া। 6)
চুবানি
(p. 290) cubāni দ্র চুবানো। 96)
চৈন, চৈনিক
(p. 294) caina, cainika বিণ. 1 চীনদেশসম্বন্ধীয়; 2 চীনদেশে জাত। বি. চীনদেশের অধিবাসী। [সং. চীন + অ, ইক]। 98)
চৌর
(p. 299) caura বি. চোর। [সং. চোর + অ]। 23)
চোপা2
(p. 298) cōpā2 ক্রি. চোপানো। [চোপ1 দ্র]। ̃ নো ক্রি. ভারী ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা, চোপ মারা। বি. বিণ. উক্ত অর্থে। 13)
চোপ2
(p. 298) cōpa2 অব্য. নিষেধসূচক ধমক (একদম চোপ, চোপ রও)। [তি. হি. চোপ]। 6)
চশম-খোর
চা
(p. 281) cā বি. 1 প্রধানত চীন, ভারত প্রভৃতি এশীয় দেশে উত্পন্ন এবং বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রসিদ্ধ গাছবিশেষ বা তার পাতা; 2 সেই পাতা থেকে প্রস্তুত প্রসিদ্ধজনপ্রিয় পানীয়। [চৈ. চা]। চা-কর বি. বিণ. চা-উত্পাদক; চা-বাগানের মালিক। 20)
-চোখো
(p. 297) -cōkhō বিণ. চোখবিশিষ্ট (একচোখো, চারচোখো)। [বাং. চোখ + উয়া ও]। 7)
চাঁদা2
চুনা৩
(p. 290) cunā3 ক্রি. বেছে নেওয়া, নির্বাচন করা (চুনে চুনে জমিয়েছে)। বি. বাছাই; নির্বাচন। [হি. চুন্না]। চুনন বি. নির্বাচন; বাছাই। 88)
চতুর্নবতি
(p. 277) caturnabati বি. বিণ. 94, চুরানব্বই সংখ্যা; 94 সংখ্যক। [সং. চতুর্ + নবতি]। ̃ তম বিণ. 94 সংখ্যার পূরক। স্ত্রী. ̃ তমী। 17)
চৌ
(p. 299) cau বিণ. চার। [সং.চতুর্]। ̃ কাঠ, ̃ কাট বি. দরজার চার পাশের কাঠের চৌকো ফ্রেম। [তু. হি. চৌখট্]। ̃ কো বিণ. চারকোনা, চার চোণবিশিষ্ট, চতুষ্কোণ। ̃ কোনা - চৌকো -র অনুরূপ। ̃ খণ্ড, ̃ খণ্ডি বি. 1 চারচালা ঘর; 2 চৌকি। ̃ খণ্ডিয়া বিণ. 1 চার পায়ওয়ালা ('চৌখণ্ডিয়া পীড়ি': ক. ক.); 2 চার দিকে ধারওয়ালা ('চৌখণ্ডিয়া কাঁড়': ক. ক.)। ̃ খুপি বি. চৌকো খোপ, চেক। বিণ. চার খোপওয়ালা। ̃ গুণ ̃ গুনো বিণ. চারগুণ, চতুর্গুণ। ̃ গোঁপ্পা বি. যে দাড়ি দুই ভাগে ভাগ করে গোঁফের সঙ্গে উপরের দিকে তুলে দেওয়া হয়। বিণ. এইরকম দাড়িওয়ালা। ̃ ঘাট বি. চার ঘাট; চার দিকের ঘাট; চতুর্দিক। ̃ ঘুড়ি বি. চার ঘোড়ায় টানা গাড়ি। ̃ চাকা, ̃ চাক্কা বিণ. চার চাকাবিশিষ্ট। ̃ চাপটে, ̃ চাপড়ে ক্রি-বিণ. 1 চার দিকে; সর্বত্র; 2 সকল বিষয়ে; 3 সর্বতোভাবে; 4 সটানভাবে (চৌচাপটে আছাড় খাওয়া)। ̃ চালা বি. চারটি চালবিশিষ্ট ঘর। ̃ চির বিণ. 1 চার খণ্ডে বিভক্ত; 2 খণ্ডবিখণ্ড (ভেঙে চৌচির)। ̃ ঠা বি. বিণ. মাসের চতুর্থ দিন বা সেই দিনের। ̃ তলা, ̃ তালা বিণ. চার তলাবিশিষ্ট। বি. চতুর্থ তল। ̃ তারা বি. 1 চত্বর, চবুতরা; 2 চারটি তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ̃ তাল বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ̃ ত্রিশ বি. বিণ. 34 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুস্ত্রিংশত্]। ̃ দিক বি. চার দিক; সর্বদিক ('চৌদিকে মোর সুরের জাল বুনি': রবীন্দ্র)। ̃ দিশে, ̃ দিশা - চৌদিক -এর অনুরূপ। ̃ দুলি বি. চতুর্দোলাবাহক সম্প্রদায়বিশেষ। ̃ দোলা বি. শিবিকা, চতুর্দোলা। ̃ পদী বি. চার চরণবিশিষ্ট পদ্যছন্দ বা কবিতা। বিণ. চার চরণবিশিষ্ট। ̃ পর বি. চার প্রহরকাল। ক্রি-বিণ. সমস্ত দিনরাত ধরে, সর্বক্ষণ ('চৌপর দিনভর': স. দ.)। ̃ পল বিণ. চার পলবিশিষ্ট; চারকোনা। ̃ পায়া বি. চৌকি। ̃ মাথা, ̃ মোহনা, ̃ রাস্তা বি. চারপথের মিলনস্হল। ̃ রাশি বি. বিণ. 84 সংখ্যা বা সংখ্যক, চুরাশি। ̃ রি বিণ. চারখানি চালযুক্ত। বি. চারটি চালযুক্ত ঘর। ̃ ষাট্টি বি. বিণ. 64 সংখ্যা বা সংখ্যক। চৌষট্টি কলা বি. 64 প্রকার কলাবিদ্যা। 5)
চট1
(p. 275) caṭa1 বি. পাটের সুতোর তৈরি মোটা বস্ত্রবিশেষ, গুন। [দেশি]। ̃ কল বি. চট তৈরির কারখানা। 16)
চোপা1, চোপরা2
(p. 298) cōpā1, cōparā2 বি. 1 (মন্দ অর্থে) মুখ (চোপা করা, চোপা ফুলানো, চোপা ভেঙে দেওয়া); 2 তিরস্কার; গঞ্জনা দেওয়া; 3 রূঢ়ভাবে কথা বলা; দুর্বিনীত জবাব। [দেশি]। চোপা করা ক্রি. রূঢ়ভাবে বা দুর্বিনীতভাবে কথা বলা। 12)
চম-চম
চালানো
(p. 281) cālānō ক্রি. বি. 1 পরিচালনা করা (অফিস চালানো); 2 নির্বাহ করা (সংসার চালানো); 3 গতিযুক্ত করা বা চলিত করা (গাড়ি চালানো); 4 প্রয়োগ করা (কাঁচি চালানো, ছুরি চালানো); 5 প্রচলিত বা চালু করা (এ জিনিস বাজারে চালানো যাবে না); 6 অন্যের কাছে অন্যায়ভাবে গছানো (জাল টাকা চালানো); 7 মন্ত্রবলে গতিশীল করা (বাটি চালানো); 8 নিয়ন্ত্রিত করা (ছেলেকে সত্ পথে চালানো); 9 করতে থাকা (তুমি গানবাজনা চালিয়ে যাও); 1 উপযোগী করা (এতেই চালিয়ে নেব)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √চালা + আনো]। 177)
চোঙ-দার
(p. 297) cōṅa-dāra বি. সৈন্যদলের অধিপতি, সেনাদলের নেতা। [মরা. চুংগ (সৈন্য) + ফা. দার]। 10)
চটা৩
(p. 275) caṭā3 ক্রি. 1 চিড় খাওয়া, ফাট ধরা, বিদীর্ণ হওয়া; 2 হ্রাস পাওয়া, নষ্ট হওয়া (রং চটে গেছে, ভক্তি চটেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চট্ (ভেদ করা, বিদীর্ণ করা) + বাং. আ]। ̃ নো ক্রি. 1 ফাটানো (বাঁশটা চটাতে হবে); 2 চাকলা উঠানো। বি. বিণ. উক্ত অর্থে। 28)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072540
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768128
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365544
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720872
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697724
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594410
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544643
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542201

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন