Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বড়ু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বড়ু এর বাংলা অর্থ হলো -

(p. 575) baḍ়u বি. (অপ্র.) ব্রাহ্মণসন্তান, দ্বিজ (বড়ু চণ্ডীদাস)।
[সং. বটু]।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাগ্দেবী
(p. 591) bāgdēbī দ্র বাগ্দেবী। 73)
বৈকৃত
(p. 644) baikṛta বিণ. 1 বিকৃত; 2 বিভত্স; 3 ঘৃণার্হ। [সং. বিকৃতি + অ]। ̃ কাম বিণ. বিকৃত বা বীভত্স যৌন বাসনাসম্পন্ন (তু. ইং. sex pervert)। 7)
বিছানো
(p. 611) bichānō দ্র বিছা2। 22)
বুদ্ধ
বচ
(p. 573) baca বি. ঝাল বা কটু কন্দবিশেষ। [সং. বচা]। 56)
বিভাবন
বিজলি, (বর্জি.) বিজলী
বসাইত, বসাইয়া, বসাইল
(p. 580) basāita, basāiẏā, basāila যথাক্রমে বসা ক্রিয়ার বসাত, বসিয়ে এবং বসাল রূপের পুরোনো এবং 'সাধু' রূপ। 220)
বিশাই
বহেড়া,
বিষয়
(p. 627) biṣaẏa বি. 1 ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ, ভোগ্য বস্তু (বিষয়বাসনা); 2 সম্পত্তি (বিষয়-আশয়); 3 পাত্র, আস্পদ (উপহাসের বিষয়, সে এখন সবার আলোচনার বিষয়); 4 (বিরল) অধিকারভুক্ত স্হান; 5 জেলা; 6 আলোচ্য বা বর্ণনীয় বস্তু (প্রবন্ধের বিষয়); 7 কারণ, হেতু (শোকের বিষয়); 8 সম্বন্ধীয় ব্যাপার (এই ঘটনার বিষয়ে কিছু বলো)। [সং. বি + √ সি + অ]। ̃ আশয় বি. ধনসম্পত্তি। ̃ ক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিষয় শব্দের রূপ, সম্পর্কিত, সংক্রান্ত (নীতিবিষয়ক, জ্ঞানবিষয়ক)। ̃ কর্ম বি. বৈষয়িক বা সাংসারিক কাজ; সম্পত্তি রক্ষণাবেক্ষণের বা পরিচালনার কাজ। ̃ জ্ঞান বি. 1 কাণ্ডজ্ঞান, বাস্তবজ্ঞান; 2 সম্পত্তি ইত্যাদি সম্পর্কে জ্ঞান। ̃ তৃষ্ণা, ̃ বাসনা, ̃ লালসা বি. ধনসম্পত্তির বা সাংসারিক সুখভোগের লোভ। ̃ পরায়ণ বিণ. ধনসম্পদের প্রতি আসক্ত; ঘোর সংসারী। ̃ বস্তু বি. আলোচ্য বা বক্তব্য পদার্থ, মূল আলোচ্য বিষয় (রচনার বিষয়বস্তু)। ̃ বিতৃষ্ণা, ̃ বৈরাগ্য বি. ধনসম্পত্তি প্রভৃতি ভোগে অনিচ্ছা বা ঔদাসীন্য। ̃ বুদ্ধি বি. বৈষয়িক বা সাংসারিক জ্ঞান, বিষয়-আশয় পরিচালনার বুদ্ধি। ̃ সূচি বি. আলোচ্য ব্যাপারসমূহের ধারাবাহিক তালিকা। বিষয়ান্তর বি. অন্য বিষয়। বিষয়াসক্তি বি. ধনসম্পত্তির বা ভোগ্যবস্তুর প্রতি আকর্ষণ। বিষয়ী (-য়িন্) বিণ. 1 বিষয়াসক্ত; 2 সম্পত্তিশালী। বি. (দর্শ.) 1 আত্মা; 2 জ্ঞাতা; 3 ইন্দ্রিয়। বিষয়ীভূত বিণ. (আলোচনাদির) বিষয়ের অন্তর্ভুক্ত। 39)
বাট্টা
(p. 596) bāṭṭā বি. ক্রয়-বিক্রয়ের সময় প্রকৃত মূল্যের যে-অংশ বাদ বা ছাড় দেওয়া হয়, ধরাট, discount. [হি. বট্টা]। 17)
বুক-পোস্ট
ব্যাপী
বিচার
(p. 610) bicāra বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায়অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)। [সং. বি + √ চর্ + অ]। ̃ ক, ̃ কর্তা (-র্তৃ), ̃ পতি বি. যিনি বিচার করেন; জজ। ̃ ক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ। ̃ ণ, ̃ ণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা। ̃ ণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)। ̃ ফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত। ̃ বিবেচনা বি. বিশেষভাবে চিন্তাবিচার। ̃ বিহীন, ̃ শূন্য বিণ. 1 ন্যায়বিচার-রহিত; 2 অবিবেচক। ̃ বুদ্ধি বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা। ̃ ব্যবস্হা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতিনিয়মকানুন। ̃ সাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য। বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা ('বিচারিল মনে')। বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য। বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ। বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত। বিচারী (-রিন্) বিণ. বিচারকারী। বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়। 16)
বর-বটি
বিকম্পন
(p. 605) bikampana বি. অতিশয় কম্পন, খুব কাঁপুনি। [সং. বি + √ কম্প্ + অন]। 79)
বিশ্রম্ভ
বর্গ
(p. 580) barga বি. 1 দেশ, জাতি (প্রাণীবর্গ); 2 সমূহ (মনুষ্যবর্গ); 3 গণ (স্বজনবর্গ); 4 বর্ণমালার স্পর্শবর্ণসমূহের শ্রেণি (ক-বর্গ, ত-বর্গ); 5 (গণি.) সমান দুই রাশির গুণ (বর্গফল); 6 গ্রন্হের ভাগ বা অধ্যায় (গ্রন্হের প্রথম বর্গ)। [সং. √ বৃজ্ + অ]। ̃ কিলো-মিটার বি. আয়তনের পরিমাণবিশেষ, square kilometer. ̃ ক্ষেত্র বি. যে ক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্হ সমান, square. ̃ গজ বি. square-yard.̃ ফল বি. একটি সংখ্যাকে তার সমান রাশি দ্বারা গুণনের ফল। ̃ ফুট বি. square foot. ̃ মাইল বি. square mile. ̃ মিটার বি. square meter. ̃ মূল বি. নিজদ্বারা গুণিত হয়ে যে রাশি কোনো রাশি উত্পন্ন করেছে, বর্গের মূল সংখ্যা। বর্গাকার বিণ. দৈর্ঘ্যপ্রস্হ সমান এমন (বর্গাকার ক্ষেত্র)। বর্গীয়, বর্গ্য বিণ. বর্গসম্বন্ধীয়। বর্গীয় বর্ণ (ব্যাক.) বি. ক থেকে ম পর্যন্ত পাঁচটি বর্গে বিভক্তি যে কোনো বর্ণ। 85)
বিছুরা, বিছুরানো
(p. 611) bichurā, bichurānō ক্রি. (ব্রজ.) 1 বিস্মৃত হওয়া; 2 ত্যাগ করা। [ সং. বি + √ স্মৃ]। 24)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577867
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185649
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785744
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026885
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901143
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620283

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us