Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিচেষ্টিত1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিচেষ্টিত1 এর বাংলা অর্থ হলো -

(p. 611) bicēṣṭita1 বিণ. চেষ্টাহীন, উদ্যমহীন।
[সং. বি + চেষ্টিত]।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিদ্বান, (বর্জি.) বিদ্বান্
(p. 614) bidbāna, (barji.) bidbān (-দ্বস্) বিণ. বি. 1 পণ্ডিত, সুশিক্ষিত; 2 জ্ঞানী। [সং. √ বিদ্ + বস্]। বিণ. (স্ত্রী.) বিদূষী। 35)
বঁটি
বানুরে
(p. 599) bānurē বিণ. বানরসুলভ, বাঁদরের মতো (বানুরে বুদ্ধি, বানুরে চালচলন)। [সং. বানর + বাং. ইয়া এ]। 23)
বরজ2
(p. 580) baraja2 বি. পান গাছের আচ্ছাদনবিশিষ্ট খেত, পানের খেত। [আ. বুর্জ্]। 39)
বিভাবসু
(p. 621) bibhābasu দ্র বিভা। 36)
বকা1
(p. 573) bakā1 ক্রি. বি. 1 বাচালতা প্রকাশ করা, বকবক করা (ছেলেটি ব়ড্ড বকে); 2 (অনর্থক বা অধিক) কথা বলা (বেশি বকছ কেন, আমি সব জানি); 3 তিরস্কার করা, ধমকানো (দাদা বকবে)। [সং. √ বচ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বাজে কথা বলানো; অনর্থক বা বেশি কথা বলানো। ̃ ঝকা বি. বকুনি, তিরস্কার। ̃ বকি বি. 1 তিরস্কার, বকুনি; 2 বিতর্ক; 3 কলহ। 16)
বৃত্তাকার
(p. 633) bṛttākāra বিণ. গোলাকার। বি. বৃত্তের মতো আকার। [সং. বৃত্ত + আকার]। 61)
বিরস
(p. 621) birasa বিণ. 1 রসহীন; 2 নিরানন্দ, বিমর্ষ, স্নান (বিরসবদন)। [সং. বি + রস]। বি. ̃ তা। ̃ বদন বিণ. স্নান বা বিমর্ষ মুখযুক্ত। বি. বিমর্ষ বা ম্লান মুখ (একা বিরসবদনে বসে আছে)। 99)
বাগ্-দত্তা
বর্তন2
(p. 580) bartana2 বি. 1 পেষণ; 2 স্হাপন। [সং. √ বৃত্ + ণিচ্ + অন]। 112)
বল৩
(p. 580) bala3 বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য ('এত বল নাইরে তোমার': রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)। [সং. √ বল্ + অ]। ̃ কর, ̃ কারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়। ̃ গর্বিত, ̃ দৃপ্ত বিণ. শক্তিমত্ত। ̃ দ বিণ. বলকারক। ̃ পূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)। ̃ প্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)। ̃ বত্ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবত্ আছে)। ̃ বত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা। ̃ বন্ত বিণ. 1 বলবান; 2 বলবত্। [সং. বল + বাং. বন্ত]। ̃ বান (-বত্) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান। স্ত্রী. ̃ বতী। ̃ বর্ধক বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বর্ধন বি. শক্তির বৃদ্ধি। বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বিদ্যা বি. পদার্থের বেগসম্বন্ধীয় বিজ্ঞান, mechanics. ̃ বিন্যাস বি. যুদ্ধের জন্য সৈন্যস্হাপন; ব্যূহরচনা। ̃ ভরসা বি. জোর এবং অবলম্বন (তিনিই আমাদের একমাত্র বলভরসা)। ̃ শালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ হীন বিণ. দুর্বল। বি. ̃ হীনতা। 153)
বেদল
বোম
বিকার1
বাসনা2
(p. 605) bāsanā2 বি. (উচ্চা. বাশ্না) কলা গাছের শুকনো পাতা বা ছাল। [দেশি-তু. বাস1]। 5)
বিচার
(p. 610) bicāra বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায়অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)। [সং. বি + √ চর্ + অ]। ̃ ক, ̃ কর্তা (-র্তৃ), ̃ পতি বি. যিনি বিচার করেন; জজ। ̃ ক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ। ̃ ণ, ̃ ণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা। ̃ ণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)। ̃ ফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত। ̃ বিবেচনা বি. বিশেষভাবে চিন্তাবিচার। ̃ বিহীন, ̃ শূন্য বিণ. 1 ন্যায়বিচার-রহিত; 2 অবিবেচক। ̃ বুদ্ধি বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা। ̃ ব্যবস্হা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতিনিয়মকানুন। ̃ সাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য। বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা ('বিচারিল মনে')। বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য। বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ। বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত। বিচারী (-রিন্) বিণ. বিচারকারী। বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়। 16)
বাচাট
(p. 591) bācāṭa বিণ. (আঞ্চ.) বেশি কথা বলে এমন, বাচাল। [সং. বাচ্ + বাং. আট]। 93)
বি এ
বিচিত
(p. 610) bicita দ্র বিচয়। 21)
বাবলা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614715
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227923
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839831
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098894
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856847
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719465
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us