Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আয়ুষ্টোম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আয়ুষ্টোম এর বাংলা অর্থ হলো -

(p. 103) āẏuṣṭōma বি. দীর্ঘায়ু লাভের জন্য অনুষ্ঠিত যজ্ঞ।
[সং. আয়ুঃ + স্তোম]।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আরভ-মাণ
(p. 104) ārabha-māṇa বিণ. 1 আরম্ভ করা হচ্ছে এমন; 2 আরম্ভ করছে এমন। [সং. আ + √রভ্ + মান (শানচ্)]। 11)
আহব1
(p. 111) āhaba1 বি. যুদ্ধ, সংগ্রাম। [সং. আ + √ হ্বে +অ]। 13)
আস্তর, আস্তরণ
(p. 110) āstara, āstaraṇa বি. 1 শয্যা; 2 শয্যার আচ্ছাদন বা চাদর; 3 গালিচা, শতরঞ্চি প্রভৃতি আসন; 4 হাতির পিঠে পাতবার জন্য চিত্রিত আচ্ছাদন। [সং. আ + √ স্তৃ + অ, অন]। 19)
আঙুর
(p. 82) āṅura বি. সবুজ রঙের ছোট গোল ফলবিশেষ যা খাওয়া হয় আবার যা থেকে মদও প্রস্তুত হয়; দ্রাক্ষা, grapes. [ফা. আঙ্গুর্]। 77)
আখ্যান
(p. 82) ākhyāna দ্র আখ্যা। 34)
আমল
(p. 101) āmala বি. 1 সময়, যুগ, কাল (ঠাকুরদার আমল, হাল আমল); 2 রাজত্বকাল, শাসনকাল (আকবরের আমল); 3 অধিকার ('কটকে হইল আলিবর্দির আমল': ভা. চ.); 4 প্রশ্রয়; গুরুত্ব (কথায় আমল না দেওয়া)। আমল দেওয়া ক্রি. বি. গ্রাহ্য করা, গুরুত্ব দেওয়া। ̃ নামা বি. জমি ইত্যাদিতে দখল দেওয়ার জন্য লিখিত আদেশ। আমলে আনা ক্রি. বি. 1 গ্রাহ্য করা (কারও কথাই আমলে আনে না); 2 কোনো কাজ হাতে নেওয়া বা আরম্ভ করা। 26)
আছাড়
(p. 85) āchāḍ় বি. জোরে পড়ে যাওয়া, মাটিতে বা নীচে জোরে পতন; পা পিছলে বা অন্য কারণে মাটিতে পড়ে যাওয়া। [আ. আসর্]। আছাড় খাওয়া ক্রি. বি. পা পিছলে পড়ে যাওয়া। 23)
আদ্যা
আষাঢ়
আতর2
(p. 85) ātara2 বি. (বিরল) খেয়ার ভাড়া, পারানির কড়ি ('আতর সঞ্চিত নাই বঞ্চিত সাঁতারে': কৃ. ম)। [সং. আ + √ তৃ + অ]। 118)
আপন
(p. 95) āpana বিণ. নি়জ, স্বীয়, নিজের; আত্মীয় (আপনজন)। [সং. আত্মন্]। ̃ .কার সর্ব. বিণ. আপনার; নিজের। ̃ .জন বি. নিজের লোক; আত্মীয়। ̃ .পর বি. আত্মীয়- অনাত্মীয়; সত্রু-মিত্র। ̃ .ভোলা বিণ. উদাসীন, নিজের সুখশান্তি সম্বন্ধে খেয়াল নেই এমন; আত্মহারা; তন্ময়। ̃ .মনে ক্রি- বিণ. নিজে নিজে; নিজের মনে; বাইরের সবকিছু সম্বন্ধে নির্লিপ্ত থেকে। ̃ .সর্বস্ব বিণ. স্বার্থপর; কেবল নিজের কথাই ভাবে এমন। ̃ .হারা বিণ. আত্মভোলা; আপনভোলা। আপনার পায়ে কুড়ুল মারা ক্রি. বি. নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা। 46)
আস্তীক-আস্তিক1
আট
(p. 85) āṭa বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ̃ ই বি. মাসের 8 তারিখ। বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ̃ .কড়াইয়া, ̃ .কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ̃ .কপালিয়া, ̃ .কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ̃ .কপালি। আট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ̃ ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ̃ চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ̃ চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ̃ ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ̃ পহর, ̃ পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ̃ পিঠা, ̃ পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ̃ পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ̃ প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ̃ ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক। 59)
আনু-ষঙ্গ
(p. 95) ānu-ṣaṅga বিণ. আনুষঙ্গিক; গৌণ, মূল বিষয়ের সঙ্গে যুক্ত। [সং. অনুষঙ্গ + অ] 11)
আঁতড়ি
আগু
(p. 82) āgu বি. 1 প্রথম; পূর্ব (আগু থেকে); 2 গোড়া, সামনের দিক (আগুপিছু)। বিণ. অগ্রবর্তী; সামনে বা আগে রয়েছে এমন। ক্রি-বিণ. আগে, প্রথমে ('আগু গিয়া রাবণের গলে দিব ফাঁস': কৃত্তি)। [সং. অগ্র]। ̃ তে ক্রি-বিণ. প্রথমে, আগে। ̃ .পাছ, ̃ .পিছু ক্রি-বিণ. 1 অগ্রপশ্চাত্, ভূত-ভবিষ্যত্ (আগুপিছু বিবেচনা করা); 2 ইতস্তত (আগুপিছু করা)। আগু বাড়া-আগ দ্র। ̃ .য়ান, ̃ .সার বিণ. এগিয়ে আছে এমন, অগ্রসর, অগ্রবর্তী। 63)
আয়ত্ত
(p. 101) āẏatta বিণ. 1 অধীন, অধিকৃত; 2 অধিগত ('সমস্ত ঘটনাই মানববুদ্ধির আয়ত্ত নহে': শরত্); 3 কবলিত (দৈবায়ত্ত, করায়ত্ত)। বি. অধিকার (আয়ত্তের বাইরে, আয়ত্তে আনা)। [সং. আ + যত + ত]। বি. আয়ত্তি, ̃ তা। আয়ত্তাধীন (বাং. প্র.) বিণ. আয়ত্ত; অধীন; অধিগত। 68)
আখেটক, আখেটিক
(p. 82) ākhēṭaka, ākhēṭika বি. ব্যাধ, শিকারি। [সং. আ + √ খিট্ + অক]। আখেটি বি. ব্যাধ। [তু. হি. আখেটী] 30)
আলুর দোষ, আলু-দোষ
আলাম
(p. 106) ālāma বি. দণ্ড, ধ্বজ, flagstaff. [ সং. আলম্ব]। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534730
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140254
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730413
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942591
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883504
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us