Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বরেণ্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বরেণ্য এর বাংলা অর্থ হলো -

(p. 580) barēṇya বিণ. 1 বরণীয়, সম্মানের যোগ্য (দেশবরেণ্য নেতা, বরেণ্য অতিথি); 2 প্রার্থনীয়।
[সং. বৃ + এণ্য]।
83)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ব্যপ-নয়ন
বর
(p. 580) bara বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্রপাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্রপাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। 28)
বুলেট
(p. 633) bulēṭa বি. বন্দুকের গুলি। [ইং. bullet]। 50)
বাণেশ্বর
বিভুঁই
(p. 621) bibhum̐i বি. বিদেশ। [সং. বি (=ভিন্ন) + বাং. ভূঁই ( সং. ভূমি)]। 47)
বাশুলি
বার-দুয়ারি
(p. 602) bāra-duẏāri দ্র বারো। 7)
বৈচিত্র, বৈচিত্র্য
(p. 644) baicitra, baicitrya বি. 1 বিচিত্রতা, নানারূপতা; 2 বিচিত্র শোভা বা সৌন্দর্য। [সং. বিচিত্র + অ, য]। ̃ হীন বিণ. কোনো বৈচিত্র্য নেই এমন; একঘেয়ে। 12)
বাতেলা, বাতেল্লা, বাত্তেলা
(p. 596) bātēlā, bātēllā, bāttēlā বি. (কথ্য) বড়ো বড়ো কথা, গালভরা কথা; দম্ভপূর্ণ কথা। [বাং. বাত1]।
বেটে
(p. 633) bēṭē বি. 1 দড়ির গোলাকার বাণ্ডিল; মোটা দড়ি বা কাছি। [হি. বটা]। 148)
বিভজ্য-মান
(p. 621) bibhajya-māna বিণ. বিভক্ত করা হচ্ছে এমন (বিভজ্যমান সম্পত্তি)। [সং. বি + √ ভজ্ + শানচ্]। 27)
ব্যব-হার
(p. 648) byaba-hāra বি. 1 আচরণ (বন্ধুর মতো ব্যবহার); 2 আইন (ব্যবহারজীবী); 3 মামলা, মোকদ্দমা; 4 প্রয়োগ (ওষুধ ব্যবহার); 5 কাজে প্রয়োগ (জিনিসটা ব্যবহার করে দেখো); 6 বিষয়কর্ম; 7 (বিরল) বাণিজ্য; 8 (আঞ্চ.) উপহার, লৌকিকতার জন্য প্রদত্ত বস্তু। [সং. বি + অব + √ হৃ + অ]। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিস্টার প্রভৃতি আইনজীবী। ̃ দেশক বি. আটর্নি বা সলিসিটর (স.প.)। ̃ বিধি বি. 1 আইনশাস্ত্র; 2 স্মৃতিশাস্ত্র; 3 কোনো জিনিসের প্রয়োগবিধি। ̃ যোগ্য বিণ. ব্যবহার করা বা কাজে লাগানো যায় এমন, ব্যবহার্য। ̃ শাস্ত্র বি. 1 আইনগ্রন্হ; 2 স্মৃতিগ্রন্হ। ব্যাবহারিক, ব্যবহারিক বিণ. 1 প্রয়োগ বা ব্যবহার সম্বন্ধীয়, কাজে লাগানো যায় এমন, applied; 2 আইনবিষয়ক; 3 সাংসারিক (ব্যাবহারিক জীবন); 4 (দর্শ.) অবাস্তব অথচ ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন (ব্যাবহারিক সত্য)। ব্যবহর্তব্য, ব্যবহার্য বিণ. ব্যবহারযোগ্য; ব্যবহার করতে হবে এমন। ব্যব-হর্তা (-র্তৃ) বিণ. 1 ব্যবহারকারী; 2 বিচারক। ব্যব-হৃত বিণ. ব্যবহার করা হয়েছে এমন। 39)
বিঘাত
বেশি
(p. 642) bēśi বি. 1 আধিক্য (বেশি চাই না, এর আর কমবেশি কী?); 2 অধিকাংশ পরিমাণ (বেশিটাই নষ্ট হয়ে গেছে)। বিণ. অধিক, খুব (বেশি কথা, বেশি গরম)। [ফা. বেশ + বাং. ই]। 42)
বাঁওয়া
(p. 591) bām̐ōẏā বি. (আঞ্চ.) প্রধানত বাঁ-হাত দিয়ে কাজ করে এমন, ন্যাটা। [বাং. বাঁ + উয়া]। কথ্য বেঁয়ো। 4)
বেদি-তব্য
(p. 633) bēdi-tabya বিণ. 1 নিবেদনযোগ্য; 2 জ্ঞাতব্য, জানা আবশ্যক এমন (বেদিতব্য বিষয়)। [সং. √ বিদ্ + তব্য]। 198)
বদ
(p. 575) bada বিণ. 1 খারাপ, মন্দ (বদগন্ধ); 2 অসত্ (বদ সঙ্গ, বদ বুদ্ধি); 3 রুক্ষ, রূঢ় (বদমেজাজ); 4 দূষিত (বদরক্ত); 5 ভিন্ন, অন্য ('বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন উড়ে যায়')। [ফা. বদ]। ̃ খত বিণ. 1 হাতের লেখা ভালো নয় এমন; 2 বেয়াড়া, দুষ্টু। ̃ খেয়াল বি. অসত্ প্রবৃত্তি। ̃ জবান বি. কুবাক্য, গালি। ̃ জাত, ̃ জাতি যথাক্রমে বজ্জাতবজ্জাতি -র মূল রূপ। ̃ নাম বি. দুর্নাম, অখ্যাতি, অপযশ। ̃ নেশা বি. খারাপ নেশা বা অভ্যাস। ̃ বু বি. বাজে গন্ধ, দুর্গন্ধ। ̃ বুদ্ধি বি. অসত্ বুদ্ধি; দুষ্ট বুদ্ধি। ̃ ভ্যাস বি. খারাপ বা ক্ষতিকর অভ্যাস। ̃ মতলব বি. বদবুদ্ধি -র অনুরূপ। ̃ মাশ, ̃ মায়েশ, ̃ মাইশ বিণ. দুষ্ট, দুর্বৃত্ত। বি. ̃ মাশি, ̃ মায়েশি, ̃ মাইশি। ̃ মেজাজ বি. রুক্ষ বা উগ্র মেজাজ। বিণ. উগ্র বা রুক্ষ মেজাজযুক্ত। ̃ মেজাজি বিণ. বদমেজাজবিশিষ্ট। ̃ রং বি. 1 বেরং বা ভিন্ন রঙের তাস; 2 খারাপ রং। বিণ. বিবর্ণ। ̃ রসিকতা বি. স্হূল বা কুরুচিপূর্ণ রসিকতা। ̃ রাগি বিণ. রগচটা, একটুতেই রেগে যায় এমন, বদমেজাজি। ̃ হজম বি. অজীর্ণ, হজম না হওয়া। 43)
বিরল
(p. 621) birala বিণ. 1 কদাচিত্ ঘটে বা দেখা যায় এমন (এমন দেশপ্রেম বিরল, বিরল ঘটনা); 2 ফাঁকযুক্ত, অনিবিড় (বিরলদন্ত); 3 অতি অল্প (জনবিরল, বিরল প্রয়োগ)। বি. (বাং.) নির্জন স্হান ('বসিয়া বিরলে': চণ্ডী)। [সং. বি + √ রা + অল]। বি. ̃ তা। ̃ কেশ বিণ. মাথায় চুল নেই বা কম এমন (বিরলকেশ বৃদ্ধ)। 98)
বৈদেশিক
(p. 644) baidēśika দ্র বিদেশ। 32)
বিচিত
(p. 610) bicita দ্র বিচয়। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614721
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227926
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839846
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098906
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649146

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us