Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জগন্ময় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জগন্ময় এর বাংলা অর্থ হলো -

(p. 311) jaganmaẏa বিণ. বিশ্বব্যাপক।
বি. পরমেশ্বর।
[সং. জগত্ + ময়]।
জগন্ময়ী বিণ. (স্ত্রী.) বিশ্বব্যাপিনী।
বি. (স্ত্রী.) বিশ্ব জুড়ে বিরাজ করছেন এমন শক্তি; আদ্যাশক্তি; পরমেশ্বরী।
37)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জিনা
(p. 325) jinā ক্রি. (কাব্যে) জয় করা, জিতে নেওয়া ('জিনিব আজিকার রণে')। [প্রাকৃ. √ জিন সং. √ জি]। 16)
জীমূত
(p. 327) jīmūta বি. 1 মেঘ; 2 পর্বত। [সং. জী (=জীবন, জল) + √ মূ (ধারণ বা বদ্ধ করা) + ত]। ̃ নাদ, ̃ মন্দ্র বি. মেঘগর্জন, মেঘের ডাক। ̃ বাহন বি. ইন্দ্র। 17)
জনপ্রবাদ, জনপ্রাণী, জনপ্রিয়, জনবহুল
(p. 312) janaprabāda, janaprāṇī, janapriẏa, janabahula দ্র জন। 49)
জের
জিরা1
(p. 325) jirā1 ক্রি. জিরানো, বিশ্রাম করা। [আ. জিরিয়ান্]।
জান1
(p. 322) jāna1 বি. 1 দৈবজ্ঞ, গণক; 2 সর্বজ্ঞ। [সং. জ্ঞান-তু. বাং. জানা]। 6)
জুদা
(p. 327) judā বিণ. পৃথক, তফাত। [ফা. জুদাহ্]। 38)
জাব
জন্ম
(p. 312) janma (-ন্মন্) বি. 1 মাতৃগর্ভ থেকে বার হওয়া, ভূমিষ্ঠ হওয়া; 2 উত্পত্তি, সৃষ্টি, আবির্ভাব (পৃথিবীর জন্ম, খনিতে মণির জন্ম); 3 দেহধারণ (মনুষ্যজন্ম); 4 দেহাশ্রিত অবস্হা (জন্মজন্মান্তর); 5 জীবনকাল (জন্ম গেল খেটে খেটে)। [সং. √ জন্ + মন্]। জন্ম-এয়োতি, জন্ম-এয়োস্ত্রী বি. চিরসধবা। জন্ম কাটা, জন্ম যাওয়া ক্রি. বি. জীবন অতিবাহিত হওয়া। ̃ কুণ্ডলী বি. (জ্যোতিষ) জন্মকালীন রাশিচক্র। ̃ গত বিণ. সহজাত, জন্ম থেকে প্রাপ্ত (জন্মগত অভ্যাস বা সংস্কার)। ̃ গ্রহণ বি. ভূমিষ্ঠ হওয়া, মাতৃগর্ভ থেকে বার হওয়া; উত্পত্তি। ̃ জন্ম বি. প্রতি জন্ম, যতবার জন্ম বা আবির্ভাব ঘটবে। ̃ জন্মান্তর বি. এই জন্ম ও পরবর্তী অন্যান্য জন্ম। ̃ জয়ন্তী বি. বিশিষ্ট ব্যক্তির জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত উত্সব। ̃ তিথি বি. জন্মকালীন তিথি। ̃ দ, ̃ দাতা (-তৃ) বি. পিতা, জনক। স্ত্রী. ̃ দা, ̃ দাত্রি। ̃ দান বি. উত্পাদন। ̃ দুঃখী বিণ. চিরদিন দুঃখভোগ করে এমন। স্ত্রী. ̃ দুঃখিনী। ̃ নক্ষত্র বি. জন্মের সময় যে নক্ষত্রের প্রভাব সর্বাধিক। ̃ পত্র, ̃ পত্রিকা বি. কোষ্ঠী। ̃ বৃত্তান্ত বি. জন্মের কাহিনী; জীবনকালের কাহিনী। ̃ ভূমি বি. যে ভূমিতে বা দেশে জন্ম হয়েছে, মাতৃভূমি। ̃ শাসন বি. জন্মনিয়ন্ত্রণ, birth control. ̃ শোধ ক্রি-বিণ. জন্মের মতো, চিরদিনের মতো। জন্মে ক্রি-বিণ. 1 জন্ম থেকে, জন্মাবধি; 2 সারা জীবনে (জন্মেও সে একটা সত্যি কথা বলল না)। 74)
জলা
(p. 312) jalā বি. জলময় নিম্নভূমি, বিল। বিণ. জলময় ও নিচু; জলে ডুবে থাকে এমন (জলাভূমি, জলাজায়গা)। [সং. জল + বাং. আ]। ̃ ভূমি বি. নিচু জলা জায়গা। 158)
জাহ্নবী
(p. 324) jāhnabī বি. জহ্নুমুনির কন্যা, গঙ্গাদেবী। [সং. জহ্নু + অ + ঈ]। 26)
জল্প
জেল্লা
জ্বালা-মুখী
(p. 331) jbālā-mukhī বি. পাঞ্জাবের একটি পীঠস্হান। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ (প্রধান) + ঈ]। 45)
জীবনী
জম্পেশ, জম-পেশ
(p. 312) jampēśa, jama-pēśa বিণ. উত্তম, তোফা; খুব উপভোগ্য; জমিয়ে করা হয় এমন (আজ বেশ জম্পেশ করে খাওয়া হল)। [দেশি]। 116)
জোলা2
(p. 330) jōlā2 বি. মুসলমান তাঁতি। [ফা. জুলাহ]। স্ত্রী. ̃ নি। 25)
জগন্ত
(p. 320) jaganta বিণ. জেগে আছে এমন, জাগ্রত্, জাগ্রত। তু. বিপ. ঘুমন্ত [বাং. জাগা + অন্ত]। 12)
জোত্র, (কথ্য) জোত্তর
(p. 330) jōtra, (kathya) jōttara বি. 1 জো, সুযোগ, উপায় (শরীরটা তেমন জোত্তর লাগছে না); 2 সংস্হান। [সং. যোত্র]। 13)
জিত্তল
(p. 324) jittala বিণ. দীর্ঘকাল বেঁচে থাকে এবং জলে জিইয়ে রাখা যায় এমন (জিত্তল মাছ)। বি. 1 মাছবিশেষ, শিঙি মাছ; 2 গাছবিশেষ (জিত্তলের ডাল)। [সং. জীব জি + ওয়াল ওল]। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614709
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227916
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839813
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us