Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তেজো-মূর্তি, তেজো-রূপ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তেজো-মূর্তি, তেজো-রূপ এর বাংলা অর্থ হলো -

(p. 375) tējō-mūrti, tējō-rūpa বি. জ্যোতির্ময় মূর্তি বা পুরুষ।
বিণ. জ্যোতির্ময় বা তেজস্বী মূর্তিবিশিষ্ট।
[সং. তেজঃ + মূর্তি, রূপ]।
284)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তাপী
তিন্দু, তিন্দুক
(p. 375) tindu, tinduka বি. গাব গাছ। [সং. √ তিম্ + উ, মতান্তরে √ তিজ্ + কু]। 130)
তরল
(p. 367) tarala বিণ. 1 পাতলা, জলের মতো দ্রব. গলিত (তরল পদার্থ); 2 বিগলিত, আর্দ্র (দয়ায় মন তরল হওয়া); 3 চঞ্চল, অস্হির (তরলমতি); 4 কম্পমান। [সং. √ তৃ + অল]। বিণ. স্ত্রী. তরলা। ̃ তা, ̃ ত্ব, তারল্য বি. তরলভাব, তরলের অবস্হা। ̃ লোচনা বি. চঞ্চলনয়না নারী। তরলিত বিণ. বিগলিত; কম্পিত ('তরলিতরত্নহারা': ব. চ.)। তরলী-কৃত বিণ. তরল করা হয়েছে এমন, গলানো। 111)
তখরচ
(p. 364) takharaca বি. নির্দিষ্ট খরচের আনুষঙ্গিক বাজে খরচ। [আ. তয় (ফা. তহ্) + ফা. খর্চ]। 2)
তাজি
(p. 373) tāji বি. আরব দেশের ঘোড়াবিশেষ। [আ.]। 33)
তেলানো
(p. 375) tēlānō বি. ক্রি. 1 তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া; 2 তেল মাখানো; 3 (ব্যঙ্গে, অশোভন) হীনভাবে তোষামোদ করা (তাকে অত তেলাচ্ছ কেন?)। বিণ. উক্ত সব অর্থে। [তেলা দ্র]। তেলানি বি. 1 তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া; 2 (ব্যঙ্গে) তোষামোদ; 3 তেলতেলে বা মসৃণ ছোট মাটির হাঁড়ি। 313)
তকমা
তেরিজ
(p. 375) tērija বি. অঙ্কের সমষ্টি বা যোগ (তেরিজ কষা)। [আ. তেরীজ]। 305)
তর-কারি
তাগা
তৈছন
(p. 375) taichana বিণ. (ব্রজ.) সেইরূপ, তেমন, সেইরকম। [প্রাকৃ. তইস]। তু. ঐছন, কৈছন, জৈছন। তৈছে ক্রি-বিণ. সেইভাবে, সেইরূপে। তু. ঐছে, কৈছে, জৈছে। 331)
তেজস্ক্রিয়
(p. 375) tējaskriẏa বিণ. (বিজ্ঞা.) যা থেকে এমন এক রশ্মি বিকীর্ণ হয় যাতে অস্বচ্ছ পদার্থের ভিতর দিয়ে দেখা যায়, radio-active (বি.প.)। [সং. তেজস্ + √ কৃ + অ]। বি. ̃ তা, তেজস্ক্রিয়া। 274)
তফাত, (বর্জি.) তফাত্
(p. 367) taphāta, (barji.) taphāt বি. 1 দূরত্ব, ব্যবধান বা ব্যবধানের পরিমাণ (দুই খুঁটির মধ্যে বিশ হাত তফাত); 2 দূরবর্তী স্হান (তফাতে গিয়ে বসল); 3 পার্থক্য, প্রভেদ (দুই ভাইয়ে অনেক তফাত)। বিণ. 1 দূরগত (তফাত হও); 2 পৃথক, আলাদা (ছেলেমেয়েরা তফাত হয়ে গেছে)। [আ. তফাওয়ত্]। 48)
তকত, তক্ত, তখত
(p. 363) takata, takta, takhata বি. সিংহাসন ('একদিকে দিল্লীর বাদশাহী তক্ত, আর একদিকে চিতোরের রাজসিংহাসন': অবনীন্দ্র); (আল.) গদি। [ফা. তখ্ত্]। ̃ তাউস বি. ময়ূরসিংহাসন। [ফা. তখত্ + আ. তাউস (=ময়ূর)]। 10)
তাস্কর্য
(p. 375) tāskarya বি. তস্করের বা চোরের কাজ বা বৃত্তি, চৌর্য, চুরি। [সং. তস্কর + য]। 110)
তুলা৩
(p. 375) tulā3 বি. (কাব্যে) তুলনা, উপমা ('কে বলে শারদশশী সে মুখের তুলা': ভা. চ.)। [সং. √ তুল্ + অ + আ]। 225)
ত্র্যংশ
(p. 391) tryaṃśa বি. তৃতীয় অংশ বা ভাগ। [সং. ত্রি + অংশ]। 9)
তন্ময়
(p. 367) tanmaẏa বিণ. (অন্য সমস্ত বিষয়ে নির্লিপ্ত থেকে) বিশেষ একটি ব্যাপারে অভিনিবিষ্ট, তদ্গতচিত্ত বা একাগ্রচিত্ত; কোনো একটি বিষয়ে যে তার মনকে সংলগ্ন করে (তন্ময় হয়ে ভাবা, তন্ময় হয়ে দৃশ্য দেখা)। [সং. তদ্ + ময়]। বি. ̃ তা, ̃ ত্ব। 28)
তত্
(p. 365) tat (তদ্) সর্ব. 1 সে; তিনি; 2 সেই, তা (তদবধি, তত্কালে)। [সং. √ তন্ + অদ্]। ̃ কাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তত্কালে এমন হইত না)। ̃ কালীন বিণ. সেই সময়কার, তদানীন্তন (তত্কালীন অবস্হা)। ̃ ক্ষণাত্ ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে। ̃ পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর। বিণ. 1 পটু, দক্ষ (কর্মতত্পর); 2 যত্নবান; 3 উদ্যমী; সচেষ্ট; 4 সতর্ক। ̃ পরতা বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা। ̃ পরায়ণ বিণ. তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত। বি. ̃ পরায়ণতা। ̃ পুরুষ বি. 1 পরমপুরুষ ভগবান; 2 (ব্যাক.) সমাসবিশেষ-এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং প্রায়শ পরপদের প্রাধান্য হয়। যেমন, গৃহ থেকে আগত = গৃহাগত, গাছে পাকা = গাছপাকা। ̃ সংক্রান্ত বিণ. সেই সম্পর্কিত, সেই বিষয় সম্পর্কিত। ̃ সদৃশ বিণ. সেইরকম, তদ্রূপ, তার তুল্য। ̃ সম বি. বিণ. তার সদৃশ, তার মতো; (ব্যাক.) সংস্কৃত থেকে গৃহীত এবং বাংলা ভাষায় অবিকৃতরূপে প্রচলিত (তত্সম শব্দ-যেমন বিদ্যা, আলোক, চন্দ্র)। ̃ স্হলাভি-ষিক্ত বিণ. তার স্হানে বা পদে নিযুক্ত বা অধিষ্ঠিত; তার প্রতিনিধিস্বরূপ। ̃ স্বরূপ বিণ. তত্সদৃশ -র অনুরূপ। 4)
তক্র
(p. 363) takra বি. ঘোল, দইয়ে জল মিশিয়ে প্রস্তুত ঘোল। [সং. তক্ + র (রক্)]। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614729
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227927
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839847
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098907
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649150

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us