Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তাই৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তাই৩ এর বাংলা অর্থ হলো -

(p. 372) tāi3 অব্য. সেইজন্য, সুতরাং (জানে না, তাই বানিয়ে বলছে)।
[সং. তদ্]।
তাই তো অব্য. 1 সেইজন্যই তো (মূর্খ যে, তাই তো এমন বলে); 2 নিশ্চয়তা, বিস্ময়, হতবুদ্ধিভাব ইত্যাদিসূচক (তাই তো, এখন কী হবে?)।
তে ক্রি-বিণ. অব্য. 1 সেইজন্য, তাই (অসুখ করেছিল, তাইতে আসতে পারিনি); 2 এর জবাবে, প্রত্যুত্তরে (তাকে ডেকেছিলাম, তাইতে একথা বলল)।
তাই নাকি অব্য. বিস্ময়, সন্দেহ বা পরিহাসসূচক (তাই নাকি? তুমিও ভূত দেখেছ?)।
27)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তাপস
(p. 375) tāpasa বিণ. তপস্যা করে এমন (তাপসকুমার)। বি. তপস্বী, মুনি। [সং. তপস্ + অ]। স্ত্রী. তাপসী। ̃ তনু বি. ইঙ্গুদী গাছ। তাপস্য বি. তাপসের ধর্ম বা আচরণ। 29)
ত্রুটি
(p. 387) truṭi বি. 1 দোষ, অপরাধ (আমার ত্রুটি ধরবেন না); 2 ন্যূনতা, অভাব, ঘাটতি (চেষ্টার ত্রুটি নেই); 3 ক্ষতি, হানি। [সং. √ ত্রুট্ + ই]। ̃ বিচ্যুতি বি. ভুল; দোষ। 97)
তখন
(p. 363) takhana ক্রি-বিণ. সেইসময়, সে কালে, সে যুগে (তখন তুমি কোথায় ছিলে?) তখন কলকাতায় ঘোড়ায়-টানা ট্রাম চলত)। সমু. তব্য. 1 তবে, তা হলে (বাপ মরুক, তখন বুঝবে ঠেলা); 2 তাই, সেইজন্য, তার ফলে (তাকে অনেক করে বোঝানো হল, তখন সে বুঝল); 3 অবশেষে (চোর পালাল, তখন গৃহস্হের ঘটে বুদ্ধি এল)। বি. সেইসময়, সেই কাল (তখন থেকে এক বছর)। [সং. তত্ক্ষণ]। ̃ ই, তখনি অব্য. সেই মুহূর্তেই, তত্ক্ষণাত্। ̃ কার বিণ. সেইসময়ের (তখনকার ব্যাপারই আলাদা); সে কালের, সে যুগের (তখনকার দিন)।
তড়িদ্-বীক্ষণ
তিলোত্তমা
তত2
(p. 365) tata2 অব্য. বিণ. 1 সেই পরিমাণ (যত হাসি তত কান্না, যত টাকা চাও তত পাবে না); 2 তেমন, সেইরকম; আশানুরূপ (বইটি তত ভালো নয়)। [সং. ততি]। ̃ ক্ষণ ক্রি-বিণ. 1 ততখানি সময়, সেই পর্যন্ত (ততক্ষণ তুমি কী করবে? যতক্ষণ না আসি ততক্ষণ থেকো); 2 সেই সময়ের মধ্যে (ততক্ষণ নিশ্চয় সে ফিরে আসবে)। ̃ হি, ̃ হিঁ (ব্রজ.) ক্রি-বিণ. তাতে ('ততহি বয়ান পুছন্দ': বিদ্যা)। 2)
তুঘলকি
তিষ্ঠোনো, তিষ্ঠানো
(p. 375) tiṣṭhōnō, tiṣṭhānō ক্রি. বি. টিকে থাকা, বেশিক্ষণ বাস করা বা অবস্হান করা (মশার কামড়ে এখানে তিষ্ঠানো দায়, ছেলেটা দুদণ্ড তিষ্ঠোতে দেয় না)।[বাং.তিষ্ঠা সং. অতসী]। 160)
তোশক
(p. 387) tōśaka বি. বিছানায় পাতবার জন্য তুলোর গদিবিশেষ, mattress. [ফা. তোশক]। 42)
তৃতীয় বিশ্ব
তাড়ানো
(p. 373) tāḍ়ānō ক্রি. 1 খেদানো, দূর করে দেওয়া, বার করে দেওয়া (বাড়ি থেকে তা়ড়ানো); 2 আসতে না দেওয়া (বাঘ তাড়ানো, চোর তাড়ানোর জন্য ব্যবস্হা); 3 চরানো, রাখালি করা, তাড়নাপূর্বক চরানো (গোরু তাড়ানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। [তাড়া2 দ্র]। 49)
তল্লাট
(p. 372) tallāṭa বি. অঞ্চল, প্রদেশ (এ তল্লাটে তাকে আর পাবে না)। [দেশি]। 4)
তাল৬
(p. 375) tāla6 বি. এক বিঘতপরিমাণ মাপ, দৈর্ঘ্যের এককবিশেষ (সপ্ততাল জলের নীচে)। [সং. √ তল্ + অ]। 86)
তৈত্তিরীয়
তোপ
(p. 387) tōpa বি. কামান। [তুর]। ̃ খানা বি. যেখানে কামান তৈরি হয় বা রাখা হয়। তোপ দাগা ক্রি. বি. কামান থেকে গোলা বর্ষণ করা। ̃ ধ্বনি বি. কামানের গোলার আওয়াজ। 16)
তুষা
(p. 375) tuṣā ক্রি. (কাব্যে) তুষ্ট করা ('যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি': রবীন্দ্র)। [সং. √ তুষ্ + বাং. আ]। 232)
তদা
(p. 365) tadā (বর্ত. অপ্র.) অব্য. 1 সেইসময়, সে কালে; 2 তা হলে। [সং. তদ্ + দা]। 30)
তস্কর
(p. 372) taskara বি. চোর, অপহারক। [সং. তত্ (=সেই অর্থাত্ সেই অপকর্ম) + √ কৃ + অ]। ̃ তা বি. তস্করের বৃত্তি; চুরি। 13)
তরণ
(p. 367) taraṇa বি. 1 পার হওয়া, উদ্ধার হওয়া ('ভবজলতরণে রাখহ চরণে': ভা. চ.); 2 যার সাহায্যে পার হওয়া যায় অর্থাত্ নৌকা, ভেলা ইত্যাদি। [সং. √ তৃ + অন]। 96)
তোলা৩, তোলানো
(p. 387) tōlā3, tōlānō যথাক্রমে তুলা2 ও তুলানো -র চলিত রূপ। 37)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614709
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227912
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839812
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us