Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নয়1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নয়1 এর বাংলা অর্থ হলো -

(p. 447) naẏa1 বি. 1 নীতি; 2 ন্যায়শাস্ত্র; 3 শাস্ত্রবিহিত আচরণ।
[সং. √ নী + অ]।
জ্ঞ,বিত্
(-বিদ্) বিণ. নীতিজ্ঞ, নীতিশাস্ত্রজ্ঞ।
জ্ঞান
বি. রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি-এই তিন শাস্ত্রের জ্ঞান।
50)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নাস1
(p. 454) nāsa1 বি. 1 নস্য; 2 নস্যের মতো টেনে নেবার জিনিস (জলের নাস)। [সং. নস্য]। ̃ দান, ̃ দানি বি. নস্য রাখার ছোট পাত্র, নস্যির ডিবে। 93)
ন্যাংড়া
(p. 481) nyāṇḍ়ā বিণ. (আঞ্চ. কথ্য) খোঁড়া, ল্যাংড়া। [সং. লঙ্গ + বাং. ড়া]। বি. ল্যাংড়া আম। 29)
না৩
(p. 451) nā3 অব্য. বি. বৈপরীত্য বা নিষেধসূচক (যাব না, ' যেওনা যেওনা ফিরে': রবীন্দ্র); 2 আপত্তি বা অমতসূচক (তার সবকিছুতেই না); 3 অনুরোধ বা আদেশসূচক ('আমায় থাকতে দে না': রবীন্দ্র; চিঠিটা পড়েই দেখ না); 4 সংশয়, সন্দেহ বা অনিশ্চয়তাসূচক (রোদ উঠবে না?); 5 আধিক্যসূচক (সেখানে কত-না মজা); 6 প্রশ্নসূচক বা বিস্ময়সূচক (বেড়াতে যাবে না? সে কি আজও যাবে না?); 7 অভাবসূচক (আমার না আছে টাকা না আছে জমি); 8 অথবা, কিংবা (কিছুই নেই, না অন্ন না বস্ত্র); 9 বিনা, ব্যতীত (না বুঝে কাজ কোরো না); 1 স্বকথিত প্রশ্নউত্তরের সংযোগবাচক (অর্থ কী? না অনর্থের মূল); 11 ছড়ায় বা গানে স্বার্থে (একই অর্থে) প্রযুক্ত ('কোন না কোন কাম করে') [সং. ন]। ̃ বাচক, ̃ ধর্মী বিণ. না বোঝায় এমন, negative. 11)
নিশীথ
(p. 473) niśītha বি. 1 অর্ধরাত্রি; 2 গভীর রাত্রি ('নিশীথ শয়নে': রবীন্দ্র); 3 রাত্রি ('নিশীথে কী কয়ে গেল': রবীন্দ্র)। বিণ. গভীর ('নিশীথ রাতের প্রাণ': রবীন্দ্র)। [সং. নি + √ শী + থ]। 32)
নিবারণীয়, নিবার্য
(p. 461) nibāraṇīẏa, nibārya বিণ. বারণ বা নিষেধ করতে হবে এমন, বারণ করা উচিত এমন; দমনীয়; রোধ করা বা নিবৃত্ত করা উচিত এমন। নিবারা ক্রি. (কাব্যে) নিবারণ করা ('নিবারিব শোক তব': মধু)। নিবারিত বিণ. নিবারণ করা হয়েছে এমন। 73)
নিরাকৃতি2
(p. 467) nirākṛti2 বিণ. আকারহীন। [সং. নির্ + আকৃতি]। 19)
নৈসর্গিক
নর2
(p. 447) nara2 বি. 1 মানুষ (নরদেহ, নরকঙ্কাল); 2 পুরুষ মানুষ (নরনারী); 3 ঋষিবিশেষ; 4 (বাং.) বিণ. মর্দা (নর হরিণ)। [সং. √ নৃ + অ]। স্ত্রী. নারী। ̃ কঙ্কাল বি. মানবদেহের অস্হিময় কাঠামো। ̃ কপাল বি. মড়ার খুলি, মড়ার মাথা। ̃ খাদক বিণ. মানুষ খায় এমন। বি. মানুষথেকো পশু, রাক্ষস ইত্যাদি। ̃ দেব বি. মানুষরূপী দেবতা, ব্রাহ্মণ। ̃ নারায়ণ বি. 1 পৌরাণিক ঋষিদ্বয় যাঁরা শ্রীকৃষ্ণঅর্জুনরূপে জন্মগ্রহণ করেছিলেন; 2 নররূপী নারায়ণ, মানুষের রূপে নারায়ণ বা পরমেশ্বর, শ্রীকৃষ্ণ। ̃ পতি বি. নৃপতি, রাজা। ̃ পশু বি. পশুবত্ হৃদয়হীন আচরণকারী মানুষ। ̃ পিশাচ বি. পিশাচের মতো হিংস্রজঘন্য প্রবৃত্তিবিশিষ্ট মানুষ। ̃ পুঙ্গব বি. মানবশ্রেষ্ঠ। ̃ মুণ্ড বি. মানুষের মাথা। ̃ মেধ বি. প্রাচীন যজ্ঞবিশেষ যাতে মানুষ বলি দেওয়া হত। ̃ লোক বি. মর্ত্যধাম, পৃথিবী। ̃ সমাজ বি. মানুষের সমাজ; মানবসম্প্রদায়। ̃ সিংহ, ̃ হরি, নৃসিংহ বি. 1 মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের আকৃতি এবং কোমরের নিম্নাংশ সিংহের আকৃতিবিশিষ্ট বিষ্ণুর অবতারবিশেষ; নৃসিংহ অবতার; নরশ্রেষ্ঠ। ̃ সুন্দর বি. নাপিত। 64)
নির্বল
(p. 468) nirbala বিণ. বলহীন, দুর্বল, শক্তিহীন। [সং. নির্ + বল]। 83)
নাগরিকা2
(p. 452) nāgarikā2 বি. নাগরী, প্রণয়িনী ('আড়াল থেকে রঙ্গনিপুণ নাগরিকার প্রায়': সু. দ.)। [সং. নাগর + ক + আ]। 26)
নাব্য
(p. 454) nābya বিণ. 1 নৌকা জাহাজ প্রভৃতি চালাবার পক্ষে উপযুক্ত, নৌবাহনসাধ্য; 2 নৌকাদি জলযানে যা পার হওয়া যায় (নাব্য নদী)। [সং. নৌ + য]। বি. ̃ তা। 42)
নিষ্ক্রিয়
নারিকেল, (কথ্য) নারকেল, নারকোল
নিষ্ফল
(p. 475) niṣphala বিণ. 1 ফলহীন, ফল ধরে না এমন (নিষ্ফল গাছ); 2 বিফল, ব্যর্থ, পণ্ড (নিষ্ফল তর্ক, নিষ্ফল প্রয়াস); 3 অনর্থক, অকারণ (নিষ্ফল পূলক, নিষ্ফল আক্রোশ)। [সং. নির্ + ফল]। বি. ̃ তা। নিষ্ফলা বিণ. (স্ত্রী.) ফলহীনা; বন্ধ্যা। 39)
নাকি1, না কি
(p. 452) nāki1, nā ki অব্য. প্রশ্ন, সন্দেহ, অনুমান প্রভৃতি ভাবব্যঞ্জক-নয় কি, তাই কি, সত্য কি (তুমি না কি চলে যাচ্ছে? 'তোমার নাকি মেয়ের বিয়ে': সু. রা.)। [তু. সং. কিংনু বাং. কিনা]। 8)
নরা-নর1
(p. 447) narā-nara1 এর বিকৃত রূপ ('নরা গজা বিশে শয়': খনার বচন)। 69)
নউই
(p. 443) nui বি. মাসের নয় তারিখ। বিণ. (মাস সম্বন্ধে) নয় তারিখের (নউই চৈত্র)। [বাং. নয় + ই]। 10)
নাকছাবি
(p. 451) nākachābi দ্র নাক2
নল
নিধন2
(p. 461) nidhana2 বিণ. ধনহীন, নিঃস্ব। [বাং. নি (=নাই) + ধন (বহু.)]। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535207
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140669
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730977
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943165
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883667
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838534
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696750
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us