Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুরচি, কুড়চি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কুরচি, কুড়চি এর বাংলা অর্থ হলো -

(p. 198) kuraci, kuḍ়ci বি. উপক্ষারধারী বনৌষধিবিশেষ, কুটজ গাছ।
[সং. কুটজ]।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুলা2
(p. 199) kulā2 ক্রি. 1 প্রয়োজন মেটা (এ টাকায় কুলাবে না); 2 কার্যনির্বাহের পক্ষে যথেষ্ট হওয়া (আমার শক্তিতে কুলাবে না); 3 স্হান সংকুলান হওয়া (এখানে এত লোক কুলাবে না)। [বাং. √ কুল্ + আ]। ̃ নো, কুলনো ক্রি. কুলা অর্থে। বি. বিণ. কুলা অর্থে। 40)
কিপটে
(p. 190) kipaṭē বিণ. (কথ্য.) কৃপণ (কিপটে বুড়ো)। [সং. কৃপণ]। 15)
কয়েদ
(p. 166) kaẏēda বি. 1 জেল, ফাটক, হাজত (কয়েদে রাখা); 2 কারাদণ্ড (তিন মাস কয়েদ হল)। বিণ. কারারুদ্ধ (কয়েদ করা)। [আ. কইদ্, কয়েদ্]। কয়েদি, (বর্জি.) কয়েদী বিণ. কয়েদে আটক। বি. কয়েদে আটক ব্যক্তি। 16)
কায়েত
(p. 181) kāẏēta বি. কায়স্হ। [সং. কায়স্হ প্রা. কায়ত্থ]। 121)
কাকা-তুয়া
(p. 177) kākā-tuẏā বি. শুক বা তোতাজাতীয় বড় কথা-বলা পাখিবিশেষ। [মাল. কাকাতুয়া]। 16)
কোঁচা2, কোঁচানো
(p. 209) kōn̐cā2, kōn̐cānō যথাক্রমে কুঁচা2কুঁচানো -র চলিত রূপ। 9)
কুখাদ্য
(p. 192) kukhādya বি. অখাদ্য, খাওয়া যায় না বা খাওয়া উচিত নয় এমন খাবার; নিষিদ্ধ খাদ্য। [সং. কু + খাদ্য]। 56)
কটকিনা, কটকেনা
(p. 156) kaṭakinā, kaṭakēnā বি. 1 নিয়মের বাঁধাবাঁধি বা কড়াকড়ি (শর্ত নিয়ে ওরা কটকিনা করছে); 2 মেয়াদি ইজারা বা লিজ; 3 প্রতিজ্ঞা (তার কটকিনা ভাঙা কঠিন)। [সং. কঠিন]। 65)
কালা-জ্বর
(p. 186) kālā-jbara বি. প্লীহারক্তাল্পতাযুক্ত জ্বররোগবিশেষ। [অসম. কালা আজর]। 42)
কপোত
কাতুরি
কর্তৃক
(p. 169) kartṛka অব্য. কর্তৃত্বে, দ্বারা (লেখক কর্তৃক স্বীকৃত)। [সং. কর্তৃ + ক]। 9)
কুদৃষ্টি
ক৩
(p. 156) ka3 বিণ. কয়, কত (ক-রকম, কখানি)। [বাং. কয়]। 4)
কুঁদুলি
(p. 192) kun̐duli বিণ. (স্ত্রী.) ঝগড়াটে (তার মতো কুঁদুলি মেয়ে সচরাচর দেখা যায় না)। [বাং. কোঁদল ( সং. কন্দল) + ইয়া এ + ই]। বিণ. (পুং.) কুঁদুলে। 41)
কমলিনী
(p. 164) kamalinī বি. 1 পদ্মিনী; 2 শ্রীরাধিকা, রাইকমলিনী; 3 পদ্মসমূহ; পদ্মের ঝাড়। [সং. কমল + ইন্ (দেশ বা সমূহ অর্থে) + ঈ]। 52)
কৃত্-কৌশল
(p. 202) kṛt-kauśala বি. কৌশল, কারিকুরি; কর্মপদ্ধতি। [ সং. কৃত + কৌশল]। 49)
কৃষ্ণ
(p. 205) kṛṣṇa বি. বিষ্ণুর অবতার; কানাই, শ্যাম। বিণ. 1 কালো বা নীল (কৃষ্ণবর্ণ, কৃষ্ণতিল); 2 অন্ধকারময় (কৃষ্ণরাত্রি, কৃষ্ণপক্ষ) [সং. √কৃষ্ + ন]। ̃. কথা বি. কৃষ্ণলীলা, কৃষ্ণবিষয়ক কাহিনী।) ̃. কলি বি. ফুলবিশেষ বা তার গাছ। ̃. কীর্তন বি. 1 কৃষ্ণবিষয়ক লীলাগান বা কাব্য; 2 বড়ু চণ্ডীদাসরচিত শ্রীকৃষ্ণের লীলাবিষয়ক (সংগীত) কাব্য। ̃. দ্বৈপায়ন বি. ব্যাসদেব। ̃. পক্ষ বি. প্রতিবাদ জানাবার জন্য বা শোকপ্রকাশের জন্য ব্যবহৃত কালো রঙ্গের পতাকা। ̃. প্রাপ্তি বি. মৃত্যু। ̃. বর্ত্মা (-র্ত্মন্) বি. 1 অগ্নি; 2 রাহু। ̃. ভক্ত বি. কৃষ্ণের অনুরাগী। ̃. যাত্রা বি. শ্রীকৃষ্ণের জীবন বা জীবনকাহিনী। ̃. সর্প বি. কালসাপ, কেউটে। ̃. সার, ̃. শার বি. মৃগবিশেষ। ̃. সারথি বি. কৃষ্ণ যাঁর রথের সারথি অর্থাত্ অর্জুন। ̃. সীস বি. গ্রাফাইট, graphite. ̃. কৃষ্ণা বি. (স্ত্রী.) 1 দ্রৌপদী; 2 দাক্ষিণাত্যের নদীবিশেষ। বিণ. (স্ত্রী.) কৃষ্ণবর্ণা। কৃষ্ণাগুরু বি. কালাগুরু, কৃষ্ণচন্দন। কৃষ্ণাজিন বি. কৃষ্ণসার মৃগের চামড়া। কৃষ্ণাভ বিণ. কালো আভাযুক্ত। কৃষ্ণাষ্টমী বি. ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি অর্থাত্ কৃষ্ণের জন্মতিথি। 11)
কাছানো
(p. 178) kāchānō ক্রি. নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, ঘনানো। [বাং. √ কাছা + আলো]। 15)
কষ্ট
(p. 174) kaṣṭa বি. 1 দুঃখ, ক্লেশ, যন্ত্রণা (কষ্টকর, কষ্টদায়ক); 2 পরিশ্রম, আয়াস, মেহনত (কষ্টার্জিত ধন); 3 অনটন (কষ্টে আছে)। [সং. √ কষ্ + ত]। ̃ কর বিণ. যন্ত্রণাদায়ক। কষ্ট করা ক্রি. বি. পরিশ্রম করা, মেহনত করা; ক্লেশ স্বীকার করা; দুঃখ বা যন্ত্রণা ভোগ করা। ̃ কল্পনা বি. সহজসাধ্য বা স্বাভাবিক নয় এমন কল্পনা। ̃ কল্পিত বিণ. কষ্ট করে, কল্পনা করা হয়েছে এমন। ̃ জীবী (-জীবিন্) বিণ. বহু কষ্টে দুঃখ ভোগ করে বেঁচে থাকে বা জীবিকা অর্জন করে এমন। ̃ লভ্য বিণ. কষ্ট করে লাভ করতে হয় এমন। ̃ দায়ক বিণ. কষ্টকর, যাতে কষ্ট বা যন্ত্রণা ভোগ হয় এমন। ̃ সহ, ̃ সহিষ্ণু বিণ. কষ্ট সহ্য করতে পারে এমন। ̃ সাধ্য বিণ. কষ্ট করে নির্বাহ বা সম্পাদন করতে হয় এমন, দুষ্কর। কষ্টার্জিত বিণ. বহু কষ্টে অর্জন করা হয়েছে এমন। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577799
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185526
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785610
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026555
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901100
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708596
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620169

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us