Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছেঁচড়া৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছেঁচড়া৩ এর বাংলা অর্থ হলো -

(p. 304) chēn̐caḍ়ā3 ক্রি. ছেঁচড়ানো; মাটির উপর দিয়ে ঘষটে যাওয়া বা চলা (ছেঁচড়ে ছেঁচড়ে চলেছে)।
[হিঁচড়া দ্র]।
নো ক্রি. হেঁচড়ানো, টেনে বা ঘষটাতে ঘষটাতে নিয়ে যাওয়া।
বি. বিণ. উক্ত অর্থে।
125)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছোবলা, ছোবলানো
(p. 304) chōbalā, chōbalānō যথাক্রমে ছুবলাছুবলানো -র চলিত রূপ। 165)
ছ1
ছত্র2
(p. 301) chatra2 বি. অক্ষর-পঙ্ক্তি, লাইন (দু-চার ছত্র লেখা)। [আ. সত্র্]। 25)
ছিনা2
(p. 304) chinā2 বি. 1 বুক, বক্ষঃস্হল; 2 বুকের পাটা বা বিস্তার, ছাতি। [ফা. সীনা]। 70)
ছিপ2
(p. 304) chipa2 বি. বাঁশের কঞ্চি থেকে প্রস্তুত মাছ ধরার লম্বা সরু দণ্ডবিশেষ (ছিপ ফেলে মাছ ধরা)। [দেশি]। 76)
ছবি1
(p. 301) chabi1 বি. 1 দ্যুতি, দীপ্তি (রবিচ্ছবি); 2 শোভা, কান্তি (মুখচ্ছবি)। [সং. √ ছো + ই]। 43)
ছুমন্তর
(p. 304) chumantara বি. 1 মন্ত্রতন্ত্র; 2 ঝাড়ফুঁক। [হি. ছু ( ফুঁ?) + মন্তর্ ( সং. মন্ত্র)]। 113)
ছোট, ছোটো
(p. 304) chōṭa, chōṭō বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড সং. ক্ষুদ্র]। ̃ খাট, ̃ খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ̃ বেলা - ছেলেবেলা -র অনুরূপ। ̃ মোটো - ছোটখাটো -র অনুরূপ। ̃ লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি - হাজরি দ্র। 155)
ছোঁকা
ছুছুন্দরি
ছিঁচকা1, (কথ্য) ছিঁচকে1
(p. 304) chin̐cakā1, (kathya) chin̐cakē1 বি. হুঁকোর নলচে ইত্যাদি সাফ করার জন্য লোহার সরু শিক বা শলাকা। [ফা. শিকচা]। 52)
ছিঁচকা2, (কথ্য) ছিঁচকে2
(p. 304) chin̐cakā2, (kathya) chin̐cakē2 বিণ. সামান্য জিনিস চুরি করে এমন, হাতের কাছে যা পায় তাই চুরি করে এমন (ছিঁচকে চোর)। [দেশি-তু. হি. উচক্কা]। 53)
ছুঁচালো, ছুঁচলো
(p. 304) chun̐cālō, chun̐calō বিণ. 1 সুচের ডগার মতো সরু ও তীক্ষ্ণাগ্র, সুচালো (ছুঁচলো পিন); 2 ক্রমশ আগার দিকে সরু হয়ে এসেছে এমন (ছুঁচলো দাড়ি)। [বাং. ছুঁচ ( সূচি) + আলো]। 93)
ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
ছাট
(p. 304) chāṭa বি. বায়ুতাড়িত জলের ধারা বা ছিটা (বৃষ্টির ছাট)। [সং. ছটা]। 2)
ছপ্পর
(p. 301) chappara বি. 1 আচ্ছাদন; 2 ছাদ। [হি.]। ছপ্পর ফুঁড়ে ক্রি-বিণ. 1 ছাদ ফুঁড়ে; 2 (আল.) আশাতীতভাবে। 42)
ছাড়
(p. 304) chāḍ় বি. 1 বাদ, ত্যাগ (এই শব্দটি ছাড় গেছে); 2 রেহাই, মুক্তি (কোনো ছাড় নেই); 3 মুক্তির বা যাওয়ার অনুমতি (ছাড়পত্র); 4 বিরাম, অবসর (একটু ছাড় পেয়েছি); 5 মূল্যহ্রাস (দামে ছাড়); 6 অনুমতিপত্র, ছাড়পত্র (একটা ছাড় লিখে দাও)। [ছাড়া দ্র]। 3)
ছল-ছল, ছলচ্ছল
ছাগল
ছুরিকা
(p. 304) churikā বি. ছুরি, ছোট ছোরা। [সং. √ ছুর্ + অ + ঈ + ক + আ]। ̃ ঘাত বি. ছুরির আঘাত (ছুরিকাঘাতে মৃত্যু)। 115)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614721
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227926
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839846
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098905
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649146

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us