Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রঞ্জন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  রঞ্জন এর বাংলা অর্থ হলো -

(p. 733) rañjana বি. 1 রং করা, রঞ্জিত করা (বস্ত্ররঞ্জন); 2 তুষ্টিসম্পাদন, আনন্দদান (মনোরঞ্জন, প্রজারঞ্জন)।
বিণ. 1 প্রীতিকর ('সুন্দর, হৃদিরঞ্জন তুমি': রবীন্দ্র); 2 আনন্দদায়ক (নয়নরঞ্জন রূপ)।
[সং. √ রঞ্জ্ + ণিচ্ + অন]।
রঞ্জক বিণ. 1 রংকারী, যে রঞ্জিত করে (রঞ্জকসাবান); 2 অনুরাগ-উত্পাদনকারী; 3 √ প্রীতিকর।
বি. রঞ্জকদ্রব্য।
স্ত্রী. রঞ্জিকা।
রঞ্জক-দ্রব্য বি. যে বস্তুর সাহায্যে রং করা হয়।
রঞ্জনী বিণ. (স্ত্রী.) 1 প্রীতিদায়িনী 2 যা দিয়ে রাঙানো হয় (নখরঞ্জনী)।
রঞ্জিত বিণ. 1 রঞ্জন করা হয়েছে এমন, সন্তোষিত 2 চিত্রিত (অরুণরাগরঞ্জিত)।
স্ত্রী. রঞ্জিতা।
28)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


রড়
(p. 733) raḍ় বি. (প্রা. কা.) ছুট, দৌড়। [দেশি]। 38)
রজত
রুজু2
রেউলা
(p. 748) rēulā বি. রাজ-অন্তঃপুর বা রাজ-অন্তঃপুরের মহল ('তোমার পৃথক্ রেউলা হইবে': ব. চ.) [মারা. রাউল]। 14)
রজ্জু
(p. 733) rajju বি. দড়ি। [সং. √ সৃজ্ + উ]। সর্পে রজ্জু ভ্রম স্হিরভাবে সাপকে পড়ে থাকতে দেখে তাকে রজ্জু বলে ভুল হওয়া। 25)
রাজ৪
(p. 738) rāja4 বি. বিণ. (সমাসে পূর্বপদে রাজন্ -শব্দের রূপ) 1 রাজা (রাজপদ, রাজকার্য); 2 শ্রেষ্ঠ জন; 3 সরকার, গভর্নমেন্ট (রাজনীতি); 4 প্রধান, মস্ত (রাজরোগ, রাজসাপ)। [সং. রাজন্]। ̃ কন্যা বি. রাজার মেয়ে। ̃ কবি বি. 1 দেশের রাজা কর্তৃক নিযুক্তসম্মানিত কবি; 2 দেশের শ্রেষ্ঠ কবি। ̃ কর বি. রাজাকে বা সরকারকে প্রদত্ত কর বা খাজনা, রাজস্ব। ̃ কর্ম (-র্মন্), ̃ কার্য বি. 1 রাজ্যশাসন; 2 সরকারি কাজ; 3 রাজার কর্তব্যকর্ম। ̃ কর্মচারী (-রিন্) বি. রাজা বা সরকার কর্তৃক নিযুক্ত বা শাসনকার্যে নিযুক্ত কর্মচারী; পদস্হ সরকারি চাকুরে। ̃ কুমার বি. রাজার ছেলে, রাজপুত্র। ̃ কুমারী বি. (স্ত্রী.) রাজার মেয়ে, রাজকন্যা। ̃ কুল বি. 1 রাজার বংশ; 2 নৃপতিবর্গ, নৃপতিসমূহ। ̃ কোষ বি. রাজকীয় ধনভাণ্ডার, ট্রেজারি। ̃ চক্রবর্তী (-র্তিন্) বি. সার্বভৌম রাজা, সম্রাট। ̃ চ্ছত্র, (চলিত) ̃ ছত্র বি. (প্রধানত ভারতে) রাজার মাথার উপর প্রসারিত ছাতা। ̃ টিকা বি. রাজ্যাভিষেকের সময় রাজার ললাটে অঙ্কিত তিলক। ̃ তক্ত বি. 1 সিংহাসন; 2 রাজপদ। ̃ তন্ত্র বি. 1 নৃপতি কর্তৃক শাসনব্যবস্হা বা রাজার দ্বারা শাসিত রাষ্ট্র monarchy; 2 রাজ্যশাসননীতি। ̃ তরু বি. সোঁদালগাছ। ̃ তিলক বি. রাজটিকা। দণ্ড বি. 1 রাজপদের নিদর্শনস্বরূপ রাজা যে-দণ্ড হাতে বহন করেন; 2 রাজবিধি-অনুযায়ী শাস্তি; 3 (জ্যোতিষ.) ললাটদেশের ঊর্ধ্বরেখা। ̃ দত্ত বিণ. নৃপতি কর্তৃক প্রদত্ত, রাজা দিয়েছেন এমন। ̃ দন্ত বি. দুই পাটির সামনের চারটি দাঁত। ̃ দম্পতি, ̃ দম্পতী বি. রাজা ও তাঁর পত্নী। ̃ দরবার বি. রাজসভা, রাজকার্য পরিচালনার জন্য রাজা যে-সভায় বসেন। ̃ দর্শন বি. রাজাকে দেখা; রাজার সঙ্গে সাক্ষাত্কার। ̃ দূত বি. 1 রাজা কর্তৃক প্রেরিত বা সরকারপ্রেরিত দূত বা সংবাদবাহক; 2 ভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংবাদ আদানপ্রদানের জন্য বা পারস্পরিক সম্পর্ক-বিনিময়ের জন্য নিয়ুক্ত রাজপুরুষ, ambassador. ̃ দ্বার বি. 1 রাজার দরবার, রাজসভা; 2 রাজার আদালত। ̃ দ্রোহ, ̃ দ্রোহিতা বি. প্রকাশ্যভাবে নৃপতির বা সরকারের (সচ. সশস্ত্র) বিরুদ্ধাচরণ। দ্রোহী (-হিন্) বিণ. বি. রাজদ্রোহকারী। ̃ ধর্ম বি. 1 রাজার কর্তব্য; 2 রাজার পালনীয় কর্তব্য; দেশশাসনপ্রজাপালন; 3 রাজার আচরিত ধর্ম। ̃ ধানী বি. রাজ্যশাসনের প্রধান কেন্দ্রস্হল বা প্রধান নগর; রাজ্যের যে-নগরে রাজা বাস করেন বা উচ্চতম সরকারি দফতর থাকে। ̃ নটী বি. রাজার আশ্রিতরাজার দ্বারা সম্মানিত নর্তকী। ̃ নন্দন বি. রাজপুত্র। ̃ নন্দিনী বি. রাজার মেয়ে, রাজকন্যা। ̃ নামা বি. রাজাদের নামের তালিকা বা বংশপরিচয়; রাজাদের বংশের ইতিহাস। ̃ পট্ট বি. 1 রাজাসন, রাজপাট; 2 রাজপদ; 3 রাজদত্ত সনদ; 4 কালোরঙের রত্নবিশেষ। ̃ পাট বি. রাজাসন, সিংহাসন। ̃ পুত্র বি. রাজার ছেলে। ̃ পুত্রী বি. রাজার মেয়ে। ̃ পুরী বি. রাজার বা শাসকের বাসভবন; রাজধানী। ̃ পুরুষ বি. 1 রাজকর্মচারী; 2 (প্রধানত উচ্চপদস্হ) সরকারি কর্মচারী। ̃ প্রাসাদ বি. রাজার বাসভবন। ̃ বংশ বি. রাজার বংশ, রাজা যেবংশে জন্মেছেন। ̃ বংশীয় বিণ. 1 রাজবংশসংক্রান্ত 2 রাজবংশে জাত (রাজবংশীয় পুরুষ)। স্ত্রী. ̃ বংশীয়া। &tilde বন্দি বি. 1 রাজার আদেশে কারারুদ্ধ ব্যক্তি; 2 রাজনৈতিক বন্দি। ̃ বাড়ি, ̃ বাটি বি. রাজার বাসভবন, রাজপ্রসাদ। ̃ বালা বি. রাজকন্যা। ̃ বিধি বি. রাজার বা সরকারের আইন। ̃ বিপ্লব বি. রাজ্যশাসনের প্রচলিতগতানুগতিক নিয়মের আমূল ও সর্বাত্মক পরিবর্তন। ̃ বৃক্ষ বি. কর্ণিকার, সোঁদাল গাছ। ̃ বেশ বি. রাজার বা রাজ্যের উপযুক্ত পোশাক ̃ ভক্ত বিণ. রাজার প্রতি অনুরক্ত, রাজার অনুগত। ̃ ভক্তি বি. রাজার প্রতি অনুরাগ বা আনুগত্য। ̃ ভবন বি. 1 রাজপ্রাসাদ; 2 রাজ্যের সর্বোচ্চ সরকারি পদাধিকারীর বাসভবন; 3 রাজ্যপালের বাসভবন। ̃ ভয় বি. নৃপতি বা সরকার কর্তৃক দণ্ডিত হবার ভয়। ̃ ভৃত্য বি. 1 রাজার চাকর; 2 রাজকর্মচারী। ̃ ভোগ বি. 1 রাজার যোগ্য খাদ্য বা ভোগ্য সামগ্রী 2 (বাং.) বৃহদাকার রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ̃ ভোগ্য বিণ. নৃপতি কর্তৃক উপভোগের যোগ্য। স্ত্রী. ̃ ভোগ্যা। ̃ মহিষী বি. নৃপতির প্রধান রানি যিনি রাজসম্মানের অংশভাগিনী পাটরানি। ̃ মান্য বি. প্রজাদের কাছ থেকে ভূস্বামীর প্রাপ্য উপঢৌকনাদি। মুকুট বি. 1 রাজার পদমর্যাদাসূচক শিরোভূষণ; 2 (আল.) সর্বাপেক্ষা গৌরবজনক পদ। ̃ রাজ বি. 1 রাজার রাজা, সম্রাট; 2 কুবের। ̃ রাজড়া বি. বিভিন্ন নৃপতিতত্সদৃশ মান্য ব্যক্তি। ̃ রাজেশ্বর বি. রাজার রাজা, সম্রাট। ̃ রাজেশ্বরী বি. (স্ত্রী.) 1 সম্রাজ্ঞী; 2 দশমহাবিদ্যার অন্যতমা; 3 শিবজায়া ভগবতী। ̃ রানি, (বর্জি.) ̃ রানী, (বর্জি.) ̃ রাণী বি. রাজমহিষী পাটরানি। ̃ লক্ষ্মী বি. রাজ্যের অধিষ্ঠাত্রীমঙ্গলকারিণী দেবী, রাজশ্রী। ̃ শক্তি বি. নৃপতি বা সরকারের শাসনশক্তি বা সৈন্যবল। ̃ শয্যা বি. রাজার বিছানা রাজার উপযুক্ত বিছানা। ̃ শেখর বি. রাজচক্রবর্তী সম্রাট। ̃ শ্রী বি. রাজলক্ষ্মী -র অনুরূপ। ̃ সদন বি. রাজপ্রাসাদ। সভা বি. রাজার দরবার। ̃ সভাসদ বি. মন্ত্রণাদি দানের জন্য যে ব্যক্তি রাজার দ্বারা নিযুক্ত হয়ে রাজসভায় বসে। ̃ সরকার বি. রাজার শাসন বা শাসনযন্ত্র, গভর্নমেন্ট। ̃ সাক্ষী বি. যে ফৌজদারি আসামি সরকার-পক্ষের হয়ে স্বীয় দলের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, approver. ̃ সিংহাসন বি. 1 রাজা রাজসভায় যে রাজাসনে বসেন; 2 রাজপদ। ̃ সেবা বি. রাজার সেবা বা পরিচর্যা; সরকারি বা রাজকীয় চাকরি। ̃ হস্তী (-স্তিন্) বি. 1 যে-হাতি রাজাকে বহন করে; 2 শ্রেষ্ঠ হাতি। 54)
রূপ-হীন
(p. 747) rūpa-hīna বিণ. (স্ত্রী.) 1 রূপ নেই এমন; 2 কুরূপা। [সং. রূপ + হীন + আ (স্ত্রী.)]। 34)
রাধা
রানি
রাষ্ট্র
(p. 743) rāṣṭra বি. 1 এক শাসনতন্ত্রের অধীন দেশ, স্বাধীন দেশ; 2 কোনো দেশের অংশ, রাজ্য, প্রদেশ। বিণ. (বাং.) (দেশময়) প্রচারিত, ঘোষিত, বিদিত (কথাটা রাষ্ট্র হয়ে গেছে)। [সং. রাজ্ + ষ্ট্র]। রাষ্ট্র করা ক্রি. বি. প্রচারিত করা। ̃ .দূত বি. রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে অন্য রাষ্ট্রে প্রেরিত দূত। ̃ .নায়ক বি. রাষ্ট্রের শাসক বা পরিচালক। ̃ .নীতি বি. রাষ্ট্র পরিচালনার বা শাসনের নীতি রাজনীতি। ̃ .নীতিক, (বাং. প্রয়োগ) ̃ .নৈতিক বিণ. রাজনীতিমূলক রাজনীতিবিষয়ক। ̃ .পতি বি. 1 রাষ্ট্রের অধিপতি, নৃপতি; 2 ভারতীয় সাধারণতন্ত্রের নির্বাচিত পরিচালক, President. ̃ .প্রধান বি. রাষ্ট্রের শাসক বা অধিপতি; সংবিধান-অনুযায়ী কোনো রাষ্ট্রের প্রধান। ̃ .বিজ্ঞান বি. রাষ্ট্রের উত্পত্তি, বিকাশপরিচালন-বিষয়ক বিদ্যা, political science. ̃ .বিপ্লব বি. 1 রাষ্ট্রের শাসনতন্ত্রের সর্বাত্নক পরিবর্তন (ফরাসি বিপ্লব); 2 রাষ্ট্রের আভ্যন্তরীণ যুদ্ধবিগ্রহাদি, গৃহযুদ্ধ। ̃ .ভাষা বি. রাষ্ট্রের সরকারি ভাষা। ̃ .মন্ত্রী বি. কোনো সরকারের মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী অপেক্ষা কম মর্যাদাক্ষমতাসম্পন্ন মন্ত্রী। ̃ .সংঘ, ̃.সঙ্ঘ বি. বিশ্বশান্তি প্রতিষ্ঠাঅক্ষুণ্ণ রাখার জন্য গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের সংস্হাবিশেষ, UNO. রাষ্ট্রিক, রাষ্ট্রীয় বিণ. 1 রাষ্ট্রসম্বন্ধীয় (রাষ্ট্রিক প্রয়োজন, রাষ্ট্রীয় মর্যাদা); 2 রাষ্ট্রের দ্বারা পরিচালিত (রাষ্ট্রীয় বিদ্যালয়)। 22)
রান্না
রজন
(p. 733) rajana বি. 1 পাইন জাতীয় গাছের নির্যাস থেকে তারপিন তেল নিষ্কাসনের পর যে অংশ থাকে তা শুকিয়ে প্রস্তুত পদার্থবিশেষ 2 বেহালা এসরাজ সারেঙ্গি প্রভৃতির ছড়ে উক্ত গাছের শুকনো ও জমাট যে-আঠা ঘষা হয়। [ইং. rosin]। 22)
রসম
(p. 736) rasama বি. রীতি, নিয়ম, আচার, ধারা। [আ. রসম]। 34)
রিমেক
(p. 743) rimēka বি. পুরোনো গান ইত্যাদির নতুন সংস্করণ বা রূপায়ণ। [ইং. remake, remaking]। 62)
রাজাসন
(p. 741) rājāsana বি. 1 রাজার আসন বা পদ 2 সিংহাসন। [সং. রাজ4 + আসন]। 35)
রুজু1
(p. 743) ruju1 বিণ. দায়ের, দাখিল, উপস্হাপিত (মামলা রুজু করা)। [আ.]। 89)
রসদ
রোচ্য
(p. 750) rōcya বিণ. ভালো লাগার বা রুচিকর হওয়ার যোগ্য। [সং. √ রুচ্ + য]। 11)
রায়ট
(p. 743) rāẏaṭa বি. দাঙ্গা। [ইং. riot]। 15)
রেড়ি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839834
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856847
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719465
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us