Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধুপছায়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধুপছায়া এর বাংলা অর্থ হলো -

(p. 439) dhupachāẏā দ্র ধুপ1।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধুম্বল
(p. 439) dhumbala দ্র ধুমুল। 21)
ধান্যক, ধান্যাক
(p. 433) dhānyaka, dhānyāka বি. ধনে। [সং. ধন্যক + অণ্]। 44)
ধুতি
ধুনা2, ধোনা
(p. 439) dhunā2, dhōnā ক্রি. 1 ধনুকাকৃতি যন্ত্র দিয়ে তুলো পিঁজে পরিষ্কার করা; 2 (গৌণার্থে) ধমক দেওয়া, শায়েস্তা করা (একদিন তাকে ভালো করে ধুনে দেব)। বি. উক্ত উভয় অর্থে। [প্রাকৃ. √ ধুন সং. √ ধু (ণিজন্ত)ধুনি-তু. হি. ধুনকনা]। 3)
ধকল
(p. 430) dhakala বি. 1 ধাক্কা; 2 কাজের চাপ, খাটুনি (রোগা শরীরে এত ধকল কি সইবে?); 3 ব্যবহারজনিত ক্ষয় (ঘড়িটা খুব ধকল সয়েছে); 4 উপদ্রব, উত্পাত (সংসারের ধকল)। [হি. ধকল্, ঢকেল্ (=ধাক্কা)]। 4)
ধাপ্পা
ধাপা
(p. 433) dhāpā বি. যে জায়গায় জঞ্জালাদি ফেলা হয় (ধাপার মাঠ)। [দেশি-তু. সং. স্তূপ; তু. ইং. dump, depot]। 48)
ধুনচি, ধুনুচি
(p. 433) dhunaci, dhunuci বি. ধুনো জ্বালাবার পাত্র। [বাং. ধুনা1 + তুর. চি]। 123)
ধুত, ধূত
(p. 433) dhuta, dhūta বিণ. 1 কম্পিত, জোরে নাড়ানো বা ঝাঁকানো হয়েছে এমন; 2 বিদূরিত; 3 ভর্ত্সিত, তিরস্কৃত। [সং. √ ধু + ত, √ ধূ + ত]। 115)
ধোঁকা2
ধাগা
(p. 433) dhāgā বি. 1 কাঁথা, তোশক প্রভৃতি সেলাইয়ের উপযোগী মোটা সুতো; 2 মোটা সুতোর সেলাই। [হি. তাগা, ধাগা (=সুতো)]। 24)
ধাবক
(p. 433) dhābaka বিণ. 1 ছোটে বা দৌড়ায় এমন; 2 পত্র বা সংবাদ বহন করে এমন; 3 ধোয় বা পরিষ্কার করে এমন (দন্তধাবক)। বি. 1 ধোপা; 2 যে ধোয়, প্রক্ষালনকারী ব্যক্তি; 3 সংবাহ বাহক; 4 সংস্কৃত সাহিত্যের কবিবিশেষ। [সং. √ ধাব্ + অক]। 50)
ধসকা
(p. 433) dhasakā বিণ. 1 ধসে পড়ার মতো ভাবযুক্ত, ধসে পড়বে বা পড়তে পারে এমন; শিথিল (ধসকা মাটি); 2 কমজোর, শক্তিহীন, অন্তঃসারশূন্য (ধসকা শরীর)। [ধস দ্র]। ̃ নো ক্রি. 1 ধসকা হওয়া; 2 ধসা, ভেঙে পড়া (নদীর পাড় ধসকেছে); 3 ধসানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 9)
ধরা1
(p. 432) dharā1 বি. (যে ধরে বা ধারণ করে এই অর্থে) পৃথিবী (ধরাতল, ধরাধাম)। [সং. √ ধৃ + অ + আ]। ধরাকে সরা দেখা, ধরাকে সরা জ্ঞান করা বি. ক্রি. গর্বে অন্ধ হওয়া, গর্বে সবকিছু তুচ্ছজ্ঞান করা। ̃ তল বি. পৃথিবীপৃষ্ঠ, ভূতল। ̃ ধর বি. পর্বত। ̃ ধাম বি. পৃথিবীরূপ বাসস্হান; সংসার; ইহলোক (ধরাধাম ত্যাগ করা)। ̃ শায়ী (-য়িন্) বিণ. ভূতলে বা মাটিতে শয়ান বা পতিত। 12)
ধ্বজা
ধোলাই
(p. 441) dhōlāi বি. 1 ধোয়া, ধৌত করা; 2 ধোপ; 3 ধোয়ার বা কাচার মজুরি; 4 (অশোভন) উত্তমমধ্যম প্রহার (চোরটাকে আচ্ছা করে ধোলাই দেওয়া হয়েছে)। বিণ. ধোয়া, ধৌত করা বা কাচা হয়েছে এমন (ধোলাই কাপড়)। [বাং. √ ধু (=ধো) + আই-তু. হি. ধুলাঈ]। 11)
ধুসা
ধেনু
(p. 439) dhēnu বি. 1 নবপ্রসূতা বা দুগ্ধবতী গাভী; 2 গাভী ('রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু': রবীন্দ্র)। [সং. √ ধে (=পান করা) + নু]। 50)
ধ্বংস
(p. 441) dhbaṃsa বি. 1 বিনাশ, সর্বনাশ (জ্ঞাতিকুলধ্বংস, আত্মা ধ্বংসের অতীত); 2 সংহার, বধ (শত্রুসৈন্য ধ্বংস করা); 3 অপচয়; বিনা অধিকারে বা অকর্মণ্য হয়ে ভোগ (অন্ন ধ্বংস করা); 4 বিলোপ (স্মৃতি ধ্বংস); 5 ক্ষয় (শরীর ধ্বংস); 6 উচ্ছেদ (রাজ্য ধ্বংস); 7 অধঃপতনবিলোপ (সাম্রাজ্যের ধ্বংস অনির্বার্য)। [সং. √ ধ্বন্স্ + অ]। ̃ ক বিণ. ধ্বংসকারী। ̃ ন, ̃ সাধন বি. ধ্বংস করা। ̃ নীয় বিণ. ধ্বংসের যোগ্য। ̃ প্রাপ্ত বিণ. ধ্বংস হয়ে গেছে এমন। ̃ মুখ বি. ধ্বংসের সূচনা বা আরম্ভ। ̃ লীলা বি. প্রলয় কাণ্ড, তাণ্ডব; ব্যাপক ধ্বংস। ধ্বংসা ক্রি. (কাব্যে) ধ্বংস করা বা হওয়া। ধ্বংসানো ক্রি. ধ্বংস করা; নষ্ট করা (অন্ন ধ্বংসানো); বিনষ্ট করা, উত্সাদিত করা (সৈন্য দিয়ে দেশ ধ্বংসানো)। বি. উক্ত অর্থে। ধ্বংসাত্মক বিণ. ধ্বংসমূলক, বিধ্বংসী, ধ্বংস করে বা ধ্বংসের কাজে নিযুক্ত এমন। ধ্বংসাবশেষ বি. নগর, প্রাসাদ ইত্যাদি ভেঙে যাবার পরে যে-চিহ্ন টিকে থাকে। ধ্বংসিত বিণ. বিনাশিত; উন্মূলিত। ধ্বংসী (-সিন্) বিণ. 1 ধ্বংসকারী; 2 বিনাশশীল, নশ্বর। ধ্বংসোম্মুখ বিণ. যা ধ্বংস হতে বসেছে; ভগ্নপ্রায়; বিলীয়মান। 17)
ধলা, ধলো
(p. 433) dhalā, dhalō বিণ. সাদা, ফরসা, শুভ্র ('যা ছিল কালো-ধলো': রবীন্দ্র)। [সং. ধবল]। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577859
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185637
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785724
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026834
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901133
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848127
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620273

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us