Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যাম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যাম এর বাংলা অর্থ হলো -

(p. 726) yāma বি. সমস্ত দিনরাত্রির 1/8 ভাগ সময়, প্রহর; তিন ঘন্টা।
[সং. √ যা + ম]।
.ঘোষ বি. শৃগাল।
.বতী বি. রাত্রি, যামিনী।
যামার্থ বি. অর্ধপ্রহর, দেড় ঘন্টা।
যামী বি. 1 দক্ষিণ দিক 2 রাত্রি 3 কুলস্ত্রী।
39)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যুগ
(p. 726) yuga বি. 1 বারো বত্সর কাল 2 সত্য ত্রেতা দ্বাপর ও কলি এই চার পৌরাণিক কাল-বিভাগ; 3 আমল, সময় (আকবরের যুগে); 4 বিশিষ্ট লক্ষণ দ্বারা চিহ্নিত কালপরিমাণ (প্রাচীন যুগ); 5 জোয়াল (যুগন্ধর); 6 জোড়া, যুগল (পদযুগ); 7 চারহাত পরিমাণ মাপ। [সং. যুজ্ + অ]। ̃ .ক্ষয়, যুগান্ত বি. 1 যুগের অবসান 2 প্রলয়কাল। ̃ .ধর্ম বি. 1 যুগোপযোগী ধর্ম; 2 নির্দিষ্ট যুগের বৈশিষ্ট্য বা লক্ষণ বা ঝোঁক 3 কালোচিত আচার-আচরণ (যুগধর্ম না মেনে উপায় নেই)। ̃ .ন্ধর বি. 1 জোয়ালের সঙ্গে যুক্ত বা সংলগ্ন কাঠ; 2 লাঙলের ঈষা বা গাড়ির বোম; 3 (আল.) একটি বিশেষ যুগের প্রবর্তক বা প্রতিনিধি। ̃ .লক্ষণ বি. কোনো বিশেষ যুগের বৈশিষ্ট। ̃ .সন্ধি বি. যে-সময়ে এক যুগের অবসান এবং অন্য যুগের সূচনা হয়, transition. যুগান্ত-যুগক্ষয় -এর অনুরূপ। যুগান্ত-কারী (-রিন্) বিণ. নতুন যুগের সৃষ্টিকারী, অতি গুরুত্বপূর্ণ (যুগান্তকারী ঘটনা)। যুগান্তর বি. অন্য যুগ (যুগ থেকে যুগান্তর)। ̃ .যুগান্তর বি. নানা যুগ, বহু যুগ। যুগাব-তার বি. 1 কোনো যুগের শ্রেষ্ঠ ধর্মীয় প্রবক্তা বা নেতা 2 যুগের অবতার। যুগোপ-যোগী বিণ. নির্দিষ্ট যুগের পক্ষে উপযুক্ত। 51)
যথেষ্ট
(p. 723) yathēṣṭa বিণ. ক্রি-বিণ. 1 ইচ্ছামতো, ইচ্ছানুরূপ; 2 (বাং.) প্রচুর (যথেষ্ট পরিমাণ, যথেষ্ট বয়স); 3 ঢের, খুব (যথেষ্ট হয়েছে, আর নয়)। [সং. যথা + ইষ্ট]। 12)
যাবজ্জীবন
যোনি
যথা
(p. 723) yathā অব্য. বিণ. 1 যেমন, যেরূপ ('যথা ভীম ভীমসেন কৌরবসমরে': মধু.) 2 যেরূপ-সেরূপ (যথাশক্তি করা); 3 উচিত, উপযুক্ত, নির্দিষ্ট (যথাকালে, যথাসময়ে, যথাস্হানে); 4 দৃষ্টান্তস্বরূপ বা উদাহরণস্বরূপ (দ্বীপ যথা-সিংহল)। [সং. যদ্ + থা (প্রকারার্থে)]। ̃ .কথঞ্চিত্ ক্রি-বিণ. 1 যে-কোনো রকমে; 2 কষ্টেসৃষ্টে। ̃ .কর্তব্য বিণ. ক্রি-বিণ. কর্তব্য অনুযায়ী, কর্তব্য অনুসারে। ̃ .কালে, ̃.সময়ে ক্রি-বিণ. উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে। ̃ .ক্রমে ক্রি-বিণ. ক্রমানুসারে, পরপর, পরম্পরা অনুসারে। ̃ .জ্ঞান ক্রি-বিণ. জ্ঞান অনুসারে। ̃ .তথা ক্রি-বিণ. যেখানে-সেখানে, যত্রতত্র। ̃ দিষ্ট বিণ. আদেশানুরূপ। ক্রি-বিণ. যেমন আদেশ করা হয়েছে, আদেশানুসারে। ̃ .নিয়ম, ̃.বিধি বিণ. ক্রি-বিণ. বিধি বা নিয়ম অনুযায়ী। ̃ .নির্দিষ্ট বিণ. যেমন স্হিরীকৃত বা আদিষ্ট। ̃ নু-পূর্ব বিণ. ক্রি-বিণ. যথাক্রমে, পরপর, ক্রম অনুসারে। ̃ .ন্যায় ক্রি-বিণ. বিণ. ন্যায্য, সংগত। ̃ .পূর্ব বিণ. ক্রি-বিণ. পূর্ববত্, আগের মতো। ̃ যথা পূর্বং তথা পরম্ অবস্হা পূর্বের মতোই, অর্থাত্ কোনো পরিবর্তনই হয়নি। ̃ .বত্ বিণ. ক্রি-বিণ. বিধি অনুযায়ী আগের মতো, অপরিবর্তিত। ̃ .বিধি, ̃.বিহিত বিণ. ক্রি-বিণ. নিয়মানুযায়ী বিধান অনুসারে (যথাবিহিত সম্মানপ্রদর্শন)। ̃ ভি-মত বিণ. ক্রি-বিণ. ইচ্ছানুরুপ। ̃ .যথ বিণ. 1 পরম্পরা অনুযায়ী 2 ঠিকঠিক, নির্ভুল (যথাযথ বর্ণনা)। ̃ .যথ-ভাবে ক্রিবিণ. ঠিকভাবে, নির্ভুলভাবে। ̃ .যোগ্য বিণ. ঠিক, যথোচিত (যথাযোগ্য ব্যবস্হা)। ̃ .য় ক্রি-বিণ. যেখানে। ̃ .রীতি বিণ. ক্রি-বিণ. প্রচলিত রীতি বা আচার অনুযায়ী, প্রথামতো। ̃ .রুচি বিণ. ক্রি-বিণ. পছন্দ অনুযায়ী। ̃ .লাভ বি. যত্কিঞ্চিত্ বা অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ। ̃ .শক্তি, ̃.সাধ্য বিণ. ক্রি-বিণ. ক্ষমতানুযায়ী। ̃ .শাস্ত্র বিণ. ক্রি-বিণ. শাস্ত্রীয় বিধান অনুযায়ী। ̃ .সম্ভব বিণ. ক্রি. বিণ. যতদূর সম্ভব হতে পারে বা ঘটতে পারে (যথাসম্ভব ভালো, যথাসম্ভব দ্রুত)। ̃ .সর্বস্ব বি. সবকিছু, ধনসম্পদ (যথাসর্বস্ব দিয়েও চেষ্টা করব)। ̃ .স্হান বি. উপযুক্ত বা নির্দিষ্ট স্হান। ̃ .স্হিতি বিণ. প্রকৃত, সত্য। ক্রি-বিণ. যথার্থভাবে। 9)
যোগাড়
(p. 728) yōgāḍ় দ্র জোগাড়। 38)
যিনি
(p. 726) yini সর্ব. (সম্ভ্রমে) যে ব্যক্তি (যিনি সকল কাজের কাজী: রবীন্দ্র, যিনি জানেন তিনি বলবেন)। [সং. যঃ]। বহুবচনে যাঁরা। 48)
যাই
(p. 723) yāi 2 ক্রি. গমন করি (এবার তবে যাই)। [বাং. √ যাওয়া]। যাও অনু-ক্রি. গমন করো। 57)
যন্ত্র
(p. 723) yantra বি. 1 মেশিন, কল (বৈদ্যুতিক যন্ত্র); 2 শিল্পদ্রব্যাদি নির্মানের হাতিয়ার (ছুতোরের যন্ত্র); 3 বৈজ্ঞানিক সরঞ্জাম (তাপমান যন্ত্র); 4 সংগীত সাধনার উপকরণ, বাদ্য (বাদ্যযন্ত্র, যন্ত্রসংগীত); 5 জীবদেহের ক্রিয়াসাধক অঙ্গ (হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র); 6 জাঁতা; 7 (তন্ত্রশাস্ত্রে) দেবতাদের অধিষ্ঠানচক্র অর্থাত্ আসনের রেখাঙ্কন; ̃ (জ্যোতিষ.) গ্রহাদির অবস্হানচিত্র; 9 (আল.) যে ব্যক্তিকে কার্যদ্ধারের জন্য হাতিয়ারস্বরূপ ব্যবহার করা হয়। [সং. √ যন্ত্র্ + অ]। ̃ .কুশল বিণ. যন্ত্রাদির ব্যবহারে প়টু। বি. ̃ .কৌশল। ̃ .তন্ত্র, ̃ .পাতি বি. যন্ত্রসমূহ, যন্ত্রঅনুরূপ অন্যান্য সরঞ্জাম। ̃ .দানব বি. জীবনযাত্রায় যন্ত্রের অতিরিক্ত প্রধান্যের জন্য দানব হিসাবে কল্পিত যন্ত্র। ̃ .বত্ বিণ. যন্ত্রের মতো কাজ করে এমন। ̃ .বিদ (-বিদ্) বিণ. বি. যন্ত্রের গঠন ও ব্যবহার সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি, যন্ত্রবিশারদ। ̃ .বিদ্যা, ̃ .বিজ্ঞান বি. যন্ত্র নির্মাণব্যবহারের বিদ্যা, mechanics, mechanical engineering. ̃ .যুগ বি. যে যুগে মানুষের জীবনযাত্রায় যন্ত্র বিশেষ প্রাধান্য লাভ করেছে। ̃ .শালা বি. যে ঘরে যন্ত্রের দ্বারা কাজ চলে, মেশিনঘর। ̃ .শিল্পী বি. 1 যন্ত্রাদি প্রয়োগে বা নির্মাণে দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তি, মেকানিক, এঞ্জিনিয়ার; 2 বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ব্যক্তি। ̃ .সংগীত বি. বাদ্যযন্ত্র সহযোগে সংগীত। ̃ স্হ বিণ. (বইপত্র) ছাপার কাজ চলছে এমন, শীঘ্রই ছেপে বেরোবে এমন। 21)
যজ-মান
যোধ
(p. 728) yōdha বি. 1 যুদ্ধ; 2 যোদ্ধা। [সং. √ যুধ্ + অ]। 54)
যামার্থ
(p. 726) yāmārtha দ্র যাম। 41)
যন্মাত্র
(p. 723) yanmātra ক্রি-বিণ. অব্য. যেইমাত্র, যখনই। [সং. √ যদ্ + মাত্র]। 27)
যব-নিকা
(p. 723) yaba-nikā বি. পর্দা রঙ্গমঞ্চের পটাবরণ, drop-scene (যবনিকা-উত্তোলন, যবনিকা পতন)। [সং. যবনী + ক আ]। ̃ .পতন, ̃ .পাত বি. 1 নাটকাভিনয়ের শেষে পর্দা পড়া; 2 (আল.) সমাপ্তি, পরিসমাপ্তি (গল্পের এখানেই যবনিকাপতন হল)। 33)
যায়2
(p. 726) yāẏa2 ক্রি. গমন করে (দিন যায়)। [বাং. √.যাওয়া]। 45)
যোজক
(p. 728) yōjaka বি. (ভূগো.) দুই বৃহত্ স্হলভাগের মধ্যে সংযোগ স্হাপন করে এমন সংকীর্ণ স্হলভাগ, isthmus. বিণ. সংযোগকারী। [সং. √ যুজ্ + ণিচ + অক]। 46)
যব1
(p. 723) yaba1 বি. 1 ধান বা গমজাতীয় শস্যবিশেষ; 2 বুড়ো আঙুলে যবের মতো রেখাবিশেষ; 3 পরিমাণবিশেষ (1 যব = 1/4 ইঞ্চি)। [সং. যু + অ]। 28)
যোঝা-যুঝা
(p. 728) yōjhā-yujhā ও জুঝা -র চলিত রূপ। যোঝাযুঝি দ্র জোঝাজুঝি। 48)
যাচা2
(p. 726) yācā2 ক্রি. যাচাই করা, পরীক্ষা দ্বারা মূল্য নির্ধারণ করা। [যাচা1 দ্র]। ̃ ই বি. অনুসন্ধানের দ্বারা দ্রব্যাদির মূল্য বা উত্কর্ষ নিরূপণ (দর যাচাই করা, সোনা যাচাই করা)। ̃ নো ক্রি. বি. যাচাই করানো। বিণ. উক্ত অর্থে। 2)
যস্য
(p. 723) yasya বিণ. (বর্ত. আদা.) যার। [সং. যদ্ + ষ্ঠীর একবচন]। 54)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534981
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140514
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730756
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942949
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838499
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us