Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিস্তেজ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিস্তেজ এর বাংলা অর্থ হলো -

(p. 475) nistēja বিণ. 1 তেজ নেই এমন, দুর্বল (নিস্তেজ পশু); 2 দীপ্তিহীন, অনুজ্জ্বল, ক্ষীণ (নিস্তেজ আলোক); 3 শক্তি বা প্রভা হ্রাস পেয়েছে এমন।
[সং নির্ + তেজস্]।
58)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিবারণ
(p. 461) nibāraṇa বি. 1 বারণ, নিষেধ (গুরুজনের নিবারণ সত্ত্বেও); 2 দূরীকরণ, প্রশমিতকরণ (দুঃখনিবারণ)। [সং. নি + √ বারি + অন]। নিবারণ করা ক্রি. বি. দূর করা, প্রশমিত করা; থামানো; রোধ করা; নিবৃত্ত করা; (বিরল) বারণ করা, নিষেধ করা। 72)
নির্ঘৃণ
(p. 468) nirghṛṇa বিণ. 1 যার ঘৃণা নেই; 2 নির্লজ্জ, বেহায়া (নির্ঘৃণ আচরণ); 3 নিষ্ঠুর। [সং. নির্ + ঘৃণা]। 47)
নব1
(p. 447) naba1 বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ̃ কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। ̃ গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ̃ জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ̃ জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ̃ জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ̃ জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। ̃ দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ̃ পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ̃ বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ̃ মল্লিকা, ̃ মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ̃ যুগ বি. নতুন যুগ বা কাল। ̃ যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ̃ যুবতী। ̃ যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ̃ যৌবনা। 2)
নিষ্ফলা2
(p. 475) niṣphalā2 বিণ. ফলহীন, ফল ধরে না এমন (নিষ্ফলা গাছ)। [সং. নির্ + ফল + বাং. আ (স্বার্থে)]। নিষ্ফলা বার যে দিনে কোনো ক্রিয়াকর্ম করলে ফলের সম্ভাবনা নেই। 41)
নির্বোধ
(p. 468) nirbōdha বিণ. 1 চেতনাহীন, অজ্ঞান; 2 মূর্খ, বুদ্ধিহীন। [সং. নির্ + বোধ]। 120)
নির্লেপ
(p. 473) nirlēpa বিণ. 1 যাতে কোনো কিছু মাখানো হয়নি, প্রলেপহীন; 2 নিঃসম্পর্ক, সম্পর্কহীন; 3 স্বতন্ত্র; 4 নির্লিপ্ত। [সং. নির্ + √ লিপ্ + অ]। 12)
নেয়া, নেয়ানো
(p. 480) nēẏā, nēẏānō যথাক্রমে নেওয়ানেওয়ানো -র কথ্য রূপ। 4)
নাস1
(p. 454) nāsa1 বি. 1 নস্য; 2 নস্যের মতো টেনে নেবার জিনিস (জলের নাস)। [সং. নস্য]। ̃ দান, ̃ দানি বি. নস্য রাখার ছোট পাত্র, নস্যির ডিবে। 93)
নিজ
(p. 460) nija বিণ. স্বীয়, স্বকীয়, আপন (নিজ মত, নিজ কার্য)। সর্ব. আপনি, স্বয়ং (নিজের মন, নিজে দেখেছি)। [সং. নি + √ জন্ + অ]। ̃ কীয়তা বি. স্বকীয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্য। ̃ ত্ব বি. ব্যক্তিগত স্বাতন্ত্র্য (নিজত্বের বোধ, নিজত্বের বিকাশ)। ̃ মূর্তি বি. আসল স্বরূপ (এতক্ষণে সে নিজ মূর্তি ধরেছে)। ̃ স্ব বিণ. যাতে কেবল নিজের অধিকার আছে এমন, স্বকীয় (নিজস্ব সম্পত্তি)। বি. স্বকীয় ধন বা সম্পত্তি। নিজে ক্রি-বিণ. স্বয়ং, আপনি (সে নিজে করেছে)। নিজে নিজে ক্রি-বিণ. 1 আপনি, কারও সাহায্য ছাড়াই (নিজে নিজে করেছে); 2 একাই, অন্যের সঙ্গ ছাড়া (নিজে নিজে এলে)। নিজের পায়ে কুড়ুল মারা (বোকার মতো) নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা। 27)
নিষ্ক্রিয়া
(p. 475) niṣkriẏā বি. (বাং.) কর্মহীনতা। [সং. নির্ + ক্রিয়া]। 16)
নিব
(p. 461) niba বি. কলমের ডগায় লাগানো যে ধাতুর তৈরি মুখ দিয়ে লেখা হয়, কলমের মোচ, কচ। [ইং. nib]। 56)
নৈর্গুণ্য
(p. 480) nairguṇya বি. 1 গুণহীনতা; 2 সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের অতীত অবস্হা বা ভাব। [সং. নির্গুণ + য]। 37)
নতুবা
(p. 444) natubā অব্য. নচেত্, নইলে, অন্যথায়। [সং. ন + তু + বা]। 47)
নয়1
নটে
(p. 444) naṭē দ্র নটিয়া। 35)
নোড়
(p. 481) nōḍ় বি. আমলকীর মতো ছোট সাদা টক ফলবিশেষ। [সং. লবণী?]। 10)
নিংড়া
(p. 458) niṇḍ়ā ক্রি. নিংড়ানো। [দেশি]। ̃ নো ক্রি. 1 পাক দিয়ে বা পেষণ করে জল বা রস বার করা (কাপড় নিংড়ানো); 2 (আল.) শোষণ করা (দুর্বল পেয়ে তাকে নিংড়ে নিচ্ছে)। বি. বিণ. উক্ত অর্থে। 15)
নিউ-মোনিয়া
(p. 458) niu-mōniẏā বি. ফুসফুসের প্রদাহ বা উক্ত প্রদাহজনিত জ্বর। [ইং. pneumonia]। 14)
নীপ
(p. 475) nīpa বি. কদম ফুল বা তার গাছ ('এসো নীপবনে ছায়াবীথিতলে': রবীন্দ্র)। [সং. √ নী + প]। 81)
নেপালি
(p. 479) nēpāli বিণ. বি. নেপালের অধিবাসী বা ভাষা। বিণ. 1 নেপালে জাত বা উত্পন্ন; 2 নেপালসম্বন্ধীয়। [বাং. নেপাল + ই]। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577657
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185341
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785398
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026190
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901044
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708539
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620013

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us