Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছুছুন্দরি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছুছুন্দরি এর বাংলা অর্থ হলো -

(p. 304) chuchundari বি. (স্ত্রী.) গন্ধমূষিক, ছুঁচো।
[ সং. ছুচ্ছুন্দরি]।
100)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছিলিম
(p. 304) chilima বি. 1 তামাকের কলকে; 2 এক কলকে তামাক (এক ছিলিম খাবে না কি?)। [ফা. চিলম্]। ̃ চি বি. 1 হুঁকার যে অংশে কলকে বসানো হয়; 2 হাত ধোরার ধাতুনির্মিত পাত্র। 90)
ছুপা, ছোপা
(p. 304) chupā, chōpā ক্রি. 1 ছোপ ধরানো; 2 রাঙানো, রং করা (শাড়ি ছোপানো)। [বাং. √ ছোপা]। ̃ নো ক্রি. রঞ্জিত করা, রং করা, ছোপা। বি. রঞ্জন। বিণ. রঞ্জিত (ছোপানো শাড়ি)। 111)
ছিয়াত্তর
ছাগ
(p. 303) chāga বি. ছাগল, অজ। [সং. √ ছো + গ]। বি. (স্ত্রী.) ছাগী। ̃ বাহন বি. অগ্নিদেব। 23)
ছড়ানো
(p. 301) chaḍ়ānō ক্রি. 1 ইতস্তত নিক্ষেপ করা, বিক্ষিপ্ত করা (জিনিসপত্র এভাবে ছড়াল কে?); 2 বিস্তৃত হওয়া, বিস্তার লাভ করা, ব্যাপ্ত হওয়া (রোগ ছড়াচ্ছে, আগুন ছড়িয়ে পড়ছে); 3 ছিটানো (জল ছড়ানো, বীজ ছড়ানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ছড়া1 দ্র]। 21)
ছাঁটা
(p. 303) chān̐ṭā ক্রি. 1 অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা বা কেটে ছোট করা (গাছ ছাঁটা, চুল ছাঁটা); 2 কাঁড়ানো (চাল ছাঁটা); 3 বাদ দেওয়া (দল থেকে ছেঁটে দেওয়া); 4 অগ্রাহ্য করা, উপেক্ষা করা (মনের দুঃখ ছেঁটে ফেলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ছাঁট-তু. সং. √ শাতি (শাতন বা ছেদন করা)]। ̃ ই বি. 1 কর্তন; 2 বাদ দেওয়া; 3 অমান্য বা অগ্রাহ্য করা; 4 বর্জন; 5 বরখাস্ত করা, ব্যয় সংকোচের জন্য কারখানা ইত্যাদি থেকে কর্মচারীর সংখ্যা হ্রাস করা; 6 ছেঁটে বাদ দেওয়া। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছাঁটাই করা (ছেলেটার চুল ছাঁটিয়ে আনতে যাব)। বি. বিণ. উক্ত অর্থে। 17)
ছাড়ানো
(p. 304) chāḍ়ānō ক্রি. 1 ত্যাগ করানো (নেশা ছাড়ানো); 2 পরিবর্তন করানো (কাপড় ছাড়ানো); 3 খালাস করা, উদ্ধার বা মুক্ত করা (জেল থেকে ছাড়িয়ে এনেছি); 4 তাড়ানো (ভূত ছাড়ানো); 5 মোচন করা (হাত ছাড়ানো); 6 খোলা (জট ছাড়ানো); 7 বাদ দেওয়া, বিচ্যুত করা (খোসা ছাড়ানো); 8 অতিক্রম করা (আমাকে ছাড়িয়ে গেছে; ছেলে বাবাকেও ছাড়াবে)। বি. উক্ত সব অর্থে (আমাকে ছাড়ানো কি সোজা কথা?)। বিণ. উক্ত সব অর্থে (খোসা-ছাড়ানো ফল)। [বাং. ছাড়া + নো]। 6)
ছাঁকি-জাল
(p. 303) chān̐ki-jāla বি. চুনোপুঁটিজাতীয় ছোট ছোট মাছ ধরার জন্য ক্ষুদ্র জাল। [বাং. ছাঁকা + ই + জাল]। 12)
ছুঁচি-বাই
ছাতার, ছাতারে
(p. 304) chātāra, chātārē বি. চড়াইজাতীয় কিন্তু আকারে একটু বড় ধূসর রঙের পাখিবিশেষ, warbler, seven sisters. [বাং. ছত্র্ (ধ্বন্যা.) + ইয়া এ]। 11)
ছেষট্টি
(p. 304) chēṣaṭṭi বি. বিণ. 66 সংখ্যা বা সংখ্যক। [সং. ষট্ষট্টি]। 145)
ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
ছর্দি2
(p. 301) chardi2 বি. বমি; উদগার। [সং. √ ছর্দ্ + ই]। 49)
ছটরা, ছর্রা
(p. 301) chaṭarā, charrā বি. বন্দুকের ছোট গুলি বা ছিটে। [ইং. shot + বাং. রা]। 12)
ছাড়
(p. 304) chāḍ় বি. 1 বাদ, ত্যাগ (এই শব্দটি ছাড় গেছে); 2 রেহাই, মুক্তি (কোনো ছাড় নেই); 3 মুক্তির বা যাওয়ার অনুমতি (ছাড়পত্র); 4 বিরাম, অবসর (একটু ছাড় পেয়েছি); 5 মূল্যহ্রাস (দামে ছাড়); 6 অনুমতিপত্র, ছাড়পত্র (একটা ছাড় লিখে দাও)। [ছাড়া দ্র]। 3)
ছুট2
(p. 304) chuṭa2 বি. 1 ফাঁক; অবসর; 2 মুক্তি (ছুট পাওয়া ভার)। [বাং. ছুটি]। 102)
ছ্যাঁক, ছ্যাঁচড়, ছ্যাঁচড়া
ছিরি
(p. 304) chiri বি. (মূলত কথা) 1 শ্রী, কান্তি, রূপ (ছিরি তো খুব খুলেছে); 2 ধরন (কথার ছিরি দেখ); 3 বিবাহাদি শুভকার্যের জন্য রঙিন পিঠালি দিয়ে গড়া চূড়ার মতো মাঙ্গলিক দ্রব্যবিশেষ। [সং. শ্রী]। ̃ ছাঁদ বি. লাবণ্য ও গঠন; সৌকর্য (কথাবার্তার কোনো ছিরিছাঁদ নেই)। 86)
ছড়া৩
(p. 301) chaḍ়ā3 বি. 1 শিশু-ভোলানো বা মেয়েলি কবিতা; 2 গ্রাম্য কবিতাবিশেষ; 3 ছড়ি বা মালার আকারবিশিষ্ট বস্তু (গোটছড়া, হারছড়া); 4 গুচ্ছ, থোলো (কলার ছড়া); 5 ইতস্তত ছড়ানো তরল পদার্থ, ছিটা (জলছড়া, গোবরছড়া, ছড়া দেওয়া)। [সং. ছটা]। ছড়া কাটা ক্রি. বি. ছড়া আবৃত্তি করা; ছড়া তৈরি করে উত্তর-প্রত্যুত্তর করা। ছড়া-কার বি. ছড়া তৈরি করে এমন ব্যক্তি, ছড়া-রচয়িতা। 19)
ছা
(p. 301) chā বি. 1 ছানা; শাবক (পাখির ছা); 2 শিশু, বাচ্চা (ছাপোষা)। [পা. ছাব সং. শাবক]। ̃ পোষা বিণ. বহু সন্তানপালনের দায়দায়িত্ববিশিষ্ট (ছাপোষা লোক, ছাপোষা কেরানি)।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577963
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185775
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785883
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027148
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901185
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848159
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708644
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620363

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us