Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধর-পাকড় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধর-পাকড় এর বাংলা অর্থ হলো -

(p. 432) dhara-pākaḍ় বি. 1 পুলিশ বা অনা কারও দ্বারা ব্যাপক গ্রেপ্তারকরণ; 2 পীড়াপীড়ি, ধরাধরি (চাকরির জন্য ধরপাকড় করা)।
[ধরা ও পাকড়া দ্র]।
10)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধসন
(p. 433) dhasana বি. ধসা। [ধস দ্র]। 11)
ধুনি
ধোয়া, ধুয়া
(p. 441) dhōẏā, dhuẏā ক্রি. 1 (জল প্রভৃতি দিয়ে) ধৌত করা (জল দিয়ে শাক ধুই); 2 প্রক্ষালন করা (হাত-পা ধোয়া); 3 কাচা, ধোলাই করা (কাপড় ধুয়ে পরো)। বি. উক্ত সব অর্থে (ধোয়ামোছা হয়নি)। বিণ. উক্ত সব অর্থে (ধোয়া কাপড়)। [প্রাকৃ. ধোঅ + বাং. আ]। ̃ নি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়। ̃ নো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো। বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)। বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)। 9)
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবললোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ দ বিণ. ধনদানকারী। বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সাশস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্তসম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সাসোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সাভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনা। ধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী। 13)
ধপ-ধপ, ধব-ধব
ধ্বজা
ধাতা1
ধারাসম্পাত, ধারাস্নান
(p. 433) dhārāsampāta, dhārāsnāna দ্র ধারা2। 77)
ধাতু
(p. 433) dhātu বি. 1 স্বর্ণরৌপ্যাদি খনিজ পদার্থ; 2 উপাদান (লোকটি কোন ধাতুতে গড়া); 3 স্বভাব, প্রকৃতি, ধাত (কঠিন ধাতুর মানুষ); 4 শুক্র (ধাতুদৌর্বল্য); 5 (আয়ু.) দেহস্হ বায়ু পিত্ত কফ মাংস অস্হি প্রভৃতি; 6 ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূত; 7 (ব্যাক.) ক্রিয়াবাচক শব্দমূল। [সং. √ ধা + তু]। ̃ গত বিণ. ধাতুসংক্রান্ত; শারীরিক বা মানসিক প্রকৃতিঘটিত; স্বভাবগত; ক্রিয়াবাচক শব্দমূলঘটিত; শুক্রঘটিত। ̃ গর্ভ বিণ. অভ্যন্তরে ধাতু আছে এমন। ̃ ঘটিত বিণ. ধাতুগত -র অনুরূপ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ধাতুসংক্রান্ত বিদ্যা, metallurgy. ̃ ময় বিণ. ধাতুর তৈরি, ধাতুপূর্ণ। ̃ মল বি. মরচে, জং। ̃ রূপ বি. ক্রিয়ামূলের নানা রূপ; বিভিন্ন কালে, বিভিন্ন বচনে ও পুরুষে ক্রিয়ামূলের রূপ। 33)
ধাপ্পা
ধান্যক, ধান্যাক
(p. 433) dhānyaka, dhānyāka বি. ধনে। [সং. ধন্যক + অণ্]। 44)
ধ্বংস
(p. 441) dhbaṃsa বি. 1 বিনাশ, সর্বনাশ (জ্ঞাতিকুলধ্বংস, আত্মা ধ্বংসের অতীত); 2 সংহার, বধ (শত্রুসৈন্য ধ্বংস করা); 3 অপচয়; বিনা অধিকারে বা অকর্মণ্য হয়ে ভোগ (অন্ন ধ্বংস করা); 4 বিলোপ (স্মৃতি ধ্বংস); 5 ক্ষয় (শরীর ধ্বংস); 6 উচ্ছেদ (রাজ্য ধ্বংস); 7 অধঃপতনবিলোপ (সাম্রাজ্যের ধ্বংস অনির্বার্য)। [সং. √ ধ্বন্স্ + অ]। ̃ ক বিণ. ধ্বংসকারী। ̃ ন, ̃ সাধন বি. ধ্বংস করা। ̃ নীয় বিণ. ধ্বংসের যোগ্য। ̃ প্রাপ্ত বিণ. ধ্বংস হয়ে গেছে এমন। ̃ মুখ বি. ধ্বংসের সূচনা বা আরম্ভ। ̃ লীলা বি. প্রলয় কাণ্ড, তাণ্ডব; ব্যাপক ধ্বংস। ধ্বংসা ক্রি. (কাব্যে) ধ্বংস করা বা হওয়া। ধ্বংসানো ক্রি. ধ্বংস করা; নষ্ট করা (অন্ন ধ্বংসানো); বিনষ্ট করা, উত্সাদিত করা (সৈন্য দিয়ে দেশ ধ্বংসানো)। বি. উক্ত অর্থে। ধ্বংসাত্মক বিণ. ধ্বংসমূলক, বিধ্বংসী, ধ্বংস করে বা ধ্বংসের কাজে নিযুক্ত এমন। ধ্বংসাবশেষ বি. নগর, প্রাসাদ ইত্যাদি ভেঙে যাবার পরে যে-চিহ্ন টিকে থাকে। ধ্বংসিত বিণ. বিনাশিত; উন্মূলিত। ধ্বংসী (-সিন্) বিণ. 1 ধ্বংসকারী; 2 বিনাশশীল, নশ্বর। ধ্বংসোম্মুখ বিণ. যা ধ্বংস হতে বসেছে; ভগ্নপ্রায়; বিলীয়মান। 17)
ধানি
(p. 433) dhāni বিণ. 1 কাঁচা ধানের মতো সংযুক্ত (ধানি রঙের কাপড়); 2 ধান জন্মে এমন, ধানের চাষ হয় এমন (ধানিজমি); 3 খুব ছোট কিন্তু ঝালযুক্ত বা তেজযুক্ত (ধানিলংকা)। [বাং. ধান + ই]। 39)
ধোকড়, ধোকড়া
(p. 441) dhōkaḍ়, dhōkaḍ়ā বি. 1 ছেঁড়া কাঁথা; 2 মোটা কাপ়ড়; 3 মোটা সুতোয় তৈরি থলি। [হি. ধুকড়ী]। কথার ধোকড় বাক্যবাগীশ, কথা বলায় পটু। মাকড় মারলে ধোকড় হয় (অন্য লোকে মাকড়সা মারলে মহাপাপ হয় কিন্তু) নিজে পাপ করলে তাতে দোষ হয় না; নিজের অপরাধে লঘুদণ্ড; একপেশে বিচার। 5)
ধ্বাস্ত
ধড়
(p. 430) dhaḍ় বি. 1 কাঁধ বা ঘাড় থেকে কোমর পর্যন্ত দেহাংশ; 2 মস্তকহীন দেহ; 3 দেহ ('যেন প্রাণ আসল ধড়ে': নজরুল)। [হি.ধড়]। 7)
ধটি, ধটী
(p. 430) dhaṭi, dhaṭī বি. 1 কটিবাস, কৌপীন, ধড়া ('তোমার কটিতটের ধটি কে দিল রাঙিয়া': রবীন্দ্র); 2 পুরোনো বস্ত্র। [সং. ধট + ইন্]। 6)
ধ্যেয়
(p. 442) dhyēẏa বিণ. 1 ধ্যানযোগ্য; 2 স্মরণীয়; 3 চিন্তনীয়। [সং. √ ধ্যৈ + য]। 11)
ধুলট
(p. 439) dhulaṭa বি. সংকীর্তনের পর ধুলো মাখামাখি বা ধুলোয় গড়াগড়ি দেওয়ার উত্সব। [বাং. ধুলা + ট]। 29)
ধানী
(p. 433) dhānī বি. 1 আবাস, স্হান (রাজধানী); 2 আধার, পাত্র (নস্যধানী, মত্ স্যধানী )। [সং. √ ধা + অন + ঈ (স্ত্রী.)]। 40)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578165
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185972
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786215
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027440
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901258
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848226
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708686
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620480

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us