Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যাচ্ঞা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যাচ্ঞা এর বাংলা অর্থ হলো -

(p. 726) yācñā বি. প্রার্থনা, যাচনা।
[সং. √ যাচ্ + ন + আ]।
যাচ্য, যাচ্যমান দ্র যাচন2।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যন্ত্রিত
(p. 723) yantrita বিণ. 1 দমিত, শাসিত; 2 সংযমিত; 3 বদ্ধ; 4 মুদ্রিত, ছাপা হয়েছে এমন। [সং √ যন্ত্র্ + ত]। 25)
যান্ত্রিকতা
(p. 726) yāntrikatā বি. নিছক যন্ত্রের মতো বিবেচনাহীনভাবে নিয়মরক্ষা। [সং. যান্ত্রিক + তা]। 28)
যাচন1
(p. 723) yācana1 বি. যাচাই। [যাচা2 দ্র]। ̃ .দার বিণ. যাচাই করে দেখে এমন। 62)
যক
যুগি
যৌগ
(p. 728) yauga বি. দুই বা তার বেশি উপাদানে গঠিত পদার্থ, যৌগিক পদার্থ, compound. [সং. যোগ + অ]। 59)
যমানি, যমানিকা, যবানি
(p. 723) yamāni, yamānikā, yabāni বি. মশলাবিশেষ, জোয়ান। [ সং. যবানিকা]। 45)
যূথ
(p. 728) yūtha বি. পশুপাখির দল বা পাল। [সং. √ যু (=মিশ্রণ) + থ]। ̃ .চর, ̃.চারী (-রিন্) বিণ. (পশু সম্বন্ধে) দলবদ্ধভাবে বিচরণ করে এমন। ̃ .নাথ, ̃.পতি বি. দলের সর্দার; দলবদ্ধভাবে বিচরণকারী পশুদলের সর্দার। ̃ .ভ্রষ্ট বিণ. দলছাড়া, দল থেকে বিচ্ছিন্ন। 18)
যজ-মান
যশদ
(p. 723) yaśada বি. দস্তা। [সং. অশ্ + অদ?]। 49)
যদু
(p. 723) yadu বি. রাজা যযাতির জেষ্ঠ পুত্র। [সং.] ̃ .কুল-পতি, ̃.নাথ, ̃.পতি বি. শ্রীকৃষ্ণ। ̃. বংশ বি. যে-বংশে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। (তু. যাদব)। ̃ .মধু বি. (তুচ্ছার্থে) অখ্যাত-অজ্ঞাত লোক, যে-সে, সাধারণ লোক, (যদুমধুকে দিয়ে একাজ হবে না)। 17)
যোক্তা
(p. 728) yōktā (-ক্তৃ) বিণ. যোগকর্তা, যোগকারী। [সং. √ যুজ্ + তৃ]। স্ত্রী. যোক্ত্রী। 35)
যম2
(p. 723) yama2 বি. 1 মৃত্যুর অধিদেবতা, শমন, কৃতান্ত; 2 মৃত্যু। [সং. √ যম্ + ণিচ্ + অ]। ̃ .জয়ী (-য়িন্) বিণ. অমর, মৃত্যুঞ্জয়, মৃত্যুহীন। ̃ .জাঙ্গাল বি. আকাশগঙ্গা, ছায়াপথ। ̃ .দণ্ড বি. 1 যমের অস্ত্র বা আয়ুধ 2 যমের দেওয়া শাস্তি; 3 মৃত্যুদণ্ড। ̃ .দূত বি. 1 যমের অনুচর; 2 (আল.) মৃত্যুর মতো ভীষণ সংবাদ যে বহন করে আনে; 3 ভয়ংকর আকৃতির লোক। ̃ .দ্বার বি. 1 যমের বাড়ির দরজা 2 যমের রাজ্য বা নরক। ̃ .দ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া, যে তিথিতে ভাইফোঁটা দেওয়া হয়, ভ্রাতৃদ্বিতীয়া। ̃ .পুকুর বি. কার্তিক মাসে অনুষ্ঠেয় কুমারীব্রতবিশেষ। ̃ .পুরী, যমালয় বি. মৃত্যুপুরী, নরক। ̃ .যন্ত্রণা, ̃.যাতনা বি. (আল.) মৃত্যুকালীন কষ্টের মতো ভয়ংকর কষ্ট। ̃ .রাজ বি. মৃত্যুর দেবতা, দক্ষিণ দিকের অধিদেবতা, যম। ̃ .যমান্তক বি. যমজয়ী শিব, মৃত্যুঞ্জয়। ̃ .যমে ধরা ক্রি. বি. মারা যাওয়া; সর্বনাশা দুর্বুদ্ধিগ্রস্ত হওয়া। ̃ .যমের অরুচি এমন জঘন্য লোক যাকে যমও স্পর্শ করে না। যমের দোসর বি. যমের সহচর অর্থাত্ অতি ভয়ংকর লোক। যমের বাড়ি যাওয়া ক্রি. বি. মৃত্যুমুখে পতিত হওয়া, মারা যাওয়া। 41)
যামিনী
(p. 726) yāminī বি. রাত্রি ('কেন যামিনী না যেতে জাগালে না': রবীন্দ্র)। [সং. যাম + ইন্ + ঈ]। ̃ .কান্ত বি. চাঁদ। 42)
যাবত্
যাবক
(p. 726) yābaka বি. আলতা (যাবক-রেখা)। [সং. √ যু + অ + ক]। 33)
যত
(p. 722) yata সর্ব. যে পরিমাণ (যত এল তত গেল, যত ছিল সব গেছে)। বিণ. 1 যে সংখ্যক (যত লোক এসেছে); 2 যে পরিমাণ (যত হাসি তত কান্না); 3 যা কিছু (যত দুঃখ, যত আনন্দ); 4 সমস্ত, সব (যত নষ্টের গোড়া)। ক্রি-বিণ. যে পরিমাণ (যত দেখছি, যতই বল)। [সং. যতি]। ̃ কাল, ̃ ক্ষণ, ̃ দিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবত্, যে অবধি। ̃ কিছু সর্ব. বিণ. যা কিছু সব যে পরিমাণ (যত কিছু ছিল সবই গেছে, যতকিছু অভিমান)। ̃ খানি সর্ব. বিণ. যে পরিমাণ। ̃ গুলি সর্ব. বিণ. যে সংখ্যক যে কয়টি। ̃ টা সর্ব. বিণ. যে পরিমাণ (যতটা পার খাও, যতটা কাজ নিয়েছি)। ̃ বার ক্রি-বিণ. 1 যে কয়গুণ; 2 যে কয় দফা বা খেপ। যত বড়ো মুখ নয় তত বড়ো কথা ছোটো মুখে বড়ো কথা, স্পর্ধিত উক্তি। ̃ সব সর্ব. বিণ. (সচ. নিন্দায় বা বিরক্তিতে) সমস্ত অনেক (যতসব বাজে কথা)। 16)
যমল
(p. 723) yamala বিণ. যুগ্ম, জোড়া। (তু. যামল)। [সং. যম + √ লা + অ]। 44)
যবানী
(p. 723) yabānī দ্র যমানী। 36)
যবিষ্ঠ, যবীয়ান
(p. 723) yabiṣṭha, yabīẏāna (-যস্) বিণ. (বাং. অপ্র.) কনিষ্ঠ; খুবই তরুণ। [সং. যুবন্ + ইষ্ঠ, ঈয়স্]। 37)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534996
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140529
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730780
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942972
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us