Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যন্তা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যন্তা এর বাংলা অর্থ হলো -

(p. 723) yantā (যন্তৃ) বি. 1 সারথি; 2 পরিচালক; 3 মাহুত।
[সং. √ যম্ + তৃ]।
[তু. নিয়ন্তা]।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যুবক
(p. 728) yubaka বি. কৈশোর-উত্তীর্ণ পুরুষ (যখন যুবক ছিলেন)। বিণ. ওই বয়সী (যুবক রবীন্দ্রনাথ)। [সং. যুবন্ + ক]। 11)
যৌথেয়
(p. 728) yauthēẏa বি. যোদ্ধা। [সং. যোধ + এয়]। 63)
যদ্যপি
(p. 723) yadyapi অব্য. 1 যদিও 2 একান্তই যদি, যদিই। [সং. যদি + অপি]। 19)
যোঝা-যুঝা
(p. 728) yōjhā-yujhā ও জুঝা -র চলিত রূপ। যোঝাযুঝি দ্র জোঝাজুঝি। 48)
যত-মান
(p. 722) yata-māna বিণ. যত্নশীল, চেষ্টা করছে এমন। [সং. √ যত্ + মান (শানচ্)।]
যত্2
যোজন
যেমতি, যেমত
(p. 728) yēmati, yēmata ক্রি-বিণ. (কাব্যে) যেমন, যেরূপ, যেপ্রকার ('আমার পরাণ যেমতি করিছে তেমতি হউক সে': চণ্ডী) [সং. যে + মতি, মত]। 28)
যাতা1
(p. 726) yātā1 বি. গমনকর্তা, যে যায়। [সং. √ যা + তৃ]। 13)
যান্ত্রিকতা
(p. 726) yāntrikatā বি. নিছক যন্ত্রের মতো বিবেচনাহীনভাবে নিয়মরক্ষা। [সং. যান্ত্রিক + তা]। 28)
যাওয়া
(p. 723) yāōẏā ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্হায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ̃ আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায়যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায়যায় অবস্হা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা। 59)
যব-দ্বীপ
(p. 723) yaba-dbīpa বি. বর্তমান জাভার প্রাচীন নাম। 31)
যুগল
যুধ্য-মান
(p. 728) yudhya-māna বিণ. যুদ্ধ করছে এমন, যুদ্ধরত (যুধ্যমান সৈন্যদল)। [সং. √ যুধ্ + মান (শানচ্)]। 10)
যাত্রিক
যব-ক্ষার
(p. 723) yaba-kṣāra বি. 1 তীব্র ক্ষারবিশেষ, carbonate of potash 2 (অশু.) শোরা বা শোরাজাতীয় ক্ষার। [সং. যব (জাত) + ক্ষার]। ̃ .জান বি. নাইট্রোজেন। 30)
যাচা2
(p. 726) yācā2 ক্রি. যাচাই করা, পরীক্ষা দ্বারা মূল্য নির্ধারণ করা। [যাচা1 দ্র]। ̃ ই বি. অনুসন্ধানের দ্বারা দ্রব্যাদির মূল্য বা উত্কর্ষ নিরূপণ (দর যাচাই করা, সোনা যাচাই করা)। ̃ নো ক্রি. বি. যাচাই করানো। বিণ. উক্ত অর্থে। 2)
যাব, যাবনা
(p. 726) yāba, yābanā বি. গবাদি পশুর খাদ্য, জাব। [সং. যবসতু. হি. জাব]। 32)
যুদ্ধ
(p. 728) yuddha বি. 1 সংগ্রাম, সমর, রণ, লড়াই (বিশ্বযুদ্ধ, রাজায় রাজায় যুদ্ধ) 2 ক্রীড়া শক্তি ইত্যাদির প্রতিযোগিতা দ্বন্দ্ব (মুষ্টিযুদ্ধ)। [সং. যুধ্ + ত]। ̃ .কালীন বিণ. যুদ্ধের সময়ের (যুদ্ধকালীন তত্পরতা)। ̃ .জয় বি. যুদ্ধে শত্রু বা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাফল্য। ̃ .নীতি, ̃.রীতি বি. 1 যুদ্ধের আইনকানুন; 2 যুদ্ধের কৌশল। ̃ .বন্দি বি. যুদ্ধে পরাজিত পক্ষের যে সৈন্য বা লোকজনকে জয়ী পক্ষ গ্রেপ্তার করে। ̃ .বিগ্রহ বি. যুদ্ধ বিবাদ ইত্যাদি। ̃ .বিদ্যা বি. যুদ্ধের কৌশল ফন্দি ইত্যাদি সংক্রান্ত শাস্ত্র। ̃ .বিরতি বি. যুদ্ধের সাময়িক ক্ষান্তি। ̃ .বিশারদ বিণ. রণনিপুণ। ̃ .যাত্রা বি. যুদ্ধ করতে রওনা হওয়া, সংগ্রামের অভিযান। ̃ .যুদ্ধাজীব বি. বিণ. যোদ্ধা, সৈনিকবৃত্তি অবলম্বনকারী। ̃ .যুদ্ধাব-সান বি. সংগ্রামের সমাপ্তি, শান্তি বা সন্ধি। যুদ্ধার্থী (-র্থিন্) বিণ. যুদ্ধ করতে চায় এমন যুদ্ধের উপক্রমকারী। যুদ্ধাস্ত্র বি. যুদ্ধে ব্যবহারের অস্ত্র। যুদ্ধোত্তর বিণ. যুদ্ধের পরবর্তী কালের (যুদ্ধোত্তর ভারত)। যুদ্ধোন্মাদ বিণ. রণোন্মত্ত। বি. 1 যুদ্ধজনিত উন্মত্ততা; 2 যুদ্ধ করবার প্রবল বাসনা। যুধিষ্ঠির বিণ. (মূল অর্থ) যুদ্ধকালে বুদ্ধি স্হির রাখতে পারে বা ঘাবড়ায় না এমন। বি. জ্যেষ্ঠ পাণ্ডব। [সং. যুধি + স্হির]। 9)
যক্ষ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2596023
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2206017
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1814436
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1062339
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908558
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852428
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713966
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634748

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us