Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চাহা2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চাহা2 এর বাংলা অর্থ হলো -

(p. 281) cāhā2 ক্রি. চাওয়া, তাকানো, দেখা, দৃষ্টি দেওয়া ('চাহিয়া দেখো': রবীন্দ্র)।
[চাওয়া2 দ্র]।
188)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চিঁ, চিঁচিঁ
চাইনিজ
(p. 281) cāinija বিণ. চীনা, চৈনিক, চীন বা চীনাসম্বন্ধীয়। বি. চীনা খাবার (সপ্তাহে অন্তত একবার চাইনিজ খাই)। [ইং. Chinese]। 22)
চন্দ্রাহত
(p. 278) candrāhata বিণ. পাগল। [সং. চন্দ্র + আহত, moonstruck শব্দের অনুকরণে]। 21)
চতুষ্টয়
চমক
(p. 279) camaka বি. 1 ঝলক, ঝলকানি (বিদ্যুতের চমক); 2 বিস্ময় (দেখলে চমক লাগে); 3 আতঙ্ক; 4 চৈতন্য, জ্ঞান, হুঁশ (এতক্ষণে চমক হয়েছে)। [সং. চমত্]। ̃ ই, ̃ য়ে ক্রি. (প্রা. বাং) চমকিত হয় ('শুনইতে চমকই গৃহপতি রাব': গো. দা.)। চমক ভাঙা ক্রি. বি. হঠাত্ হুঁশ হওয়া; অন্যমনষ্ক ভাব সহসা কেটে যাওয়া। চমকা ক্রি. 1 হঠাত্ ভীত বা বিস্মিত করা, চমকিত করা। চমকানো ক্রি. চমকা। বি. বিণ. উক্ত সব অর্থে। চমকানি বি. হঠাত্ ঝলকানি, ঝিলিক। চমকিত বিণ. চমকে উঠেছে বা গেছে এমন। স্ত্রী. চমকিতা। 7)
চয়ন
(p. 279) caẏana বি. 1 আহরণ করা; 2 সংগ্রহ (কবিতাচয়ন, পুষ্পচয়ন)। [সং. √চি + অন]। চয়নিকা বি. (স্ত্রী.) স্বল্পসংগ্রহ; সংকলিত রচনা বা কবিতাবলি। চয়নীয়, চেয় বিণ. চয়নের যোগ্য; চয়ন করা হবে এমন। (বাং.) চয়িত, চিত বিণ. চয়ন বা আহরণ করা হয়েছে এমন, সংগৃহীত, সংকলিত (তু. সঞ্চিত)। 22)
চক-চক1
(p. 274) caka-caka1 অব্য. বি. জিভ দিয়ে তরল জিনিস পান করার শব্দ (কুকুরটা চকচক করে জল খাচ্ছে)। [ধ্বন্যা.]। 8)
চালানো
(p. 281) cālānō ক্রি. বি. 1 পরিচালনা করা (অফিস চালানো); 2 নির্বাহ করা (সংসার চালানো); 3 গতিযুক্ত করা বা চলিত করা (গাড়ি চালানো); 4 প্রয়োগ করা (কাঁচি চালানো, ছুরি চালানো); 5 প্রচলিত বা চালু করা (এ জিনিস বাজারে চালানো যাবে না); 6 অন্যের কাছে অন্যায়ভাবে গছানো (জাল টাকা চালানো); 7 মন্ত্রবলে গতিশীল করা (বাটি চালানো); 8 নিয়ন্ত্রিত করা (ছেলেকে সত্ পথে চালানো); 9 করতে থাকা (তুমি গানবাজনা চালিয়ে যাও); 1 উপযোগী করা (এতেই চালিয়ে নেব)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √চালা + আনো]। 177)
চোর
(p. 298) cōra বি. যে ব্যক্তি গোপনে অন্যের জিনিস নেয় বা অপহরণ করে, তস্কর। [সং. √চুর্ + অ]। বি. (স্ত্রী.) চোরী, ̃ নি। ̃ কাঁটা বি. তৃণজাতীয় বন্য গুল্মবিশেষ যার কাঁটার মতো ফল কাপড়ে বিঁধে যায়। ̃ কুঠুরি বি. গুপ্তকক্ষ। ̃ চূড়া-মণি বি. (কৌতু.) চোরের রাজা, মার্কামারা চোর। চোর-চোর খেলা বি. ছোটদের খেলাবিশেষ-এতে একজন চোর সাজে এবং অন্যেরা তাকে ধরার চেষ্টা করে। চোর-ছ্যাঁচড় বি. চোর ও প্রতারক। চোরে চোরে মাসতুতো ভাই (মন্দার্থে) একই অন্যায় কাজের কাজি; সমব্যবসায়ী। চোরের উপর বাটপাড়ি চোরের কাছ থেকে চোরাই মাল চুরি। চোরের ধন বাটপাড়ে খায় চোর চুরির ধন প্রায়ই ভোগ করতে পারে না; অর্থাত্ অসত্ উপায়ে অর্জিত ধন ভোগে আসে না। চোরের মায়ের কান্না (আল.) লজ্জাকর বা অন্যায় কাজের জন্য শাস্তিভোগের ফলে নিষ্ফল ও গোপন বিলাপ। চোরের মায়ের বড় গলা যে যত বেশি অসত্ সে-ই তত বেশি সাধুতার ভান করে বা অন্য অপরাধীদের উপর তম্বি করে। 20)
চাঁড়াল
চুনা1
(p. 290) cunā1 বিণ. চুনযুক্ত, চুন-মেশানো; চুনের (চুনাপাথর)। [বাং. চুন + আ]। 86)
চারিত্র, চারিত্র্য
চৌমাথা, চৌমোহনা
(p. 299) caumāthā, caumōhanā দ্র চৌ। 21)
চপ
(p. 278) capa বি. ইয়োরোপীয় প্রণালীতে প্রস্তুত মাছ মাংস বা সবজির বড়াবিশেষ। [ইং. chop]। 26)
চুক্তি
চিট1
(p. 288) ciṭa1 বি. কাগজের ছোট টুকরো, চিরকুট। [হি. চীট্]। 14)
চুমকি2
(p. 294) cumaki2 বিণ. চুমুক দিয়ে পান করার উপযুক্ত; ছোট (চুমকি ঘটি)। [বাং. চুমুক + ই]। 3)
চার2
(p. 281) cāra2 বি. 1 গুপ্তচর; 2 বাঁশের সাঁকো বা পুল। [সং. চর + অ (স্বার্থে)]। 138)
চন্দক
(p. 278) candaka বি. চাঁদা মাছ। [সং. √চন্দ্ + অক]। 11)
চলা
(p. 281) calā ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্হান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ̃ ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577774
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185499
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785556
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026495
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901089
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708590
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620139

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us