Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তড়কা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তড়কা এর বাংলা অর্থ হলো -

(p. 364) taḍ়kā বি. 1 শিশুদের অঙ্গ-আক্ষেপমূলক রোগবিশেষ, শিশুদের খিঁচুনি রোগবিশেষ; 2 ধনুষ্টংকার রোগ।
[তু. হি. তড়কনা]।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তরাজু
তোলা2
(p. 387) tōlā2 বি. হাটবাজারের ব্যাপারীদের পণ্যের যে অংশ জমিদার বা বাজারের মালিক খাজনা বাবদ তুলে নেয় (মালিকের চাকর রোজ তোলা আদায় করে)। বিণ. 1 তুলে রাখা হয়েছে এমন, রক্ষিত (তোলা খাবার); 2 পোশাকি (তোলা জামা); 3 তুলে অর্থাত্ সংগ্রহ করে রাখা হয়েছে এমন (তোলা জলে স্নান); 4 স্হানান্তরিত করা যায় এমন (তোলা উনুনে রান্না); 5 অঙ্কিত, খোদাই করা বা ছাঁচে ঢালাই করা হয়েছে এমন (পল-তোলা); 6 স্মরণে রাখা হয়েছে এমন, স্মৃতিগত (সব তোলা আছে মনে); 7 স্হগিত, ভবিষ্যতের জন্য রাখা হয়েছে এমন (এ তর্ক তোলা রইল); 8 নির্মিত (বাবার তোলা দালান); 9 চয়িত (ভোরে তোলা ফুল)। [বাং. √ তুল্ + আ]। 36)
তীর্ণ
(p. 375) tīrṇa বি. 1 পুণ্যস্হান (মিলনতীর্ণ); 2 দেবতা বা মহাপুরুষদের লীলাক্ষেত্র বা বাসভূমি; 3 পাপমোচনের স্হান (বারাণসীতীর্ণ); 4 ঋষিসেবিত পবিত্র জলযুক্ত নদী ইত্যাদি (পুষ্কর তীর্থ); 5 নদ্যাদিতে অবতরণের বা স্নানের ঘাট; 6 গুরু বা শিক্ষক (সতীর্থ); 7 উপাধিবিশেষ (ব্যাকরণতীর্থ)। [সং. √ তৃ + থ]। তীর্থ করা ক্রি. বি. পূণ্য অর্জনের জন্য তীর্থ দর্শনতীর্থকৃত্য করা। তীর্থের কাক তীর্থযাত্রীরা কথন যজ্ঞস্হানে নৈবেদ্য ছড়াবে সেই আশায় কাক যেমন অপেক্ষা করে তেমনি পরানুগ্রহপ্রত্যাশী লোভী ব্যক্তি। ̃ যাত্রা বি. পাপক্ষয়ের জন্য তীর্থে যাওয়া। ̃ যাত্রী (ত্রিন্) বিণ. বি. তীর্থে গমনকারী। ̃ সলিল বি. তীর্থস্হানের পবিত্র জল। তীর্থোদক বি. তীর্থের পবিত্র জল। 168)
তদেক
(p. 365) tadēka বিণ. 1 তার সঙ্গে এক বা অভিন্ন; 2 সেই একমাত্র, অনন্য (তদেকশরণ)। [সং. তদ্ + এক]। ̃ চিত্ত বিণ. তন্ময়, অনন্যমনা। 40)
তকমা
তদন্ত
তিল
(p. 375) tila বি. 1 তৈলপ্রদ ক্ষুদ্র শস্যবিশেষ, তৈলবীজ (তিলের তেল); 2 গায়ে তিলের মতো ক্ষুদ্র কালো চিহ্নবিশেষ (গালে তিল); 3 এক কড়ার আশি ভাগের এক ভাগ; 4 (আল.) অতি সামান্য পরিমাণ বা অংশ (আমি এক তিলও পাইনি, তাকে এক তিলও বিশ্বাস করি না)। বিণ. বিন্দুমাত্র, অতি সামান্যমাত্র ('তিল ঠাঁই আর নাহি রে': রবীন্দ্র)। [সং. √ তিল্ + অ]। তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। তিলধারণের জায়গা না থাক অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (এ ঘরে আর তিলধারণের জায়গা নেই)। তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)। ̃ কল্ক বি. তিলের খইল। ̃ কাঞ্চন বি. মাতাপিতার শ্রাদ্ধের জন্য ব্যবহৃত তিল ও যত্সামান্য সোনা। ̃ কুটো বি. তিল বা তিলচূর্ণ দিয়ে প্রস্তুত সন্দেশবিশেষ। ̃ তুলসী, তুলসী-তিল বি. তিল ও তুলসী-হিন্দুদের কাছে পবিত্র বলে বিশুদ্ধ দানের বা নিঃশেষে দানের উপকরণ ('দেই তুলসী তিল দেহ সমর্পিলু: বিদ্যা.)। ̃ পিটালি, ̃ পিটুলি বি. তিল-মিশানো পিটুলির গোলা। ̃ মাত্র, তিলার্ধ, তিলার্ধেক, একতিল বি. অতি সামান্য অংশও (তাকে তিলার্ধ বিশ্বাস করি না)। ক্রি-বিণ. ক্ষণমাত্র; একটুও (সেখানে তিলার্ধ না দাঁড়িয়ে চলে গেল)। তিলে তিলে - তিল তিল করে -র অনুরূপ। 147)
তর্ক
তনখা
(p. 367) tanakhā বি. 1 বেতন; 2 টাকা, তনকা। [ফা. তন্খোআহ্]। 9)
তলা-গুছি
(p. 371) talā-guchi বি. (আঞ্চ.) সাহায্য, সহায়তা (পিছনে থেকে তলাগুছি দেওয়া)। [বাং. তলা (নীচে, তলায়) + গুছি (মদত, সাহায্য)]। 22)
তাঞ্চোই
তেজই
(p. 375) tēji দ্র তেজা। 269)
তমোঘ্ন
(p. 367) tamōghna বিণ. অন্ধকার বা তমোভাব দূর করে এমন, তমোনাশক। বি. 1 সূর্য; 2 অগ্নি; 3 চন্দ্র; 4 প্রদীপ; 5 জ্ঞান। [সং. তমস্ + √ হন্ + অ]। 76)
তোক-মারি
তেঁতুল
তুড়ি
(p. 375) tuḍ়i বি. বুড়ো আঙুলের সঙ্গে মধ্যমা বা অনামিকার সংযোগে কৃত শব্দ। [দেশি]। তুড়ি দিয়ে ওড়ানো, তুড়ি মেরে ওড়ানো ক্রি. বি. বাধাবিঘ্ন অগ্রাহ্য করে অতি সহজে জয়ী হওয়া। তুড়ি মারা ক্রি. বি. (আল.) তুচ্ছজ্ঞান করা, অগ্রাহ্য করা। ̃ লাফ বি. স্ফূর্তির বশে হঠাত্-তিড়িং লাফ। 186)
তেজা, ত্যজা
(p. 375) tējā, tyajā ক্রি. (কাব্যে) ত্যাগ করা ('রোষে লাজভয় তাজি': মধু.)। [বাং. √ তেজ্ (সং. √ তাজ্) + আ]। তেজই (ব্রজ.) ক্রি. ত্যাগ করে। তেজলি (ব্রজ.) ক্রি. ত্যাগ করল। তেজলু, তেজলুঁ ক্রি. (ব্রজ.) ত্যাগ করলাম। তেজাব ক্রি. (ব্রজ.) ত্যাগ করব। 276)
তর্জনী
(p. 371) tarjanī বি. হাতের বুড়ো আঙুলের পাশের আঙুল। [সং. √ তর্জ্ + অন + ঈ]। 8)
তেজন
(p. 375) tējana বি. উজ্জ্বল বা দীপ্ত বা তীক্ষ্ণ করা। [সং. √ তিজ্ + অন]। 270)
তড়িদ্-বীক্ষণ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577659
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185341
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785399
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026194
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901044
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708541
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620013

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us