Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মে়জর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মে়জর এর বাংলা অর্থ হলো -

(p. 714) mē়jara বি. স্হলবাহিনীতে ক্যাপটেন-এর অব্যবহিত ঊর্ধ্বতন পদ, উচ্চ সামরিক পদবিশেষ।
[ইং. major]।
মেজর-জেনারেল বি. প্রধান মেজর।
39)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মহদাশ্রয়
(p. 688) mahadāśraẏa বি. মহত্ লোকের আশ্রয়।[সং. মহত্ + আশ্রয়]। 43)
মুখাগ্নি
(p. 708) mukhāgni বি. দাহকালে শবের মুখে আগুন দেওয়া বা প্রদত্ত অগ্নি।[সং. মুখ + অগ্নি]। 10)
মাধ্যাকর্ষণ
মৌজ
(p. 719) mauja বি. 1 নেশাগ্রস্ত অবস্হা, নেশার ঘোর; 2 খেয়াল; 3 আমেজ (মৌজ করে সিগারেট টানা)। [আ. মৌজ্]। 53)
মাগা
(p. 692) māgā ক্রি. 1 যা়চ্ঞা করা, প্রার্থনা করা ('তোমার কাছে এবর মাগি': রবীন্দ্র); 2 ভিক্ষা করা (মেগে খাওয়া); 3 চাওয়া ('ভিক্ষা মাগি দ্বারে দ্বার': রবীন্দ্র)। বি. বিণ উক্ত অর্থে। [বাং. √ মাগ্ ( সং √ মার্গ্) + আ]। ̃ .নো ক্রি. 1 ভিক্ষা করানো বা চাওয়ানো; 2 আনানো। বি. উক্ত অর্থে। 55)
মুর্দা
(p. 712) murdā বি. মৃতদেহ, শব, মড়া। বিণ. মরা, মৃত (মুর্দা না জ্যান্ত?)। [ফা. মুর্দহ্] ̃ .ফরাশ বি. শবদাহকারী; ডোম। ̃ .বাদ বি. মারা যাক, মরুক-এই ধ্বনি; ধ্বংস হোক-এই ধ্বনি। 28)
মঞ্চ
মত্-সর
মৃত
(p. 714) mṛta বিণ. বিগতপ্রাণ, মারা গেছে এমন। [সং. √ মৃ + ত]। ̃ ক বি. 1 আত্মীয়স্বজনের মরণজনিত অশৌচ; 2 মৃতদেহ, শব। ̃ .কল্প, ̃ .প্রায় বিণ. মুমূর্ষ, মরণাপন্ন, মরোমরো। ̃ .দার বিণ. বিপত্নিক, যার স্ত্রী মৃত। ̃ .বত্সা বিণ. (স্ত্রী.) সন্তান শৈশবে মারা যায় এমন (নারী), মড়ুঞ্চে। ̃ .সঞ্জীবনী বি. যা দিয়ে মৃতকে পুনর্জীবিত করা যায়। মৃতাশৌচ বি. মরণজনিত অশৌচ। 17)
মুরিদ
(p. 712) murida বি. 1 ভক্ত মুসলমান; 2 তপস্বী। [আ. মুরীদ্]। 24)
মিতা
(p. 705) mitā বি. বন্ধু সখা সুহৃদ ('আমার কী বেদনা সে কি জান, ওগো মিতা': রবীন্দ্র)। [সং. মিত্র]। স্ত্রী. (বিরল) মিতিন। ̃লি বি. বন্ধুত্ব, সখ্য (দুজনে মিতালি হওয়া, মিতালি পাতানো)। 4)
মাত1
(p. 692) māta1 বিণ. 1 মত্ত; 2 বিভোর, মুগ্ধ (গন্ধে মাত)। [সং. মত্ত]। 94)
মওকা, মোকা
(p. 675) mōkā, mōkā বি. 1 বিশেষ সুযোগ-সুবিধা; 2 সুযোগ, কাজ হাসিল করার উপযুক্ত সুযোগ বা সময় (মওকা পেয়ে গেছে); 3 উত্তম উপায়। [আ. মওকা]। 11)
মূষিক
(p. 714) mūṣika বি. ইঁদুর। [সং. √ মূষ্ + ইক]। স্ত্রী. মূষিকা। 11)
মনাক্কা
(p. 676) manākkā বি. শুকানো বড়ো আঙ্গুল। [আ. মুনক্কা]। 124)
মধু
(p. 676) madhu বি. 1 পুষ্পরস, মৌ (ফুলের মধু, পদ্মমধু); 2 মিষ্ট রস, মিষ্ট পদার্থ; 3 মদ্য, সুরা; 4 চৈত্রমাস (মধুমাস); 5 বসন্তকাল ('কালি মধু যামিনীতে': রবীন্দ্র); 6 (আল.) মাধুর্য ('গোকুলে মধু ফুরায়ে গেল': ন. ভ.); 7 দৈত্যবিশেষ। বিণ. 1 মধুবত্ মিষ্ট বা স্বাদু; 2 মধুর (মধুকণ্ঠ); 3 মধুপূর্ণ (মধুমালতী)। [সং √ মন্ (=মধ্) + উ]। ̃ ক, ̃ .কর, ̃ প, ̃ .পায়ী (-য়িন্), ̃ .ব্রত, ̃ .ভৃত্, ̃ .মক্ষিকা বি. 1 ভ্রমর; 2 মৌমাছি। ̃ .কণ্ঠ বিণ. মধুর স্বরবিশিষ্ট। ̃ .করী বি. 1 (স্ত্রী.) ভ্রমরা; 2 স্ত্রী-মৌমাছি। ̃ .কাল বি বসন্তকাল। ̃ .কোষ, ̃ .ক্রম, ̃ .চক্র, ̃ .চ্ছত্র, ̃ .জালক বি মৌচাক। ̃ .চন্দ্র ̃ .চন্দ্রিকা বি. বিবাহের অব্যবহিত পরে নববিবাহিত দম্পতির প্রমোদভ্রমণ, honeymoon. ̃ .নিশি, ̃ .যামিনী, ̃ .রাতি বি. 1 বসন্তকালের রাত্রি; 2 মনোরম রাত্রি। ̃ .পর্ক বি. ঘি মধু দই দুধ শর্করা মিশিয়ে পুণ্যকর্মে ব্যবহৃত বস্তু। ̃ .বন বি. বৃন্দাবনের বনবিশেষ, মথুরার অন্তর্গত বনবিশেষ। ̃ .বর্ষী (-র্ষিন্) বিণ. মধু বর্ষণকারী; অত্যন্ত মধুর। ̃ .মন্তী বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। ̃ .ময় বিণ. মধুতে ভরা; মধুমাখা; অতি মধুর। ̃ .মাধব বি. চৈত্রবৈশাখ মাস। ̃ .মাধবী বি মদ সুরা। ̃ .মাস বি. চৈত্রমাস। ̃ .লিহ, ̃ .লেহ, ̃ .লেহী বি. ভ্রমর। ̃ .সখ বি. কোকিল। ̃ .স্বর বি. 1 মধুর কণ্ঠস্বর; 2 কোকিল। 87)
মিলা, মেলা ক্রি.
(p. 706) milā, mēlā kri. বিণ. 1 একত্র হওয়া (তিনের সঙ্গে দুই মিলে পাঁচ, 'হেথার সবারে হবে মিলিবারে': রবীন্দ্র); 2 বনিবনা হওয়া (ভাইয়ে-ভাইয়ে মোটেই মেলে না); 3 মিশ খাওয়া, খাপ খাওয়া (জোড় মেলা); 4 সংযুক্ত হওয়া, মেশা (দুটি পথ মিলেছে); 5 সম্পূর্ণ মিশ্রিত হওয়া (তেলে জলে মেশা); 6 মিলযুক্ত হওয়া (ছন্দ মিলছে না, পদ্য মিলছে না); 7 জোটা পাওয়া যাওয়া (বাজারে ভালো চাল মিলছে না); 8 (গনি.) হওয়া (অঙ্ক মিলেছে?); 9 মিলিত হওয়া ('মিলিব বন্ধুর সনে')। [সং. √ মিল্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 একত্র বা মিশ্রিত বা সংযুক্ত করা (হাট মেলানো, মেলা মেলানো); 2 মিশ খাওয়ানো, খাপ খাওয়ানো; 3 মিল দেওয়া (পদ্য মিলানো); 4 জোটানো, সংস্হান করা (চাকরি মিলানো কি সহজ কথা!); 5 গলে বা লীন হয়ে যাওয়া ('ধুপ আপনারে মিলাইতে চাহে গন্ধে': রবীন্দ্র)। মেলা-মেশা বি. 1 সংসর্গ; 2 বন্ধুত্ব বা সদ্ভাব। 17)
মুকুর
(p. 707) mukura বি. আয়না, দর্পন, আরশি [সং. √ মন্ক্ + উর]। 34)
মায়া
(p. 700) māẏā বি. 1 (দর্শ.) যার সত্যকার অস্তিত্ব নেই; 2 ভ্রমাত্মক কোনো-কিছু; 3 অবিদ্যা; 4 অজ্ঞান; 5 ব্রহ্মের অঘটন পটীয়সী শক্তি; 6 নিজের অব্যক্ত স্বরূপ থেকে সমস্ত জগত্ নির্মাণে পরমেশ্বরের অচিন্ত্য শক্তি; 7 সত্ত্বরজস্তমোময়ী প্রকৃতি; 8 মোহ; 9 স্নেহ, মমতা, টান (প্রাণে মায়া আছে); 1 সুখদুঃখের বন্ধন; 11 ইন্দ্রজাল, জাদু (মায়াবিদ্যা); 12 কাপট্য, ছলনা; 13 ছদ্মবেশ (মায়ামৃগ, মায়াসীতা)। [সং. √ মা + য + আ]। ̃ .কানন বি. জাদুবলে সৃষ্ট উপবন বা উদ্যান। ̃ .কান্না বি. কপট কান্না, কান্নার ভান। ̃ .ঘোর বি. মোহের বা জাদুর প্রভাব। ̃ .জাল, ̃ .ডোর, ̃ .পাশ, ̃ .রজ্জু বি. মোহ মমতা বা স্নেহের বন্ধন। ̃ .দণ্ড বি. জাদুলাঠি। ̃ .দয়া বি. মমতা সমবেদনা। ̃ .দেবী বি. বুদ্ধদেবের জননী। ̃ .প্রপঞ্চ বি. 1 মায়ার বিস্তার বা ব্যাপ্তি; 2 মায়ার সৃষ্টি বা প্রকাশ। ̃ .বদ্ধ বিণ. মোহের ঘোরে বা মমতার বশে সংসারে আসক্ত। ̃ .বল বি. মায়ার শক্তি; স্নেহমমতা বা জাদুর জোর। ̃ .বাদ (দর্শ.) বি. জগত্প্রপঞ্চ সবই মিথ্যা, ব্রহ্মই শুধু সত্য-এই মতবাদ। ̃ .বাদী (-দিন্) বিণ. মায়া বাদে বিশ্বাসী। ̃ .বিদ্যা বি. জাদুবিদ্যা। ̃ বী (-বিন্) বিণ. বি. ঐন্দ্রজালিক, জাদুকর, জাদু জানে এমন (মায়াবী রাক্ষস)। বিণ. কপটাচারী, শঠ। স্ত্রী. ̃ বিনী। ̃ .ময় বিণ. ছলনাপূর্ণ মোহদ্বারা পরিব্যাপ্ত, ছলনাময়। স্ত্রী ̃ .ময়ী। ̃ .মুকুর বি. জাদুআয়না। ̃ .মুক্ত বিণ. মোহযুক্ত। ̃ .মৃগ বি. জাদু-হরিণ, জাদু বলে সৃষ্ট হরিণ। ̃ .রথ বি. জাদুবলে নির্মিত রথ। ̃ .রাজ্য বি. জাদুবলে সৃষ্ট রাজ্য। মায়িক, মায়ী (-য়িন্) বিণ. 1 ঐন্দ্রজালিক; 2 মায়াময়, মায়াবিশিষ্ট। 11)
মগন
(p. 675) magana বি. মগ্ন এর কোমল রূপ আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে রবীন্দ্র। 37)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534887
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140427
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730645
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942839
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696654
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603080

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us