Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

থ1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  থ1 এর বাংলা অর্থ হলো -

(p. 392) tha1 বাংলা বর্ণমালার সপ্তদশ ব্যঞ্জনবর্ণ, ত-বর্গের দ্বিতীয় বর্ণ, মহাপ্রাণ অঘোষ দস্ত্য থ্-ধ্বনির দ্যোতক।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


থলি, (কথ্য) থলে
(p. 392) thali, (kathya) thalē বি. চট, কাপড় প্রভৃতির তৈরি ঝুলি (বাজারের থলি, টাকার থলি)। [সং. স্হলী-তু. হি. থৈলা]। 17)
থাকা
(p. 392) thākā ক্রি. 1 বাস করা (সে কাশীতে থাকে); 2 অবস্হান করা (এই সময়ে আমি ঘরেই থাকি); 3 রওয়া, বিশেষ কোনো অবস্হানযুক্ত হওয়া (আর কত পালিয়ে পালিয়ে থাকবে?); 4 দিন যাপন করা (অতি কষ্টে থাকি); 5 টেকা (ঘরে মন থাকে না); 6 জীবিত রওয়া (বাপ থাকতে সে কোনো কষ্ট পায়নি); 7 উপস্হিতি রওয়া (আমি সেখানে থাকলে এতদূর গড়াত না); 8 রক্ষিত বা প্রতিপালিত হওয়া (প্রাণ থাকতে এটা হতে দেব না, আমার কথা থাকবে); 9 সঞ্চিত হওয়া, মজুদ বা অবশিষ্ট হওয়া (টাকা চিরদিন থাকবে না, এক বস্তা চাল আর কদিন থাকবে?); 1 স্হায়ী হওয়া (এত ভাব শেষ পর্যন্ত থাকবে না); 11 রক্ষা পাওয়া, বেঁচে যাওয়া (বুড়িযাত্রা থাকবে বলে তো মনে হয় না); 12 সংস্রব রাখা, সংশ্লিষ্ট বা জড়িত থাকা (সে কারও কথায় থাকে না); 13 জাগরূক হওয়া (কথা মনে থাকবে তো?); 14 বজায় রওয়া (মান থাকবে না, জাত ধর্ম থাকবে না); 15 পিছনে পড়ে রওয়া (সবাই চলে গেল, আমিই বা থাকি কেন?); 16 স্হানত্যাগ না করা (সে কাশীতেই থেকে গেল); 17 সহযোগী হওয়া (আমার সঙ্গে থাকো); 18 নিবৃত্ত বা নিরস্ত হওয়া, বাদ দেওয়া (ওকথা থাক)। বি. উক্ত সমস্ত অর্থে। অব্য. 'থেকে' অর্থে (আগে থাকতেই বলে রেখেছি)। [প্রাকৃ. √ থক্ক + বাং. আ]। ̃ থাকি বি. অবস্হান, বিদ্যমানতা (ওখানে থাকাথাকির ব্যাপারটা পরে স্হির করা যাবে)। থাক গে অনু-ক্রি. থাকুক, ছেড়ে দাও (থাকগে, সেকথা ভুলে যাও)। থাকা-খাওয়া বি. খোরপোশ, ভাত-কাপড়; বাসস্হানখাওয়াদাওয়া (চাকরি তো পেলাম, এখন থাকা-খাওয়ার কী হবে?)। থেকে থেকে ক্রি-বিণ. কিছুকাল অন্তর, মধ্যে মধ্যে (থেকে থেকে জ্বর আসছে)। 26)
থর-হরি
(p. 392) thara-hari বিণ. থরথর করে কাঁপছে এমন (তার তখন থরহরি কম্প লেগেছে)। ক্রি-বিণ. থরথর করে (ভয়ে সে থরহরি কাঁপছে)। [প্রাকৃ. থরহরিঅ]। 15)
থৈ, থৈ থৈ
(p. 394) thai, thai thai যথাক্রমে থই ও থইথই -এর বানানভেদ। 24)
থেলো
(p. 394) thēlō বিণ. বড় থোলযুক্ত, ডাবা (থেলো হুঁকো)। [বাং. থালি + উয়া ও]। 23)
থোঁতা1
(p. 394) thōn̐tā1 বিণ. 1 পিষ্ট, থেঁতো হয়েছে এমন; 2 দাঁতহীন; 3 ভোঁতা (থোঁতা মুখ, মুখ থোঁতা করে দেওয়া)। [হি. থোথা]। 25)
থামা
(p. 392) thāmā ক্রি. 1 গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); 2 চুপ করা (অনেক বলেছ, এবার থামো); 3 বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); 4 বিরত হওয়া (থামো, আর হেসো না); 5 নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ সং. √ স্তন্ভ্ + বাং. আ]। ̃ নো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 36)
থুড়া, থোড়া
(p. 394) thuḍ়ā, thōḍ়ā ক্রি. 1 কুঁচি কুঁচি করে কাটা; 2 প্রহারে জর্জরিত করা; 3 (আল.) তিরস্কারে অস্হির করা (ওকে একদিন আচ্ছা করে থুড়ে দেব)। বি. উক্ত সব অর্থে। [তু. হি. থুর্না]। 6)
থুপ2
(p. 394) thupa2 অব্য. বি. নরম অথচ ভারী জিনিস পড়ার মৃদু শব্দ (থুপ করে বসা, থুপ করে পড়ল)। [ধ্বন্যা.]। থুপ থুপ অব্য. বি. ক্রমাগত থুপ শব্দ (থুপ থুপ করে চলা)। 13)
থুপ1
(p. 394) thupa1 বি. (আঞ্চ.) স্তূপ, রাশি (টাকার থুপ, খড়ের থুপ, থুপ করে রাখা)। [সং. স্তূপ]। 12)
থোড়া2
(p. 394) thōḍ়ā2 বিণ. সামান্য, অল্প ('মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে': রবীন্দ্র)। [হি. থোড়া]। ̃ ই ক্রি-বিণ. বিণ. একটুও না, মোটেই না (তাকে আমি থোড়াই কেয়ার করি)। 30)
থামাল
(p. 392) thāmāla বি. খাড়া গাঁথনি। [বাং. থাম + আল]। 37)
থস-থস
(p. 392) thasa-thasa বি. অব্য. আর্দ্রতাশিথিলতার ভাব (আমগুলো পেকে একেবারে থসথস করছে)। থস-থসে বিণ. আর্দ্রশিথিল। 19)
থু, থুঃ
(p. 392) thu, thuḥ অব্য. বি. 1 থুতু ফেলার শব্দ; 2 অত্যধিক ঘৃণাবশত থুতু ফেলার শব্দের অনুকরণ; 3 ছি, ধিক। [ধ্বন্যা.]। থু থু অব্য. ক্রমাগত থু থু ফেলার শব্দ; ছি ছি; ধিক ধিক।
থোঁতা2
(p. 394) thōn̐tā2 বি. স্হূল বা মোটা চিবুক (থোঁতা ভেঙে দেওয়া)। বিণ. 1 থুঁতনিযুক্ত; 2 ভারী বা মোটা থুঁতনিযুক্ত; 3 বড় ও ভারী অর্থাত্ অহংকারী (থোঁতা মুখ ভেঙে দেব)। [বাং. থুঁতি + আ]। থোঁতা মুখ ভোঁতা হওয়া ক্রি. বি. (আল.) দর্প চূর্ণ হওয়া, বড় মুখ ছোট হওয়া। 26)
থুড়-থুড়, থুত্থুড়
থুপি
(p. 394) thupi বি. ছোট স্তূপ বা গুচ্ছ, গুছি। [বাং. থুপ (সং. স্তূপ) + ই]। 14)
থির
(p. 392) thira বিণ. স্হির -এর কোমল রূপ ('থির দামিনী', 'থির দিঠে চাহে')। 46)
থুঁতনি, থুঁতি
(p. 394) thun̐tani, thun̐ti যথাক্রমে থুতনি ও থুতি -র রূপভেদ। 2)
থকা
(p. 392) thakā ক্রি. (পরিশ্রমের ফলে) ক্লান্ত বা অবসাদগ্রস্ত হওয়া, হাঁপিয়ে যাওয়া (আর হাঁটতে পারছি না, একদম থকে গেছি)। [সং. √ স্হগ্ + বাং. আ-তু. হি. থক্না]। থকিত বিণ. ক্লান্ত হয়ে সহসা থেমে গেছে এমন ('থকিত পায়ের চলা দ্বিধা হতে': রবীন্দ্র)। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534518
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140028
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730159
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942325
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883431
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838401
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696568
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603028

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us