Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মার্জার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মার্জার এর বাংলা অর্থ হলো -

(p. 700) mārjāra বি. বিড়াল।
[√মৃজ্. + আর]।
স্ত্রী. মার্জারিকা মার্জারী।
45)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মন্দী-ভূত
(p. 676) mandī-bhūta বিণ. 1 মৃদু বা ক্ষীণ হয়েছে; 2 হ্রাসপ্রাপ্ত (গাড়ির গতি মন্দীভূত হল)। [সং. মন্দ + ঈ (চি) + √ ভূ + ত] 198)
মৌমাছি
মশ-মশ
(p. 688) maśa-maśa বি. শুকনো চামড়া দুমড়ানোর বা নতুন জুতো পায়ে দিয়ে চলার শব্দ। [ধ্বন্যা.]। 12)
মানোয়ার
মি2, মি-
(p. 704) mi2, mi- মিটার এর সংক্ষিপ্ত রূপ।[ইং. metre]। 16)
মাস্তুল
(p. 703) māstula বি. নৌকা জাহাজ ইত্যাদি পোতে সংলগ্ন পাল খাটাবার কাঠের উঁচু দণ্ডবিশেষ।[পো. mastro]। 38)
মনি-ব্যাগ
(p. 676) mani-byāga বি. টাকা রাখাবার জন্য ছোটো থলিবিশেষ। [ইং. moneybag]। 128)
মূল
(p. 714) mūla বি. 1 শিকড়, বৃক্ষাদির স্হিতিসাধক গোড়ার অংশবিশেষ যার সাহায্যে বৃক্ষ মাটি থেকে খাদ্যরস আহরণ করে; 2 আলু কচু ইত্যাদি কন্দজাতীয় উদ্ভিদ; 3 আদি, গোড়া (ঘটনার মূল); 4 আদি কারণ; 5 উত্পত্তির স্হান (কর্ণমূল, বাহুমূল); 6 উত্স; 7 ভিত্তি; 8 (গণি.) যে রাশি নি়জের দ্বারা এক বা একাধিকবার গুণিত হয়ে অন্যরাশি উত্পন্ন করেছে, root (বর্গমূল)। বিণ. 1 আদ্য, প্রথম গো়ড়াকার (মূলগ্রন্হ); 2 প্রধান (মূলমন্ত্র, মূলনীতি)। [সং. √ মূল + অ]। মূলক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদ হলে ক-যোগে মূল শব্দের রূপ (ভ্রান্তিমূলক, চিন্তামূলক)। মূলক2 বি. কন্দবিশেষ, মুলো। ̃ .কারণ বি. সৃষ্টি, জন্ম বা উত্পত্তির প্রথম প্রধান অথবা প্রকৃত কারণ। ̃ .কেন্দ্র বি. 1 মর্মস্হল; 2 প্রধান অঞ্চল বা কার্যালয়, সদর। ̃ .গত বিণ. 1 মূল থেকে জাত; 2 মৌলিক ̃ ত, (বর্জি.) ̃ তঃ ক্রিবিণ. 1 মূলে; 2 প্রকৃতপক্ষে। ̃ .তত্ত্ব বি. মৌলিক তত্ত্ব যার উপর ভিত্তি করে অন্যন্য তত্ত্ব গড়ে ওঠে। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. মাটির নীচে মূলকে রক্ষাকারী মূলের উপরের রোমশ আবরণ, মূলরোম। ̃ .ধন বি. পুঁজি, ব্যাবসায় বিনিয়োজিত অর্থ। ̃ .নীতি বি. প্রধান প্রকৃত বা মৌলিক নীতি। ̃ .ভিত্তি বি. প্রধান ভিত্তি, ভিতের সর্বনিম্ন স্তর, প্রধান আধার; গোড়াপত্তন। ̃ .মন্ত্র বি. 1 বীজমন্ত্র; 2 প্রধান সংকল্প (জীবনের মূলমন্ত্র)। ̃ .রোম বি. মূলত্রমূলত্রাণ -এর অনুরূপ। ̃ .সূত্র বি. 1 আদি কারণ; 2 প্রধান বা প্রাথমিক বিধি-নিয়ম (বাংলা ছন্দের মূলসূত্র)। মূলাকর্ষণ বি. শিকড় ধরে টান। মূলানুগ বিণ. মূল অংশের বা আদি রূপের সঙ্গে সংগতিসম্পন্ন। মূলাশ্রয়ী বিণ. মূল রূপকে অবলম্বন বা অনুসরণ করে এমন। মূলী (-লিন্) বিণ, মূলযুক্ত, শিকড়যুক্ত। বি. বৃক্ষ। মূলী-করণ বি. (-গণি.) বর্গমূল নির্ণয়। মূলী-ভূত বিণ. 1 আদিকারণস্বরূপ; 2 ভিত্তিস্বরূপ; 3 মূলগত। মূলে ক্রি-বিণ. 1 আদিতে, গোড়ায়; 2 আদৌ (মূলে সে যায়ইনি)। মূলোচ্ছেদ, মূলোত্-পাটন বি. শিকড়সমেত উপড়ে ফেলা; সম্পূর্ণ বিনাশ। 3)
মোটর
মারাঠা
মতি-হারি
মধ্য
(p. 676) madhya বি. 1 মাঝ বা মাঝামাঝি জায়গা (ভ্রূমধ্যে); 2 প্রান্ত থেকে সমদুরবর্তী স্হান, কেন্দ্র (ভূমধ্য); 3 শরীরের মাঝামাঝি অংশ, কোমর, কটি (ক্ষীণমধ্যা); 4 অভ্যন্তর, ভিতর (বনমধ্যে); 5 অবকাশ, অবসর, ফাঁক (ইতিমধ্যে); 6 মাধ্যম বা অবলম্বন (বাধাবিঘ্নের মধ্য দিয়ে পড়াশোনা)। বিণ. মাঝামাঝি, বা মাঝের (মধ্যরাত্রি); কেন্দ্রের, কেন্দ্রস্হ প্রান্ত থেকে সমদূরবর্তী স্হানের (মধ্যবিন্দু); অন্তর্বতী, অভ্যন্তরীণ; মধ্যম। [সং মধ্য + অ]। ̃ গ বিণ. মধ্যবর্তী। স্ত্রী. ̃ .গা। ̃ চ্ছদা বি. জীবদেহের আবরক পাতলা ঝিল্লিবিশেষ, diaphragm ̃ .দেশ বি. 1 মধ্যভাগ; 2 ভিতর; 3 প্রাচীন ভারতে হিমালয়বিন্ধ্যপর্বতের মধ্যবর্তী ভূভাগ; 4 (কৌতু.) পেট (মধ্যদেশ যে ক্রমেই ফুলে উঠছে)। ̃ .ন্দিন বি. মধ্যাহ্ন দিনের মধ্যভাগ, দুপুর। ̃ .পথ বি. 1 পথের মাঝামাঝি জায়গা; 2 মধ্যপন্হা। ̃ .পন্হা বি. দুই বিপরীত মত বা উপায় বা ভাবের মধ্যবর্তী মত বা উপায় বা ভাব; নরমপন্হা, middle course, golden mean ̃ .পদ লোপী (-পিন্) বিণ. (ব্যাক.) যাতে মধ্যবর্তী পদের লোপ হয়, যথা, সিংহচিহ্নিত আসন সিংহাসন। ̃ .প্রদেশ বি. 1 মধ্যস্হল; 2 বর্তমান ভারতরাষ্ট্রের রাজ্যবিশেষ; 3 (কৌতু.) পেট, ভুঁড়ি (মধ্যপ্রদেশে মেদ জমেছে)। ̃ .প্রাচ্য বি. ইয়োরোপপূর্ব এশিয়ার মধ্যবর্তী এশীয় ভূখণ্ড, নিকটপ্রাচ্য, Middle East. ̃ . বয়স্ক বিণ. মাঝবয়সি, প্রৌঢ়। স্ত্রী. ̃ .বয়স্কা। ̃ .বর্তী (-র্তিন্) বিণ মাঝামাঝি স্হানে বা অভ্যন্তরে অবস্হিত (মধ্যবর্তী ভূভাগ, মধ্যবর্তী সময়)। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .বর্তিতা বি. 1 মধ্যবর্তী অবস্হা; 2 মধ্যবর্তী অবস্হান; 3 মধ্যস্হতা; সালিশি। ̃ .বিত্ত বিণ. (আর্থিক দিক দিয়ে) মাঝামাঝি অবস্হাযুক্ত; ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্হাযুক্ত। বি. উক্ত অর্থে (মধ্যবিত্তের সংসার)। ̃ .বিন্দু বি. কেন্দ্র। ̃ .ভারত বি. ভারতের মাঝখানের অঞ্চল। ̃ .মণি বি. 1 কন্ঠহার ইত্যাদি অলংকারের মাঝখানে খচিত রত্ন; 2 সবচেয়ে উল্লেখযোগ্যগুরুত্বপূর্ণ ব্যক্তি (আসরের মধ্যমণি) ̃ .মান সংগীতের তাল বিশেষ। ̃ .যুগ বি. ইতিহাসে প্রাচীনআধুনিক কালের মধ্যবর্তী সময়, Middle Ages. ̃ .যুগীয় বিণ. মধ্যযুগসংক্রান্ত বা মধ্যযুগসুলভ (মধ্যযুগীয় রীতিনীতি)। ̃ .রাত, ̃ .রাত্রি, ̃ .রাত্র বি. গভীর রাত, নিশীথ। ̃ .রেখা বি. (ভূগো.) ভূগোলকের উভয় মেরুর মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত বৃত্তাকার রেখা; (জ্যোতি.) যে কল্পিত বৃত্ত দৃষ্টার মাথার উপর দিয়ে উত্তর-দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে নভোমণ্ডলকে পূর্বপশ্চিমে সমানভাবে বিভক্ত করে, meridian বি. প.)। ̃ .লয় বি. সংগীতে দ্রুতবিলম্বিত এই দুইয়ের মাঝামাঝি লয়। ̃ .স্হ বিণ. অভ্যন্তরস্হ। বি. সালিশ। বি. ̃ .স্হতা। ̃ .স্হল বি. মাঝখান; কেন্দ্র; মধ্যভাগ। মধ্যা বিণ. স্ত্রী. মধ্যবর্তিনী। 95)
মাহেশ
(p. 704) māhēśa বিণ. মহেশ বা শিব সম্বন্ধীয়। বি. শিবের উপাসক, শৈব। [স. মহেশ+অ]। 10)
মউনি
মোক্তার
মিষ্ট
(p. 707) miṣṭa (কথ্য) মিষ্টি বিণ. 1 শর্করা বা মধুর মতো স্বাদযুক্ত (মিষ্টি দই, মিষ্টান্ন); 2 সুমধুর (মিষ্টি সুর, মিষ্টি গলা); 3 প্রীতিপদ (মিষ্টি ব্যবহার)। বি. মিঠাই, মিষ্টান্ন। [সং. √ মিষ্ + ত]। বি. ̃ তা, ̃ ত্ব। মিষ্টি-মুখ বি. 1 যত্সামান্য মিষ্টান্নভোজন (একটু মিষ্টিমুখ করে যান); 2 মধুর বা কোমল বা নম্র ভাষা (মিষ্টিমুখ বলা) মিষ্টান্ন বি. 1 মিঠাই; চিনি গুড় ইত্যাদি শর্করা দিয়ে প্রস্তুত খাবার; 2 পায়েস 7)
মজুর
মেয়র
(p. 716) mēẏara বি. পুরসভার প্রধান। [ইং. mayor.]। 33)
মকর
মেলা-মেশা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578298
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186072
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786349
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027564
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901295
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848254
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708713
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620521

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us