Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নহিলে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নহিলে এর বাংলা অর্থ হলো -

(p. 451) nahilē (কথ্য ও চলিত) নইলে অব্য. নচেত্, নতুবা, অন্যথায়, না হলে (যেয়ো কিন্তু, নইলে রাগ করব)।
[বাং. না + হইলে]।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নাসিক্য
-নাম্নী
(p. 454) -nāmnī দ্র -নামা2। 58)
নির্বীজ
(p. 468) nirbīja বিণ. 1 জীবাণুমুক্ত, sterile (বি. প.)। [সং. নির্ + বীজ]। ̃ ন বি. জীবাণুশূন্যকরণ, sterilization, disinfection (বি. প.)। ̃ সমাধি বি. যে সমাধিতে পুনর্বন্ধনের বীজ থাকে না। নির্বীজিত বিণ. নির্বীজন করা বা জীবাণুমুক্ত করা হয়েছে এমন ('হাসপাতালের নির্বীজিত কামরা': বুদ্ধ)। 112)
নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
নাজিম
নিয়ন্তা
নাগ-রঙ্গ
নির্মম
(p. 468) nirmama বিণ. 1 মমতাহীন, নিষ্ঠুর, হৃদয়হীন; 2 আসক্তিহীন, কোনোকিছুই নিজের বলে ভাবে না এমন। [সং. নির্ + মম (আমার); নির্ + মমতা]। ̃ তা বি. নিষ্ঠুরতা; হৃদয়হীনতা। 134)
নিরুত্-সুক
নির্ভয়
(p. 468) nirbhaẏa বিণ. ভয়হীন, অভয়, নিঃশঙ্ক। [সং. নির্ + ভয়]। বি. ̃ তা। নির্ভয়ে ক্রি-বিণ. ভয় না পেয়ে; সাহসের সঙ্গে। 123)
নৈসর্গিক
নাজুক
(p. 452) nājuka বিণ. 1 আঘাত সহ্য করতে পারে না এমন (নাজুক শরীর); 2 সহজেই বিগড়ে যেতে পারে এমন। [ফা. নাজুক]। 53)
নির্বস্ত্র
(p. 468) nirbastra বিণ. বস্ত্রহীন; উলঙ্গ। [সং. নির্ + বস্ত্র]। 85)
-নিভ
নিরুত্-সাহ
নাতি2
(p. 454) nāti2 বিণ-বিণ. অনতি, অনধিক, বেশি নয় এমন (নাতিশীতোষ্ণ, নাতিদীর্ঘ, নাতিস্হূল)। [সং. ন + অতি]। ̃ দীর্ঘ বিণ. খুব দীর্ঘ নয় এমন (নাতিদীর্ঘ বক্তৃতা)। ̃ দূর বি. বিণ. বেশি দূর নয় এমন ('নাতিদূরে তর হাসি উন্মথে নীরবতা': সু. দ)। ̃ শীতোষ্ণ বিণ. বেশি ঠাণ্ডাও নয়, বেশি গরমও নয় এমন, ঠাণ্ডা-গরম কোনোটিই বেশি নয় এমন। ̃ শীতোষ্ণ-মণ্ডল বি. উত্তর বা দক্ষিণ হিমমণ্ডলগ্রীষ্মমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল, যেখানে শীত বা গরম কোনোটিই প্রবল নয়, temperate zone. 11)
নিখোঁজ
(p. 460) nikhōn̐ja বিণ. খোঁজ পাওয়া যায় না এমন, নিরুদ্দেশ (লোকটা কী করে নিখোঁজ হয়ে গেল?)। [বাং. নি + খোঁজ]। 4)
নিন্দন
(p. 461) nindana বি. নিন্দা করা; নিন্দা। [সং. √ নিন্দ্ + অন]। 39)
নকিব-দার
(p. 443) nakiba-dāra বি. 1 পাহারাওয়ালা; 2 রাত্রে যে পাহারা দেয় এবং উচ্চকণ্ঠে প্রহর ইত্যাদি ঘোষণা করে। [আ. নকীব্ + ফা. দার]। 24)
নীচ-কুলোদ্ভব
(p. 475) nīca-kulōdbhaba বিণ. নীচ বংশে অর্থাত্ অনভিজাত বা নিম্ন বংশে জন্ম হয়েছে এমন। [সং. নীচকুল + উদ্ভব]। 74)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534880
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140412
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730637
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942827
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883569
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696646
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us