Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সহর্ষ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সহর্ষ এর বাংলা অর্থ হলো -

(p. 820) saharṣa বিণ. হর্ষযুক্ত, সানন্দ, আহ্লাদিত।
[সং. সহ + হর্ষ]।
সহর্ষে ক্রি-বিণ. আনন্দের সঙ্গে, হর্ষের সঙ্গে (সহর্ষে মিলিত)।
42)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


স্হান
(p. 849) shāna বি. 1 স্হল, জায়গা, ঠাঁই (স্হানত্যাগ, বাসস্হান); 2 অঞ্চল, দেশ, প্রদেশ (তীর্থস্হান, গোরস্হান); 3 আশ্রয় (কোথাও তার স্হান নেই); 4 আধার, পাত্র (ভরসাস্হান); 5 বিষয়, ক্ষেত্র (শোকস্হান, ভয়স্হান); 6 তীর্থ, পীঠ, অধিষ্ঠানক্ষেত্র (বাবা তারকনাথের স্হান); 7 পদ, পরিবর্ত (তত্স্হানে); 8 বাসস্হান, আলয়, আবাস (হিংস্র পশুর স্হান)। [সং. √ স্হা + অন]। ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. স্বীয় অবস্হানস্হল বা বাসভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছে এমন। ̃ পরিবর্তন বি. জায়গা-বদল; বাসস্হান-বদল। স্হানাঙ্ক বি. (গণি.) co-ordinate. স্হানান্তর বি. অন্য স্হান। স্হানান্তরিত বিণ. ভিন্ন স্হানে নীত; এক কর্মস্হান থেকে বদলি হয়ে ভিন্ন কর্মস্হানে নিযুক্ত। স্ত্রী. স্হানান্তরিতা। স্হানাভাব বি. জায়গায় কমতি। স্হানিক বি. (প্রাচীন ভারতে) কোনো স্হানের অধ্যক্ষ। বিণ. স্হানীয়। স্হানী (-নিন্) বিণ. স্হানযুক্ত; স্হিতিশীল। স্হানীয় বিণ. 1 (নির্দিষ্ট) স্হানসম্বন্ধীয়; 2 (নির্দিষ্ট) স্হানের; 3 স্হানবিশেষে সীমাবদ্ধ (স্হানীয় সাক্ষী, স্হানীয় অভাব-অভিযোগ); তুল্য (পুত্রস্হানীয়)। স্হানীয় কাল local time. স্হানে অস্হানে নির্বিচারে যোগ্যঅযোগ্য স্হানে। স্হানে স্হানে ক্রি-বিণ. বিভিন্ন স্হানে। 7)
সিদ্ধান্ত
সালং-কার
সংলগ্ন
(p. 796) saṃlagna বিণ. সংযুক্ত, লাগানো আছে এমন, লাগাও (বাড়িগুলি গায়ে গায়ে সংলগ্ন)। [সং. সম্ + লগ্ন]। বি. ̃ তা। সংলগ্নী-করণ বি. সংযুক্ত করা। 4)
সম্প্রদান
সময়
(p. 808) samaẏa বি. 1 কাল, বেলা (পাঁচটার সময়, সন্ধ্যার সময়); 2 ফুরসত, অবসর (কথা বলবারও সময় নেই); 3 উপযুক্ত বা নির্দিষ্ট কাল (এখন আমার সময় হয়নি, সময়ের কাজ সময়ে করা, খাবার সময় হয়েছে); 4 সুযোগ (সময় বুঝে কাজ করা); 5 আমল, যুগ (অশোকের সময়); 6 দিনকাল (সময়টা খারাপ); 7 সুদিন (সময়ের বন্ধু); 8 অন্তিমকাল (বুড়োর সময় হয়েছে); 9 আয়ুষ্কাল (সময় ফুরোলে সবাই মরবে); 1 রীতি, প্রথা, প্রচলন (কবিসময় প্রসিদ্ধি)। [সং. সম্ + √ ই + অ]। ̃ নিষ্ঠ বিণ. নির্দিষ্ট সময়ে কাজ করে বা আসে এমন, punctual. বি. ̃ নিষ্ঠা। সময়-সময়, সময়ে সময়ে ক্রি-বিণ. কখনো কখনো, মাঝে মাঝে ('ভেঙে পড়ে সময়-সময়': বিষ্ণু.)। ̃ সারণি বি. সময়জ্ঞাপক নির্ঘণ্ট বা তালিকা, timetable. ̃ সেবী (-বিন্), ̃ সেবক বিণ. সময় বুঝে স্বীয় মত ও কর্মপ্রণালীর পরিবর্তন করে এমন, সুবিধাবাদী। সময়ান্তর বি. ভিন্ন সময়। সময়াভাব বি. সময়ের অভাব। সময়োচিত, সময়োপ-যোগী (-গিন্) বিণ. বিশেষ এক সময়ের পক্ষে উচিত বা উপযুক্ত (সময়োচিত পদক্ষেপ)। 60)
সফরী, সফর2
(p. 806) sapharī, saphara2 বি. পুঁটিমাছ। [সং. সফ (শফ) + √ রা + অ + ঈ]। অগভীর জলে সফরী ফরফরায়তে 1 অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেড়ায়; 2 (আল.) সামান্য বিদ্যার অধিকারীরাই বিদ্যা জাহির করে বেশি। 41)
সমা-হরণ
স্যমীক
(p. 855) syamīka বি. 1 বল্মীক, উই; 2 বৃক্ষবিশেষ। [সং. √ স্যম্ + ঈ + ক]। 34)
সহজ
(p. 820) sahaja বি. 1 সহোদর, এক জননীর গর্ভোত্পন্ন ভ্রাতা; 2 স্বভাব (সহজসাধন)। বিণ. 1 সহজাত; 2 স্বাভাবিক (সহজ শোভা, সহজ বুদ্ধি, সহজপটুতা); 3 (বাং.) অনায়াসসাধ্য; সোজা (সহজ কাজ); 4 স্পষ্ট, বুঝতে কষ্ট হয় না এমন (সহজ কথা, সহজ অঙ্ক); 5 সিধা, সরল, (সহজভাবে কথা বলা); 6 অনায়াসগম্য (সহজ পথ); 7 অকপট, খোলামেলা (সহজসরল লোক)। [সং. সহ + √ জন্ + অ]। ̃ গম্য বিণ. 1 সহজে যাওয়া যায় এমন; 2 সহজে বোঝা যায় এমন। ̃ জ্ঞান বি. জন্মগত জ্ঞান। ̃ পাচ্য বিণ. সহজে হজম হয় এমন (সহজপাচ্য খাদ্য)। ̃ প্রবৃত্তি বি. জন্মগত প্রবৃত্তি, সহজাত সংস্কার, instinct (বি. প.)। ̃ বোধ্য বিণ. সহজে বোঝা যায় এমন। ̃ লভ্য বিণ. সহজে পাওয়া যায় এমন। ̃ সাধ্য বিণ. যা অনায়াসে সম্পন্ন করা যায়। সহজার্থ বি. শব্দের অভিধাগত অর্থ; সাধারণ অর্থ; মুখ্যার্থ। ̃ সহজিয়া বি. সহজমতে এবং সহজস্বরূপকে লাভ করবার জন্য যারা সাধনা করে (বৌদ্ধসহজিয়া, বৈষ্ণবসহজিয়া)। [সং. সহজ + বাং. ইয়া]। সহজে ক্রি-বিণ. 1 কষ্ট না করে, অনায়াসে (সহজে পারে); 2 একটুতে, অল্পে, সামান্য কারণে বা চেষ্টায় (সহজে রাগা, সহজে ভোলানো)। 37)
স্তব
স্বখাত
(p. 849) sbakhāta বিণ. নিজেই খনন করেছে এমন। [সং. স্ব + খাত]। ̃ সলিল বি. 1 নিজের দ্বারা খনন-করা জলাশয়ের জল; 2 (আল.) স্বীয় কৃত কর্মের ফল (স্বখাত-সলিলে ডুবে মরা)।
সাইন-বোর্ড
সবাই
(p. 808) sabāi দ্র সব। 12)
সর্দার
সিকি
(p. 833) siki বি. 1 চার আনা মূল্যের মুদ্রা; 2 চার আনা; 3 চতুর্থাংশ। বিণ. চতুর্থাংশ-পরিমিত (সিকি ভাগ)। [ফা. আ. সিক্কহ্]। 5)
সমাচ্ছন্ন
সন্দংশ, সন্দংশিকা, সন্দংশী
(p. 803) sandaṃśa, sandaṃśikā, sandaṃśī বি. (যা সম্যক দংশন করে এই অর্থে) সাঁড়াশি, চিমটে, জাঁতি ইত্যাদি যন্ত্র। [সং. সম্ + √ দন্শ্ + অ, ক + আ, ঈ]।
সট
সম্পন্ন
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577852
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185609
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785702
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026750
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901124
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848125
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708612
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620245

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us