Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শয়ে শয়ে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শয়ে শয়ে এর বাংলা অর্থ হলো -

(p. 772) śaẏē śaẏē বিণ. অনেক, বহুসংখ্যক (শয়ে শয়ে লোক)।
ক্রি-বিণ. বহু সংখ্যায় (শয়ে শয়ে আসছে)।
[বাং. শ শত]।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শিক্ষা
(p. 776) śikṣā বি. 1 চর্চা অভ্যাস প্রভৃতির দ্বারা আয়ত্তীকরণ (অস্ত্রশিক্ষা, অসিশিক্ষা, সীবনশিক্ষা); 2 বিদ্যাভ্যাস, অধ্যয়ন (বিজ্ঞানশিক্ষা); 3 জ্ঞানার্জন, বিদ্যার্জন (শিক্ষার অগ্রগতি); 4 উপদেশ, নির্দেশ (শাস্ত্রের শিক্ষা, এই গল্প পড়ে কী শিক্ষা পেলে?); 5 অভিজ্ঞতা, জ্ঞান (জীবনে অনেক শিক্ষাই পেয়েছি); 6 আক্কেল, তিক্ত অভিজ্ঞতা (পরোপকার করতে গিয়ে খুব শিক্ষা পেয়েছি); 7 দণ্ড, শাস্তি (লোকটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার); 8 (সং.) উচ্চারণবিষয়ক বেদাঙ্গ গ্রন্হবিশেষ। [সং. √ শিক্ষ্ + অ + আ]। ̃ কর বি. দেশের বা রাজ্যের মধ্যে শিক্ষাদানের ব্যবস্হা করার জন্য সরকারকে প্রদেয় কর বা খাজনা। ̃ কেন্দ্র বি. শিক্ষাদানগ্রহণের স্হান। ̃ গুরু, ̃ দাতা (-তৃঃ বি. শিক্ষক। ̃ দীক্ষা বি. 1 শাস্ত্রাদি অধ্যয়নমন্ত্রগ্রহণ; 2 বিদ্যার্জন ও আচরণ, লেখাপড়াস্বভাব। ̃ ধীন বিণ. শিক্ষানবিশ, এখনও শিক্ষা লাভ করছে এমন। ̃ নবিশ বিণ. বি. (প্রধানত কারিগরি বিদ্যার) শিক্ষার্থী; যে কাজ শিখছে। ̃ প্রণালী বি. শিক্ষার অর্থাত্ শিক্ষাদানের পদ্ধতি। ̃ বিদ বিণ. বি. শিক্ষা সম্বন্ধে জ্ঞান আছে এমন। ̃ ব্রতী বিণ. বি. শিক্ষাই যাঁর জীবনের ব্রত, শিক্ষায় নিবেদিত মন। ̃ মূলক বিণ. 1 শিক্ষাসংক্রান্ত; 2 শিক্ষাপ্রদ। ̃ য়তন বি. শিক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল কলেজ ইত্যাদি। শিক্ষিত বিণ. শিক্ষাপ্রাপ্ত (শিক্ষিত মন); বিদ্বান; শিক্ষা করা হয়েছে এমন। স্ত্রী. শিক্ষিতা। 56)
শোভ-মান
শস্প, শস্পাবৃত
(p. 773) śaspa, śaspābṛta যথাক্রমে শষ্প ও শষ্পাবৃত -র বানানভেদ। 19)
শাবক, শাব
(p. 773) śābaka, śāba বি. বাচ্চা, ছানা। [√ সং. শব্ + অ, ক]। 66)
শৌদ্র
(p. 786) śaudra বিণ. 1 শূদ্র-সম্বন্ধীয়; 2 শূদ্রের পক্ষে বিহিত বা উচিত এমন; 3 শূদ্রসুলভ। [সং. শূদ্র + অ]। 17)
শমন
শিরো-রোগ
(p. 779) śirō-rōga বি. মাথার যন্ত্রণা, শিরঃপীড়া। [সং. শিরস্ + রোগ]। 21)
শীর্ষ
শোলা
(p. 786) śōlā বি. 1 জলজ উদ্ভিদবিশেষ; 2 উক্ত উদ্ভিদের পলকা ও নরম কাঠ (শোলা শিল্প)। [হি. সোলা]। 3)
শরা, সরা
(p. 772) śarā, sarā বি. মাটির তৈরি অগভীর পাত্র বা হাঁড়ি-কলসির ঢাকনি। [সং. শরাব, সরাব]। 11)
শ্রৌত
শৃঙ্গী2
(p. 784) śṛṅgī2 (-ঙ্গিন্) বিণ. শৃঙ্গযুক্ত। বি. 1 পর্বত; 2 বৃক্ষ। [সং. শৃঙ্গ + ইন্]। 7)
শোণ
(p. 784) śōṇa বি. 1 রক্তের বর্ণ; 2 রক্ত; 3 নদবিশেষ। বিণ. রক্তবর্ণ, লাল। [সং. √ শোণ্ + অ]। শোণিমা বি. রক্তিমা, লাল আভা। 46)
শীত
(p. 779) śīta বি. 1 হিমঋতু, (সাধারণ মতে) পৌষ ও মাঘ মাসব্যাপী কাল (শীতের পাখি, এবার শীতে বাইরে যাব); 2 হিম, ঠাণ্ডাভাব (বেশ শীত পড়েছে); 3 ঠাণ্ডাবোধ, শীতলবোধ (শীত করছে)। বিণ. 1 শীতল, ঠাণ্ডা, হিমযুক্ত ('শীত চন্দনপঙ্কে': রবীন্দ্র); 2 শীতঋতুর উপযুক্ত (শীতবস্ত্র)। [সং. √ শ্যৈ + ত]। শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া। শীত কাটা ক্রি. বি. 1 শীতঋতুর অবসান হওয়া; 2 ঠাণ্ডাবোধ দূর হওয়া। শীত কাটানো ক্রি. বি. 1 শীতঋতু অতিবাহিত বা যাপন করা (এবার তারা হরিদ্বারে শীত কাটাবে); 2 ঠাণ্ডাবোধ দূর করা। ̃ কাঁটা বি. (হঠাত্) শীতার্ত হওয়ার ফলে গায়ে রোমাঞ্চ। ̃ কাতুরে বিণ. শীতে সহজেই কাতর হয় এমন, শীত সহ্য করতে পারে না এমন। ̃ তাপ-নিয়ন্ত্রণ বি. কৃত্রিম উপায়ে ঠাণ্ডা বা তাপ নিয়ন্ত্রিতকরণ, air-conditioning. ̃ তাপ-নিয়ন্ত্রিত বিণ. air conditioned. ̃ প্রধান বি. শীতের প্রাবল্যবিশিষ্ট; যেখানে শীত বেশিদিন (বা বছরের অধিকাংশ সময় ধরে) স্হায়ী হয় (শীতপ্রধান দেশ)। ̃ বস্ত্র বি. শীতনিবারক বা শীতকালের উপযোগী কাপড়চোপড়; পশমের বা উলের জামাকাপড়, গরম জামাকাপড়। শীতাগম বি. শীত ঋতুর আবির্ভাব। শীতাতপ বি. শীত-গ্রীষ্ম; ঠাণ্ডা ও গরম। শীতাতপ-নিয়নিত্রণ - শাততাপনিয়ন্ত্রণ -এর অনরূপ। শীতাধিক্য বি. শীতের প্রাবল্য। শীতার্ত, শীতালু বিণ. ঠাণ্ডায় পীড়িত বা কাতর, শীতকাতুরে। শীতোষ্ণ বিণ. ঠাণ্ডা ও গরম। 53)
শেবধি, সেবধি
(p. 784) śēbadhi, sēbadhi বি. 1 কুবেরের নিধি বা ধন; 2 গচ্ছিত ধন বা ঐশ্চর্য (বিদ্যাই ব্রাহ্মণের সেবধি)। [সং. √ সেব্ + ধা + ই]। 19)
শাক
শামলা2
শীলন
(p. 781) śīlana বি. চর্চা, অনুশীলন, অভ্যাস। [সং. √ শীল্ + অন]। 7)
শ্রাবক
(p. 786) śrābaka বি. 1 শ্রবণকারী, শ্রোতা; 2 শিষ্য; 3 বৌদ্ধ গৃহস্হ। [সং. √ শ্রু + অক]। 64)
শ্যামা2
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577945
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185737
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785834
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027092
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901176
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848155
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708635
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620332

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us