Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভর2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভর2 এর বাংলা অর্থ হলো -

(p. 658) bhara2 বি. 1 ভার, ওজন (ভর সহ্য করা, শরীরের ভর); 2 ঠেকনা, নির্ভর, অবলম্বন (দেওয়ালে ভর দিয়ে দাড়ানো, ভাগ্যের উপর ভর করা); 3 (বিজ্ঞা.) পদার্থের মাত্রা, mass. [সং. √ ভৃ + অ]।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভ্রাতুষ্পুত্র
ভাবনা
ভেলা1
ভাব করা
(p. 663) bhāba karā ক্রি. বি. বন্ধুত্ব স্হাপন করা, সুসম্পর্ক গড়ে তোলা। ̃ .গত বিণ. নিগূঢ় অর্থ বা মর্মসম্বন্ধীয়। ̃ .গতিক, ̃ .ভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)। ̃ .গম্ভীর বিণ. গভীর ভাবযুক্ত (ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হল)। ̃ .গর্ভ বিণ. গভীর ভাবপূর্ণ তাত্পর্যপূর্ণ (ভাবগর্ভ রচনা, ভাবগর্ভ প্রবন্ধ)। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. মর্ম বা ভাব বা নিগূঢ় অর্থ বুধতে পারে এমন, মর্মগ্রাহী, তাত্পর্য বুঝতে পারে এমন (ভাবগ্রাহী পাঠক) । ̃ .তরঙ্গ বি. ভাবের উচ্ছ্বাস, মনের আবেগের আধিক্য। ̃ .ধারা বি. চিন্তাভাবনার রীতি, চিন্তাধারা, প্রচলিত মতামত ও রীতি (স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত)। ̃ .প্রবণ বিণ. অনুভূতির আধিক্যযুক্ত, আবেগপরায়ণ; ভাবুক। বি. ̃ .প্রবণতা। ̃ .বিলাসী বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক। ̃ .ভঙ্গি দ্র ভাবগতিক। ̃ .ব্যঞ্জক, ̃ .সূচক বিণ. ভাব বা মনোভাবপ্রকাশক, অর্থপ্রকাশক। ̃ .মূর্তি বি. ধ্যন বা কল্পনার দ্বারা রচিত মূর্তি, image. ভাবাত্মক বিণ. ভাবপূর্ণ, ভাবময়; ভাবপ্রকাশক। ভাবানুগ বিণ. ভাব-অনুযায়ী, স্বভাবানুয়ায়ী স্বাভাবিক। ভাবানু-ষঙ্গ বি. কোনো এক বিষয় চিন্তার সময় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের চিন্তা বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে চিন্তার উদয়, association of ideas. ভাবান্তর বি. মানসিক অবস্হার পরিবর্তন (তার কোনো ভাবান্তর দেখলাম না)। ভবাপন্ন বিণ. ভাবযুক্ত, ভাবযুক্ত (পাশ্চাত্য ভাবাপন্ন)। ভবাবেগ, ভাবাবেশ বি. হৃদয়াবেগজনিত বিহ্বলতা, ভাবের উদ্রেক বা সঞ্চার, মুগ্ধতা। ভাবার্থ বি. নিগূঢ় অর্থ, মর্ম, মূল অর্থ; তাত্পর্য (কবিতার ভাবার্থ)। ভাবালু বিণ. ভাবুক, ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ (কবিরা স্বভাবতই একটু ভাবালু হন)। বি. ভাবালুতা। ভাবোচ্ছ্বাস বি. প্রবল আবেগ বা ভাবের প্রকাশ। ভাবোদয়, ভাবোন্মেষ বি. ভাবের সঞ্চার (মনে নতূন ভাবোদয় হওয়া)। ভাবোদ্দীপক বিণ. ভাব সঞ্চারকারী, ভাবের প্রেরণাদায়ক। ভাবোদ্দীপন বি. ভাবের সঞ্চার। ভাবোন্মত্ত বিণ. ভাবে বিভোর, ভাবে অভিভূত। ভাবোন্মাদ বি. ভাবজনিত বিহ্বলতা বা মত্ততা। 2)
ভ্যালা
ভাই-রাস
ভাত2
ভিক্ষা
(p. 664) bhikṣā বি. 1 প্রার্থনা, যাচ্ঞা (প্রাণ ভিক্ষা চাওয়া); 2 দরিদ্রনিঃস্ব ব্যক্তি কর্তৃক অন্যের কাছ থেকে পয়সা চালডাল বস্ত্র ইত্যাদি দয়ার দান চাওয়া; 3 দয়ার দান। [সং. √ ভিক্ষ্ + অ + আ]। ̃ .চর্যা বি. ভিক্ষাবৃত্তি, ভিক্ষা চাওয়া, ভিক্ষা চাওয়ার পেশা। ̃ .জীবী, ভিক্ষোপ-জীবী বিণ. ভিক্ষাকারী, ভিক্ষা করে যা পাওয়া যায় তাই দিয়ে জীবিকানির্বাহকারী। স্ত্রী. ভিক্ষা-জীবিনী, ভিক্ষোপ-জীবিনী। ̃ ন্ন বি. ভিক্ষাকরে যে অন্ন পাওয়া গেছে। ̃ .পাত্র বি. ভিক্ষালব্ধ বস্তু রাখবার পাত্র। ̃ .পুত্র বি. ব্রাহ্মণের পইতের সময় ব্রতভিক্ষা গ্রহণ করে পুত্রস্হানীয় হয়েছে এমন ব্রাহ্মণবালক। ̃ .বৃত্তি-ভিক্ষাচর্যা -র অনুরূপ। মা বি. উপনয়নে যে নারী ভিক্ষা দেন। ̃ র্থী বিণ. ভিক্ষাপ্রার্থী, যে ভিক্ষা চায়, যাচক। স্ত্রী. ̃ র্থিনী। ̃ .লব্ধ বিণ. ভিক্ষা করে পাওয়া গেছে এমন (ভিক্ষালব্ধ চাল)। ভিক্ষিত বিণ. চাওয়া বা প্রার্থনা করা হয়েছে এমন। 41)
ভট ভট
ভট্টারক
(p. 655) bhaṭṭāraka বি. 1 পণ্ডিত 2 ঋষি, মুনি; 3 (সংস্কৃত নাটকে উল্লেখ বা সম্বোধনে) রাজা; 4 রবি (ভট্টারক বার)। [সং. ভট্ট + √ ঋ + অ + ক]। 35)
ভেটের-খানা
ভাস্বান
(p. 664) bhāsbāna (-স্বত্) বিণ. দীপ্তিমান, উজ্বল। বি. সূর্য। [সং. √ ভাস্ + বত্]। বিণ. বি. (স্ত্রী.) ভাস্বতী। 39)
ভ্রূণ
ভৃত
(p. 670) bhṛta বিণ. 1 পালিত (পরভৃত); 2 পূর্ণ। [সং. √ ভৃ + ত]। ̃ ক বিণ. বেতনগ্রহণকারী। বি. বেতন। ভৃতি বি. 1 বেতন; 2 পালন, ভরণপোষণ; 3 পূরণ। ভৃতি-ভুক (-ভুজ্) বিণ. বেতনগ্রহণকারী, বেতনভোগী। 10)
ভূয়ঃ
ভৃতি
(p. 670) bhṛti দ্র ভৃত। 11)
ভৈষজ, ভৈষজ্য
(p. 670) bhaiṣaja, bhaiṣajya বি. 1 ওষুধ; 2 ওষুধ দিয়ে চিকিত্সা। [সং. ভেষজ + অ, য]। 58)
ভয়-শূন্য
(p. 655) bhaẏa-śūnya বিণ. 1 ভয় পায় না এমন, নির্ভীক (ভয়শূন্য অন্তরে); 2 যাতে ভয় নেই এমন। [সং. ভয় + শূন্য]। বি. ̃ তা। 72)
ভোমর1
(p. 670) bhōmara1 বি. ছুতোরের কাঠ ছিদ্র করার যন্ত্রবিশেষ, তুরপুন, drill [ সং. ভ্রমরক]। 85)
ভিটামিন
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614800
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227951
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839929
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098987
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916381
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856871
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719496
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649172

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us